For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধনী' দেশের তালিকায় প্রথম দশে থাকলেও অর্থ বণ্টনে পৃথিবীর দ্বিতীয় 'অসম' দেশ ভারত

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রাশিয়ার পরই সম্পদের অসম বণ্টনের ক্ষেত্রে পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এদেশে বিত্তশালীরা দেশের মোট সম্পদের অর্ধেক ভোগ করে। এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি সম্পত্তি বিষয়ক গবেষণা সংস্থা 'নিউ ওয়ার্ল্ড ওয়েলথ'। [কন্যার চেয়ে বেশি পুত্র ভ্রুণ হত্যা হচ্ছে ভারতে, জানাল সমীক্ষা]

গবেষণা করে এই সংস্থা জানিয়েছে, ভারতের মোট সম্পদের ৫৪ শতাংশ ধনবান ব্যক্তিদের কুক্ষীগত হয়ে রয়েছে। আর এই ধনবানদের সংখ্যা একেবারে দেশের মোট জনসংখ্যার তুলনায় একেবারে নগন্য। ভারত বিশ্বের প্রথম দশ বিত্তশালী দেশের মধ্যে পড়ে। অথচ গড় ভারতীয়রা দারিদ্রের সঙ্গে নিত্যদিন লড়াই করে চলেছে। [ভারতের এই গ্রামের সকলে এখনও কথা বলেন সংষ্কৃত ভাষায়!]

অর্থ বণ্টনে পৃথিবীর দ্বিতীয় 'অসম' দেশ ভারত

বিশ্বের নিরিখে সম্পদের অসম বণ্টনের বিষয়ে রাশিয়া সবচেয়ে উপরে রয়েছে। দেশের মোট সম্পদের ৬২ শতাংশই রাশিয়ায় ধনপতিদের দখলে রয়েছে। এদিকে জাপানে সম্পদের সবচেয়ে সুষম বণ্টন লক্ষ্য করা গিয়েছে। সেদেশের মোট সম্পদের মাত্র ২২ শতাংশ ধনকুবেরদের কুক্ষীগত বলে জানা গিয়েছে। [ভারতে দশম শ্রেণি পাশ করার পরই পড়াশোনায় ইতি টানে ৪৭০ লক্ষ ছেলেমেয়ে!]

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রেও সম্পদের প্রায় সুষম বণ্টনই লক্ষ্য করা গিয়েছে। সেদেশে মোট সম্পদের ৩২ শতাংশ বিত্তশালীদের কাছে রয়েছে। এছাড়া ব্রিটেনে মোট সম্পদের ৩৫ শতাংশ উচ্চবিত্তদের কাছে রয়েছে। [ভারতে এখনও ক্রীতদাস প্রথায় বাধ্য ১ কোটি ৮০ লক্ষ মানুষ]

গবেষণায় জানা গিয়েছে, বিলিয়নেয়ারদের অধিকারে থাকা সম্পত্তির বিচারেও সবচেয়ে আগে রয়েছে রাশিয়া। এদেশের বিলিয়নেয়াররা দেশের মোট সম্পদের ২৬ শতাংশ দখল করে বসে রয়েছেন। এদিকে এক্ষেত্রেও জাপানে সুষম বণ্টন লক্ষ্য করা গিয়েছে। সেদেশের মোট সম্পদের মাত্র ৩ শতাংশের দখল নিয়েছেন বিলিয়নেয়াররা।

English summary
India, most unequal country after Russia in wealth distribution : Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X