For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভাশিসের শেষ মুহূর্তের গোলে নর্থইস্টের বিরুদ্ধে জয় পেল এটিকে মোহনবাগান

শুভাশিসের শেষ মুহূর্তের গোলে নর্থইস্টের বিরুদ্ধে জয় পেল এটিকে মোহনবাগান

Google Oneindia Bengali News

জয়ের ছন্দে ফিরল এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে নর্থইস্ট ইউনাইটেডকে ২-১ ব্যবধানে পরাজিত করল জুয়ান ফেরান্দোর দল। এটিকে মোহনবাগানের হয়ে গোল দু'টি করেন লিস্টন কোলাসো এবং শুভাশিস বসু। নর্থইস্টের একমাত্র গোলটি করেন অ্যারন ইভানস।

শুভাশিসের শেষ মুহূর্তের গোলে নর্থইস্টের বিরুদ্ধে জয় পেল এটিকে মোহনবাগান

ঘরে মাঠে ম্যাচ হলেও প্রতিপক্ষের উপর দাপট বিস্তার করে জিতেছে সবুজ-মেরুন এমনটা বলা যাবে না। বল পজিশনের ৫৯ শতাংশ ছিল এটিকে মোহনবাগানের দখলে। ফর্মে না থাকা নর্থইস্ট ইউনাইটেড ৪১ শতাংশ বলের দখল রেখেছিল নিজেদের কাছে। এই ম্যাচে মোট ৪৯৭টি পাস খেলে এটিকে মোহনবাগান, যার মধ্যে নির্ভুল ছিল ৮৪ শতাংশ। পক্ষান্তরে পাহাড়ি দল নর্থইস্টের ৩৫৫টি পাসের মধ্যে নির্ভুল ছিল ৭৫ শতাংশ।

তবে, এটিকে মোহনবাগানের যে পরিসংখ্যান আগামী ম্যাচগুলিতে সমর্থকদের আশ্বস্থ করবে তা হল তাদের শট অন টার্গেটে রাখার দক্ষতা। মোট ২৬টি শট প্রতিপক্ষের গোল লক্ষ্য করে নিয়েছিল সবুদ-মেরুন যার মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। ম্যাচের ৩৫ মিনিটে লিস্টন কোলাসোর গোলে ম্যাচে প্রথম বারের জন্য এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। হুগো বৌমসের পাস থেকে গোল করেন তিনি। এগিয়ে থেকেই প্রথমার্ধে মাঠ ছাড়ে সবুজ-মেরুন।

দ্বিতীয়ার্ধেও ম্যাচে আধিপত্য বিস্তার করে রেখেছিল জুয়ানের ছেলেরা কিন্তু ইনসিওরেন্স গোলটি যেন কোনও ভাবেই আসছিল না। এর মধ্যে ৮১ মিনিটে ইয়ন গাজটাঙ্গার পাস থেকে অ্যারন ইভানস গোল করে নর্থইস্টকে সমতায় ফিরেয়ে দেন। ম্যাচের ডাইয়িং মিনিটে গোল হজম করে চাপে পড়ে যায় এটিকে মোহনবাগান। তবে, যে কোনও মূল্যে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই যেন এ দিন তারা মাঠে নেমেছিল। ম্যাচের শেষ লগ্নে দিমিত্রি পেত্রাতোসের পাস থেকে শুভাশিস বসু গোল করে এগিয়ে দেন এটিকে মোহনবাগানকে এবং দলটির পক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করেন।

এই ম্যাচে জয়ের ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগান দ্বিতীয় স্থানে উঠে এল। ৬ ম্যাচে এক পয়েন্টও না পেয়ে নর্থইস্ট ইউনাইটেড থাকল তলানিতে।

English summary
ATK Mohun Bagan beat NorthEast United by 2-1 goals at Salt Lake Stadium in ISL 2022-23.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X