For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: বাড়ছে রান্নার বাণিজ্যিক গ্যাসের দাম, রাজ্যসভার নির্বাচনের দিন ঘোষণা

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।

Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ছে ২৭০.৫০ টাকা

১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ছে ২৭০.৫০ টাকা

১ নভেম্বর থেকে ১৪.২ কেজির সিলিন্ডারের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি না বলেও বাণিজ্যিক সিলিন্ডার দাম বাড়ছে। ২৭০.৫০ টাকা করে বাড়ছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। বর্তমানে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম কলকাতায় ৯২৬ টাকা। অন্যদিকে ১৯ কেজির সিলিন্ডারের দাম ২০৭৩ টাকা।

টোকিওয় ট্রেনে ব্যাটম্যানের বেশে হামলা, আহত ১৭ যাত্রী

টোকিওয় ট্রেনে ব্যাটম্যানের বেশে হামলা, আহত ১৭ যাত্রী

এদিন বিকেলে টোকিওয় ট্রেনে ব্যাটম্যানের বেশে ছুরি নিয়ে একব্যক্তি হামলা চালায়। এই ঘটনায় ১৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরে পুলিশ ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।

রাজ্যসভার নির্বাচন ২৯ নভেম্বর

রাজ্যসভার নির্বাচন ২৯ নভেম্বর

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ফাঁকা হওয়া একটি আসনে নির্বাচন হবে ২৯ নভেম্বর। এদিন এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে নির্বাচন হবে। এর সঙ্গে কেরল ও মহারাষ্ট্রের একটি করে আসনে নির্বাচন হবে ওদিন। পয়লা ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নাকাশিপাড়ার গোডাউনে বিধ্বংসী আগুনে মৃত্যু

নাকাশিপাড়ার গোডাউনে বিধ্বংসী আগুনে মৃত্যু

নাকাশিপাড়ার গোডাউনে বিধ্বংসী আগুন। এই ভয়াবহ আগুনে গুদামের এক কর্মীর মৃত্যু হয়েছে। বেআইনিভাবে ওই গুদামে মজুত ছিল কেরোসিন। কেরোসিন থেকে তৈরি হত ডিজেল। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। গোটা এলাকায় ছেয়েছে কালো ধোঁয়া। বিস্ফোরণের শব্দও শুনতে পাওয়া যায় এদিন।

ভারত-নিউজিল্যান্ড মহারণ

ভারত-নিউজিল্যান্ড মহারণ

ভারত-নিউজিল্যান্ড মহারণ রবিবার। ২২ গজের বিশ্বযুদ্ধে ভারতের কাছে মরণ-বাঁচন ম্যাচ। কার্যত কোয়ার্টার ফাইনাল বলে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ম্যাচই একপ্রকার ঠিক করে দেবে পাকিস্তানের সঙ্গে কোন দল সেমিফাইনালে যাবে। এর আগে নিউজিল্যান্ডের কাছে দুবার টি-২০ বিশ্বকাপে হারতে হয়েছে। বিশ্ব টেস্ট সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে। স্বাভাবিকভাবেই চাপে বিরাট-বাহিনী।

আগুয়েরো হাসপাতালে

আগুয়েরো হাসপাতালে

রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর বার্সেলোনা তাদের প্রথম ম্যাচে আলাভেসের বিপক্ষে ড্র করেছে। তার থেকেও অস্বস্তি আগুয়েরোকে নিয়ে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাফ টাইমের ঠিক আগে মাঠ থেকে বের হওয়ার আগে বেশ কয়েক মিনিট চিকিৎসা নেন তিনি।বার্সেলোনা পরে জানায়, তাঁকে কার্ডিয়াক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন স্ট্রাইকার আগুয়েরো এবারই মেসির পাশে বার্সেলোনায় খেলতে এসেছিলেন।

করোনা সংক্রমণ ভারতে

করোনা সংক্রমণ ভারতে

রবিবারের করোনা বুলেটিন অনুযায়ী, এদিন ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১২৮৩০। মৃত্যু হয়েছে ৪৪৬ জনের। গতদিনের তুলনায় এদিন অনেকটাই সংক্রমণ কমেছে। মোট আক্রান্ত ৩ কোটি ৪২ লক্ষ ৭৩ হাজার ৩০০। ২৪৭ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা সক্রিয় ১ লক্ষ ৫৯ হাজার ২৭২ জন। এদিন ভ্যাকসিনেশন হয়েছে ১ কোটিরও বেশি।

শীতের আমেজে কাউন্ডডাউন শুরু

শীতের আমেজে কাউন্ডডাউন শুরু

বৃষ্টির যাবতীয় চোখ রাঙানি কাটিয়ে এবার ধীরে ধীরে পারদ পতনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাংলাজুড়ে। ইতিমধ্যেই তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের দিক থেকে বহু অংশে হু হু করে নামতে শুরু করে দিয়েছে। রবিবার রাত থেকে পারদ যে আরও নামতে চলেছে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে বাংলার আবহাওয়ার গতি একনজরে দেখে নেওয়া যাক।

টানা পাঁচদিন পর পর পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি

টানা পাঁচদিন পর পর পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি

টানা পাঁচদিন পর পর বেড়ে গেল পেট্রোল ডিজেলের দাম। গত কয়েকদিনের ট্রেন্ড ধরে এবারও অগ্নিমূল্য রয়েছে পেট্রোল ও ডিজেল। উল্লেখ্য আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যেভাবে হু হু করে বেড়ে গিয়েছে, তার সঙ্গে পাল্লা দিয়েই এদিনও বেড়ে গিয়েছে জ্বালানির দাম। মায়ানগরী মুম্বইতে পেট্রোলের দাম রেকর্ড গড়ে লিটার প্রতি ১১৫ টাকায় এদিন বিক্রি হচ্ছে। কার্যত এই জ্বালানির দামের বৃদ্ধি উৎসবের মরষুমে বিভিন্ন জিনিসপত্রের দামকে হু হু তরে বহু গুণে বাড়িয়ে দিয়েছে।

English summary
Daily News Update in Bengali on 31 October 2021: India, West Bengal and Kolkata's news update.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X