For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Year Ender 2022: ঘূর্ণিঝড়, মাঙ্কিপক্স থেকে ইউক্রেন সঙ্কট, বছরভর কোন কোন খবর নিয়ে মেতে থেকেছে গোটা বিশ্ব

Year Ender 2022: ঘূর্ণিঝড়, মাঙ্কিপক্স থেকে ইউক্রেন সঙ্কট, বছরভর কোন কোন খবর নিয়ে মেতে থেকেছে গোটা বিশ্ব

  • |
Google Oneindia Bengali News

বছরের শুরু থেকেই করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ফের নতুন করে ভয় গ্রাস করেছিল গোটা বিশ্বকে। তবে যত মাস গড়িয়েছে তত করোনার ভয় কমেছে। অন্য খবর জায়গা দখল করেছে। ঘূর্ণিঝড় থেকে শুরু করে রানি এলিজাবেথের প্রয়াণ, ইউক্রেনে রাশিয়ার হামলা থেকে শুরু করে বিনোদন জগতে ঝড় তোলা উইল স্মিথের চড়। সবকটা ঘটনায় তোলপাড় ফেলে ইন্টারনেটে ট্রেন্ড করেছে বিশ্বজুড়ে। এরকমই দশটি ঘটনার তালিকা দেখে নিন একনজরে।

ইউক্রেন সঙ্কট

ইউক্রেন সঙ্কট

এই বছরের একেবারে শুরু থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত নিয়ে সারা বিশ্বে হইচই মেতে রয়েছে। রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনে। পাল্টা প্রতিরোধ করে তুলেছে ইউক্রেন। বছর শেষ হতে চললেও এই যুদ্ধ কবে থামবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। সারা বছর বিশ্বজুড়ে ইউক্রেন সংকট নিয়ে সংবাদমাধ্যম থেকে শুরু করে আমজনতা সবাই খোঁজ নিয়ে চলেছেন। ফলে খবরের দিক থেকে এটি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বিশ্বজুড়ে।

রানি এলিজাবেথ দ্বিতীয়-র প্রয়াণ

রানি এলিজাবেথ দ্বিতীয়-র প্রয়াণ

বছরের প্রায় একেবারে শেষে এসে ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয় প্রয়াত হয়েছেন। নবতিপর রানি এলিজাবেথ দ্বিতীয় দীর্ঘ কয়েক দশক ধরে রানির দায়িত্ব সামলেছেন। এবং নিশ্চিতভাবেই বিশ্বের সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। তাঁর প্রয়াণে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। মানুষের উৎসাহ তাঁকে ঘিরে কম ছিল না।

বিশ্বের নানা প্রান্তের নির্বাচনী ফল

বিশ্বের নানা প্রান্তের নির্বাচনী ফল

ভারত হোক অথবা বিশ্বের অন্যান্য প্রান্তের নির্বাচনী ফল, সব নিয়েই বছরভর মানুষের আগ্রহ চরমেই ছিল। জার্মান, ফ্রান্স, ইংল্যান্ডের নির্বাচন নিয়ে মানুষ অনেক উৎসাহ দেখিয়েছে। পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচন নিয়েও ভারতের সাধারণ মানুষের মধ্যে উৎসাহের অন্ত ছিল না। ফলে নির্বাচনী ফলাফল গুগল সার্চের হিসেবে তৃতীয় স্থানে রয়েছে।

পাওয়ার বল নম্বর লটারি

পাওয়ার বল নম্বর লটারি

পাওয়ার বল নম্বর নিয়ে সারা বছর গুগলে সার্চের অন্ত ছিল না। সার্চের বিচারে পাওয়ার বল নম্বর রয়েছে চতুর্থ স্থানে। এটি একটি আমেরিকান লটারি গেম যা বহু বছর ধরে চলে আসছে এবং অত্যন্ত জনপ্রিয়। এ বছরের নভেম্বর মাসে পাওয়ার বলে সবচেয়ে বেশি ২০০ কোটি ডলারের লটারি জ্যাকপট জিতেছেন এক ব্যক্তি। যার ফলে এটা নিয়ে বছরভর চূড়ান্ত উৎসাহ দেখা গিয়েছে।

মাঙ্কিপক্স

মাঙ্কিপক্স

করোনা ভাইরাসের পর এবছর মাঙ্কিপক্স নিয়ে ২০২২ সালে আশঙ্কা এবং ভাবনার অন্ত ছিল না। প্রথমে শোনা গিয়েছিল এই মাঙ্কিপক্স অত্যন্ত প্রাণঘাতী। অন্যদিকে ভারতেও বেশ কয়েকজন মানুষ আক্রান্ত হন বলে খোঁজ মেলে। যার ফলে ফের একবার মানুষ আতঙ্কে উদ্বেলিত হয়ে উঠেছিলেন।

ঘূর্ণিঝড় ইয়ান

ঘূর্ণিঝড় ইয়ান

ঘূর্ণিঝড় ইয়ান নিয়েও এবছর ব্যাপক উত্তেজনা চলেছে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত এই নিয়ে মানুষের চূড়ান্ত আগ্রহ ছিল। প্রায় ৮৭ বছর পর সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়ান ফ্লোরিডায় আঘাত করেছে। ফ্লোরিডার পাশাপাশি কিউবা এবং অন্যান্য এলাকাতেও এই ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব দেখা গিয়েছে। যার ফলে এই নিয়ে উৎসাহ অন্ত ছিল না। এই ঘূর্ণিঝড়ে ৫ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেড়শোর বেশি মানুষ মারা গিয়েছেন।

জনি ডেপ-অ্যাম্বার হার্ড মামলা

জনি ডেপ-অ্যাম্বার হার্ড মামলা

জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মধ্যে যে মামলা চলছিল তা নিয়েও ব্যাপক উৎসাহ ছিল ইন্টারনেট দুনিয়ায়। এপ্রিল থেকে মে- এই দুই মাস ধরে মামলা চলে এবং শেষ অবধি মামলায় নিষ্পত্তি হয়। এই মামলায় জয়লাভ করেন অভিনেতা জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

টেক্সাসে শুটআউট

টেক্সাসে শুটআউট

২০২২ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলে শুটআউট হয়। যার ফলে সবমিলিয়ে মোট ২২ জনের মৃত্যু হয়। যার মধ্যে আততায়ীও রয়েছে। স্কুলের মধ্যে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে আততায়ী নিজে আত্মঘাতী হয়। টেক্সাসের ইতিহাসে এটি তৃতীয় সবচেয়ে মারাত্মক বন্দুকবাজের হামলার ঘটনা বলে বিবেচিত হয়েছে।

উইল স্মিথ চড় কাণ্ড

উইল স্মিথ চড় কাণ্ড

হলিউড অভিনেতা উইল স্মিথ অস্কার পুরস্কার প্রদানের মঞ্চে থাপ্পড় মেরে বসেন সঞ্চালক ক্রিস রককে। যার জোরে বিনোদন দুনিয়ায় ঝড় বয়ে যায়। এই ঘটনায় স্মিথ পরে ক্ষমা চাইলেও অস্কার কমিটি উইল স্মিথকে অ্যাকাডেমির যেকোনও অনুষ্ঠানে ১০ বছরের জন্য ব্যান করে দেয়।

মার্কিন মুলুকে গর্ভপাত আইন

মার্কিন মুলুকে গর্ভপাত আইন

গর্ভপাত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশক পুরনো আইন সেদেশের সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। এর আগে গর্ভপাতকে মহিলাদের সাংবিধানিক অধিকার বলে আদালত মান্যতা দিয়েছিল সাতের দশকে। এর আগে টেক্সাসে এই গর্ভপাত সম্পর্কিত একটি আইন পাশ হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। তারপর অনেক জল গড়ানোর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত গর্ভপাত নিয়ে কড়া সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।

 Year Ender 2022: ফিরেছে 'স্থিতিশীলতা'! অর্থনীতির 'পুনরুত্থানে'র বছর একনজরে Year Ender 2022: ফিরেছে 'স্থিতিশীলতা'! অর্থনীতির 'পুনরুত্থানে'র বছর একনজরে

English summary
Year Ender 2022: Ukraine Crisis, Monkeypox to Cyclone, News That Was In Trend Worldwide
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X