
লিস্টন-মনবীরের গোলে বেঙ্গালুরু বিধ্বস্ত! আইএসএলের শেষ চারে যাওয়া কার্যত নিশ্চিত এটিকে মোহনবাগানের
আইএসএলের শেষ চারে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলল এটিকে মোহনবাগান। আজ ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারাল সবুজ মেরুন। করোনা সংক্রমণের জেরে পিছিয়ে দেওয়া হয়েছিল এই ম্যাচটি। আজ এই ম্যাচে হুয়ান ফেরান্দোর দলের হয়ে গোল দুটি করেছেন লিস্টন কোলাসো ও মনবীর সিং।

এদিনের ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দুই দলই সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। দুই দলের রক্ষণভাগই ছিল জমাট। বল দখলের লড়াইয়ে এটিকে মোহনবাগান এগিয়ে থাকলেও গোলমুখ খুলছিল না। বেঙ্গালুরু এফসিও বাগান রক্ষণ বা গোলকিপারকে তেমন পরীক্ষার মুখেই ফেলতে পারেনি। প্রথমার্ধ যখন গোলশূন্যই থাকবে বলে ধরে নিয়েছেন অনেকে, তখনই লিস্টন কোলাসোর ম্যাজিক। ইনজুরি টাইমে দুরন্ত ফ্রি কিক থেকে গোল করে তিনি বিরতিতে এগিয়ে রাখেন গতবারের রানার-আপদের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধে মরিয়া হয়ে ওঠে বেঙ্গালুরু এফসি। প্রতি আক্রমণে বিপজ্জনক লাগছিল সবুজ-মেরুনকেও। ম্যাচের ৫৪ মিনিটে প্রতিপক্ষ গোলকিপারকে একা পেয়েও বল তিনকাঠিতে রাখতে পারেননি মনবীর সিং। ৫৭ মিনিটে লিস্টন কোলাসোর শট পোস্টে লেগে ফিরে আসে। এর মিনিট খানেক পরেই মনবীর সিং ও লিস্টন কোলাসোর যুগলবন্দিতে গোল হওয়া থেকে দলকে রক্ষা করেন উদান্তা সিং। ম্যাচের ৮৫ মিনিটে কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি পেয়ে যায় এটিকে মোহনবাগান। বেঙ্গালুরুর ফুটবলারদের ভুলকে কাজে লাগিয়ে গোল করে যান মনবীর সিং। এই গোলই সুনীল ছেত্রীদের যাবতীয় প্রয়াসে জল ঢেলে দেয়।

দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্যবধান কমানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল বেঙ্গালুরু। প্রথমে সুনীল ছেত্রীর শট রুখে দেন অমরিন্দর সিং, ফিরতি বলে রোহিত কুমার শট নিলেও সেটিকেও কর্নারের সাহায্যে বাঁচিয়ে দেন অমরিন্দর। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল এটিকে মোহনবাগান। ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা বেঙ্গালুরু এফসির আর শেষ চারে যাওয়া হলো না।