For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওড়িশা এফসির বিরুদ্ধে গোল শূন্য ড্র এটিকে মোহনবাগানের

ওড়িশা এফসির বিরুদ্ধে গোল শূন্য ড্র এটিকে মোহনবাগানের

Google Oneindia Bengali News

পয়েন্ট নষ্ট করল এটিকে মোহনবাগান। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি'র বিরুদ্ধে গোল শূন্য ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড। শতাব্দী প্রাচীন ক্লাবটির সমর্থকদের সৌভাগ্য যে এই ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে এটিকে মোহনবাগান। ঘরের মাঠে এটিকে মোহনবাগানকে চেপে ধর ধরেছিল এটিকে মোহনবাগান।

ওড়িশা এফসির বিরুদ্ধে গোল শূন্য ড্র এটিকে মোহনবাগানের

এই ম্যাচে এটিকে মোহনবাগানকে শুরু থেকেই চেপে ধরেছিল ওড়িশা এফসি। গোটা ম্যাচে এটিকে এমবির গোল লক্ষ্য করে ১৭টি শট নিয়েছিল ওড়িশা এফসি। সেখানে মাত্র ৭টি শট মাত্র নিতে সক্ষম হয়েছিল সবুজ-মেরুন। এ দিন বল পজিশনের ৫৩ শতাংশ ছিল সবুজ-মেরুনের দখলে। নির্ভুল পাসের দিক থেকেও এগিয়ে ছিল ওড়িশা। জগন্নথ দেবের শহরের দলটি ৩৫২টি পাস খেলেছিল নিজেদের মধ্যে। ওড়িশার ৬৯ শতাংশ পাস ছিল নির্ভুল। অপর দিকে মোহনবাগান ৩১৫টি পাস খেলেছিল। এ দিন পরিষ্কার ফুটবলের বিচারে এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। তারা মাত্র ৬টি ফাউল করে যেখানে ওড়িশা এফসি করে ১৬টি ফাউল।

পুরো ম্যাচে আটটি কর্নার পেয়েছিল ওড়িশা এফসি, সেখানে সবুজ-মেরুনের প্রাপ্ত কর্নারের সংখ্যা মাত্র ৩টি। আক্রমণে প্রতিপক্ষ এটিকে মোহনবাগানকে চেপে রাখলেও কাজের কাজ গোলটি তুলে আনতে পারেনি নবীন পট্টনায়কের শহরের দলটি। এ দিন ওড়িশার নেওয়া ১৭টি শটের মধ্যে মাত্র দুইটি ছিল টার্গেটে। ওড়িশা আক্রমণ ভাব এই ম্যাচে ভাল খেললে এটিকে মোহনবাগানের পক্ষে ১ পয়েন্ট নিয়ে আসাও কষ্টকর হতো। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। অপর দিকে, ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ওড়িশা এফসি রয়েছে চতুর্থ স্থানে।

English summary
ATK Mohun Bagan share point with Odisha FC in ISL 2022-23.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X