For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজয় দিবস ১৯৭১! ভারতের পরাক্রমে এক লক্ষ পাক সেনার আত্মসমর্পণে জন্ম হয় বাংলাদেশের

বিজয় দিবস ১৯৭১! ভারতের পরাক্রমে এক লক্ষ পাক সেনার আত্মসমর্পণে জন্ম হয় বাংলাদেশের

  • |
Google Oneindia Bengali News

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দিনটি ভারত বাংলাদেশ সম্পর্কে যে সুদৃঢ় বন্ধন তৈরি করেছিল তা বহু বাধা-বিপত্তি পেরিয়ে আজও অটুট। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এই দিনটির কথা। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনা যে শৌর্য ও সাহসিকতা দেখিয়ে পাকিস্তানি সেনাকে পরাস্ত করে বাংলাদেশে স্বাধীনতা সূর্যোদয় ঘটিয়েছিল তা এক কথায় অকল্পনীয়। সেসময় বাংলাদেশ স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং প্রতিবেশী বন্ধু দেশ হিসেবে তাদের সাহায্য করেছে ভারত। পাকিস্তানকে পরাস্ত করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে।

পাকিস্তানের আত্মসমর্পণ

পাকিস্তানের আত্মসমর্পণ

পাকিস্তানি সেনার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা খান নিয়াজি পরাজিত হয়ে আত্মসমর্পণ করে চুক্তি স্বাক্ষর করছেন ভারত এবং বাংলাদেশ সেনার সম্মুখে। এই ছবিটি চিরকালীন হয়ে রয়েছে বাংলাদেশ এবং ভারতের জনগণের মনে। ভারতীয় স্থল সেনা, নৌসেনা এবং বায়ু সেনার ত্রিমুখী আক্রমণে পাকিস্তানের সেনা হাঁটু গেড়ে সেদিন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল।

এক লক্ষ পাক সেনার আত্মসমর্পণ

এক লক্ষ পাক সেনার আত্মসমর্পণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় সেনা আত্মসমর্পণ বিশ্ব দেখেনি। কারণ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দিনটিতে ভারতীয় সেনার সামনে ৯৩ হাজারের বেশি পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল। এবং একইসঙ্গে বিশ্বের ইতিহাসে এক নতুন দেশের জন্ম হয়, যার নাম - বাংলাদেশ।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম

১৯৭১ সালে পশ্চিম পাকিস্তান ইচ্ছাকৃতভাবে পূর্ব পাকিস্তানের উপর হামলা চালায়। সেখানে আমজনতার ওপর আক্রমণ শুরু করে। এমনকী অন্যায় ভাবে ভারতীয় সেনার ঘাঁটিতেও আক্রমণ চালানোর চেষ্টা হয়। ইতিমধ্যে ভারতের কাছে সাহায্য প্রার্থনা করে স্বাধীনতাকামী বাংলাদেশি জনগণ। আর সেই ডাকে সাড়া দিয়ে ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনা ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে সক্ষম হয়।

বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয় ভারত

বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয় ভারত

বাংলাদেশ যখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পুরোপুরিভাবে স্বাধীনতার যুদ্ধ অবতীর্ণ হয়, তখন উপায় না দেখে পশ্চিম পাকিস্তানের সরকার সেনাকে কাজে লাগিয়ে কয়েক লক্ষ মানুষকে বাংলাদেশে হত্যা করে। এমনকী কয়েক লক্ষ মহিলার উপরেও নির্বিচারে অত্যাচার চালানো হয়। সেই লড়াই-সংগ্রামকে জয় করে ভারতের সাহায্যে বাংলাদেশে স্বাধীনতার সূর্য উদয় হয় - ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ১৬ তারিখে।

ভারতকে ধন্যবাদ জানাতে কলকাতায় মুজিব

ভারতকে ধন্যবাদ জানাতে কলকাতায় মুজিব

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেদেশের প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন সেদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান নায়ক শেখ মুজিবুর রহমান। তারপরই ১৯৭২ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমন্ত্রণে ভারতের কলকাতায় আসেন শেখ মুজিব। সেখানেই তিনি তাঁর দেশ বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য ফের একবার ভারতের কৃতজ্ঞতা স্বীকার করেন।

English summary
Vijay Diwas 1971: How Bangladesh was Born After Indian Army Took Charge To Defeat Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X