For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেগা ম্যাচে ডি পল-ডি মারিয়াকে খেলানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে আর্জেন্টিনা

নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেগা ম্যাচে ডি পল-ডি মারিয়াকে খেলানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে আর্জেন্টিনা

Google Oneindia Bengali News

নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে রড্রি ডি পলকে খেলানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন আর্জেন্টিনা। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, তিনি আশাবাদী নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ আটের লড়াইয়ে রড্রি ডি পলকে পাওয়া যাবে। তিনি আত্মবিশ্বাসী চোট কাটিয়ে ধীরে ধীরে ম্যাচ ফিট হয়ে ওঠা অ্যাঞ্জেল ডি মারিয়াকে পাওয়ার বিষয়েও।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেগা ম্যাচে ডি পল-ডি মারিয়াকে খেলানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে আর্জেন্টিনা

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামতে পারেননি ডি মারিয়া। অপর দিকে, হ্যামস্ট্রিং-এ অস্ট্রেলিয়া ম্যাচের পর চোট পান রড্রি। এখনও পর্যন্ত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটা ম্যাচ পুরো খেলেছেন ডি মারিয়া। ডিফেন্সিভ মিডফিল্ডে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন ডি মারিয়া প্রতিটা ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে। তাঁর কারণেই এই টুর্নামেন্টে খুব বেশি বিপাকে পড়তে হয়নি আর্জেন্টিনার ডিফেন্সকে। স্কালোনি বলেছেন, "ওরা এখন ভাল আছে। পরিস্থিতি অনুযায়ী লাইন আপে এদের রাখব কি না সেই সিদ্ধান্ত নেব।"

রড্রি ডি পলের চোটের খবর বাইরে বেরিয়ে আসায় বেশ অসন্তুষ্ট দেখিয়েছে আর্জেন্টিনার কোচকে। তিনি অনেকটা বিরক্ত হয়েই বলেন, "গত কাল ক্লোজডোর অনুশীলন ছিল এবং আমি জানি না কোথা থেকে এই খবর এল। আসল বিষয় হল যে কোনও ম্যাচের পর খেলোয়াড়রা আলাদা অনুশীলন করে বা অনুশীলন সেশনের অর্ধেকটা করে তারা কত মিনিট খেলেছে তার উপর নির্ভর করে। আজকে আমরা সিদ্ধান্ত নেব আমরা কী ভাবে এই ম্যাচে খেলব। সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।"

২০১৪ সালে ব্রাজিল বিশ্বপাকে নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনা সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটি ১২০ মিনিট পরেও ছিল গোলশূন্য। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে লাতিন আমেরিকার দলটি হারায় ইউরোপের দেশটিকে। স্কালোনি বলেছেন, "গতকাল পেনাল্টি কিক প্র্যাকটিস করেছে দল। ওরা সব সময়েই অনুশীলনের মধ্যে পেনাল্টি মারার অভ্যাস করে। টাইব্রেকারে সব সময়ই ভাগ্য কাজ করে। আমি আশা করি আমরা সেই জায়গায় পৌঁছবো না তার আগেই ম্যাচ শেষ করে দিতে পারব।"

গত বছরের অগস্ট মাসে লুইস ভান গাল তৃতীয় বারের জন্য নেদারল্যান্ডসের কোচের হট সিটে বসার পর থেকে শেষ ১৯ ম্যাচে অপরাজিত নেদারল্যান্ডস। ২০১৪ সালেও নেদারল্যান্ডসের কোচের দায়িত্বে ছিলেন ভান গাল। ব্রাজিলে জার্মানির বিরুদ্ধে অতিরিক্ত সময়ে মারিও গোতজের গোলে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ হাতছাড়া করে আর্জেন্টিনা।

ওই সংস্করণে আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়া কোচ আলেজান্দ্রো সাবেলা দুই বছর আগে প্রয়াত হয়েছে। দীর্ঘ দিন ক্যান্সার এবং হৃদযন্ত্রজনিত সমস্যায় ভোগার পর দিয়েগো মারাদোনার প্রয়ানের দুই সপ্তাহ পর প্রয়াত হন সাবেলা। স্কোলানি পূর্বসুরির মৃত্যু সম্পর্কে বলেছেন, "আজ আমাদের জন্য দুঃখের দিন।

আর্জেন্টিনার জন্য এটা বড় ক্ষতি কারণ উনি আমাদের অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন। আমি প্রত্যেককে তাঁর সম্পর্কে স্মরণ করাতে চাই। এই দেশের হয়ে এই জার্সির জন্য আমরা নিজেদের সর্বস্য উজাড় করে দেব। ম্যাচ যখন শেষ হবে আমি আশা করি খেলার ফলাফল নিয়ে আমরা খুশি হব।"

ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টারফাইনালে চাপে ক্রোয়েশিয়া, এক নজরে এই দুই দলের অতীত সাক্ষাতের পরিসংখ্যানব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টারফাইনালে চাপে ক্রোয়েশিয়া, এক নজরে এই দুই দলের অতীত সাক্ষাতের পরিসংখ্যান

English summary
Argentina Team management is trying their best to field Angel Di Maria and Rodrigo De Paul against Netherlands
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X