For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইস্টবেঙ্গল পালিয়ে যাচ্ছে! ডার্বি-সহ ডুরান্ডের সূচি বদলের আর্জি নিয়ে মোহনবাগান দিবসে খোঁচা দেবাশিসের

Google Oneindia Bengali News

আজ সাড়ম্বরে পালিত হচ্ছে মোহনবাগান দিবস। ময়দানের সবুজ-মেরুন তাঁবুতে ফিরল চেনা পরিবেশ। তারই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে মোক্ষম খোঁচা দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ইমামি ইস্টবেঙ্গল দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান মঙ্গলবার। কোচ ঠিক হলেও দল গঠনের কিছুই হয়নি। ফলে ডুরান্ড কাপের সূচি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে লাল হলুদ। যা ভালোভাবে নিচ্ছে না সবুজ মেরুন।

ইস্টবেঙ্গলকে খোঁচা

ইস্টবেঙ্গলকে খোঁচা

মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত বলেন, মাস দেড়েক আগে ডুরান্ড কাপ নিয়ে বৈঠক হয়েছিল। তখন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ১৬ অগাস্ট খেলা হবে দিবস, ডুরান্ড কাপের উদ্বোধনে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি দিয়ে টুর্নামেন্ট শুরু হলে খুবই ভালো হয়। তখন আমাদের তখন কিছু সমস্যা থাকলেও আমরা সেই পরিকল্পনায় বাধা দিইনি। ডুরান্ডের আয়োজক সেনাবাহিনীর কর্তারাও রাজি ছিলেন। আপত্তি জানায়নি ইস্টবেঙ্গল। কিন্তু এখন তারা শুনছি প্রথম ম্যাচে ডার্বি খেলতে চাইছে না। দল গঠন হয়নি বলে টুর্নামেন্টে দেরিতে নামতে চাইছে। আমরা এমন প্রস্তাবও দিই যে. ডুরান্ড কাপের উদ্বোধন পিছিয়ে দেওয়া হলেও প্রথম ম্যাচ হোক বড় ম্যাচই। কিন্তু ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে আমাদের বিরুদ্ধে নামতে চাইছে না। ফলে এ তো পালিয়ে যাওয়াই!

ডুরান্ড ডার্বি দিয়ে শুরু নয়

ডুরান্ড ডার্বি দিয়ে শুরু নয়

সূত্র মারফত জানা যাচ্ছে, ইমামি ইস্টবেঙ্গল ২২ অগাস্ট থেকে ডুরান্ড খেলতে চাইছে। এটিকে মোহনবাগান সেক্ষেত্রে নামবে ২০ অগাস্ট। ডার্বির সম্ভাব্য দিন ২৮ অগাস্ট। তবে সেপ্টেম্বরে এটিকে মোহনবাগানের এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল রয়েছে। ফলে ডুরান্ড পিছিয়ে দেওয়াটাকে সবুজ মেরুন শিবির ভালো চোখে দেখছে না। দেবাশিস দত্ত বলেন, ডুরান্ড কাপ ডার্বি দিয়ে শুরু হবে বলে সেইমতো আমাদের কোচ, বিদেশি ফুটবলাররা এসে যাচ্ছেন। আজ থেকে অনুশীলন শুরু হয়ে গিয়েছে। ফ্লাডলাইটেও অনুশীলন হবে। লাল হলুদের পরিকাঠামো সঠিক না থাকাকে খোঁচা দিয়ে দেবাশিস বলেন, একটা ক্লাবে প্রতি বছর লগ্নিকারী বদলাবে। আর তার জন্য টুর্নামেন্টের সূচি বদলাবে! এর দায় আমাদের কাঁধে কেন বর্তাবে?

চনমনে বাগান

মোহনবাগান দিবসে আজ থেকে অনুশীলন শুরু করে দিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো। প্রথমদিন হাল্কা অনুশীলই হয়েছে। ডুরান্ড কাপকে তিনি গুরুত্ব দিচ্ছেন। এফসি গোয়ার কোচ হিসেবে তিনি এই টুর্নামেন্টের ঐতিহ্য, জনপ্রিয়তা সম্পর্কে ওয়াকিবহাল। তবে ফেরান্দোও ইস্টবেঙ্গলের আবদারের কথা জেনে অবাক হয়ে গিয়েছেন বলে দাবি করেন দেবাশিস দত্ত। তাঁর কথা, ফেরান্দো সব শুনে বলেছেন ভারতীয় ফুটবলে এমনটাও হয়! দেবাশিস দত্ত আরও জানিয়েছেন আগামী ১০ অগাস্ট বিকেলে নবনির্মিত মোহনবাগান তাঁবু, মিউজিয়াম ইত্যাদির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানের রূপরেখা চূড়ান্ত হবে ১ অগাস্ট মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে।

মোহনবাগান দিবসে ঘোষণা

এদিকে, আজ সাড়ম্বরে উদযাপিত হচ্ছে মোহনবাগান দিবস। এদিন এটিকে মোহনবাগানের তরফে জানিয়ে দেওয়া হচ্ছে, আগামী মরশুমে প্রীতম কোটাল সবুজ মেরুন জার্সি গায়েই খেলবেন। অন্যত্র যাচ্ছে না। এবার মোহনবাদান রত্ন পাচ্ছেন শ্যাম থাপা। জীবনকৃতি সম্মান পাচ্ছেন বলাই দে। সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কার পাচ্ছেন কিয়ান নাসিরি। এ ছাড়াও নানা পুরস্কার প্রদান করা হবে। প্রীতি ম্যাচ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সব ব্যবস্থাই রয়েছে। মোহনবাগান লেন ও কীর্তি মিত্র লেনের সংযোগস্থলে কীর্তি মিত্রর অবশিষ্ট প্রাচীরে ১৯১১ সালের শিল্ডজয়ীদের যে ম্যুরাল রয়েছে সেখানে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অতীন ঘোষ।

English summary
ATK Mohun Bagan Unhappy Over Emami East Bengal's Request To Reschedule Durand Cup. Earlier, It Was Decided To Start Durand Cup On August 16 With Kolkata Derby.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X