For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক টাকার টিকিট বিক্রি বন্ধ করুন, স্পাইস জেটকে কড়া নির্দেশ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ এপ্রিল: শনির দৃষ্টি পড়েছে স্পাইস জেটের ওপর! কিছুদিন আগে মাঝ আকাশে হোলি খেলেছিলেন স্পাইস জেটের কর্মীরা। তার জেরে নেমে আসে শাস্তির খাঁড়া। আর এবার সরাসরি স্পাইস জেটকে এক টাকার টিকিট বিক্রি করতে নিষেধ করল ডিজিসিএ বা ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। তাদের ধরানো হয়েছে কারণ দর্শানোর নোটিশও।

মঙ্গলবারই স্পাইস জেট ঘোষণা করে, তারা এক টাকা দামে কিছু টিকিট বিক্রি করবে। সঙ্গে সঙ্গে ভিড় উপচে পড়ে তাদের ওয়েবসাইটে। অবস্থা এমনই দাঁড়ায় যে, বিকেলে স্পাইস জেটের ওয়েবসাইটই অকেজো হয়ে পড়ে। বিষয়টি গোচরে আসে ডিজিসিএ-র। তারা অবিলম্বে কম দামে টিকিট বিক্রির এই বিষয়টি বন্ধ করতে নির্দেশ পাঠায়।

স্পাইস জেটের বক্তব্য, তারা ১.৭ শতাংশ আসন সংরক্ষিত রেখেছে এক টাকার টিকিটের যাত্রীদের জন্য। মূল ভাড়া ও জ্বালানি খরচ ধরে এই ভাড়া ধার্য করা হয়েছে। ব্যবসার জনপ্রিয়তা বাড়াতেই এহেন পদক্ষেপ। অতীতেও অনেক বিমান পরিবহণ সংস্থা এমন কাজ করেছে বলে উদাহরণ খাড়া করে তারা।

কিন্তু ডিজিসিএ এই জবাব খতিয়ে দেখে জানায়, বিমানপোত আইন বা এয়ারক্র্যাফ্ট অ্যাক্ট অনুসারে, পরিচালন খরচ, যুক্তিসঙ্গত মুনাফা এবং বাজারদর মাথায় রেখে বিমানের ভাড়া নির্ধারণ করতে হবে। স্পাইস জেট কোনও শর্তই মানেনি।

ডিজিসিএ আরও বলে, এমন পদক্ষেপ নিয়ে বিমান পরিবহণ শিল্পের ক্ষতি করছে স্পাইস জেট। কারণ আপাতত টিকে থাকতে অন্যান্য বিমান সংস্থাগুলিও একই ছাড় ঘোষণা করতে বাধ্য হবে। ফলে ইতিমধ্যে লোকসানে চলা বিভিন্ন বিমান সংস্থাগুলি ক্রমশ দুর্বলতর হয়ে পড়বে। আর্থিক লোকসানের বোঝা বইতে না পেরে কেউ লালবাতিও জ্বালতে পারে। সেক্ষেত্রে চাহিদার তুলনায় জোগান কমে যাবে। তখন আবার পরিস্থিতির সুযোগ নিয়ে লাগামছাড়া ভাড়া নেবে স্পাইস জেটের মতো বিমান সংস্থাগুলি। এই আগ্রাসী দরদাম বা 'প্রিডেটরি প্রাইসিং' তাই বন্ধ করতে কড়া নির্দেশ দেয় ডিজিসিএ।

প্রসঙ্গত, এক টাকার টিকিট ছাড়াও ৭৯৯ এবং ১৪৯৯ টাকায় বিশেষ টিকিট দিচ্ছে স্পাইস জেট। এক্ষেত্রে অবশ্য কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। ডিজিসিএ-র সিদ্ধান্তে স্পষ্টতই মুষড়ে পড়েছে স্পাইস জেট। অবশ্য বিশেষজ্ঞরা এই নিষেধাজ্ঞাকে সমর্থন করেছেন।

English summary
DGCA orders Spice Jet to stop selling Re 1 tickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X