For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২১: আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে সেরা পাঁচ উইকেট শিকারির তালিকায় জায়গা করে নিলেন উগান্ডার ক্রিকেটার

ফিরে দেখা ২০২১

Google Oneindia Bengali News

টি-২০ ক্রিকেট যাঁরা ভালবাসেন তাঁদের নিঃসন্দেহে ২০২১ ভাল গিয়েছে। আইপিএল থেকে শুরু করে হাইভোল্টেজ একাধিক দ্বিপাক্ষিক সিরিজ এবং সব শেষে টি-২০ বিশ্বকাপ গোটা বছরটিকেই মাতিয়ে রেখেছে। একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচে প্রতিনিয়ত নাটকের মশলা ভরপুর এ বছর। ২০২১-এখন শেষের পথে। এক নজরে দেখে নিন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা পাঁচ উইকেটশিকারি'র তালিকায় স্থান করে নিলেন কারা।

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)

এই তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার এই স্পিনার। চলতি বছর টি-২০ ফরম্যাটে ২০ ইনিংসে তাঁর সংগ্রহ ৩৬টি উইকেট। ১১.৫৩ গড়ে সেরা বোলিং ফিগার ৪/৯।

তাব্রেজ শামসি (দক্ষিণ আফ্রিকা)

তাব্রেজ শামসি (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকার এই স্পিনারও এই বছর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৬টি উইকেট পেয়েছেন। হাসারাঙ্গার সমান উইকেট পেলেও ইনিংসের নিরিখে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ১৩.৩৬ গড়ে ৩৬টি উইকেট পেতে শামসি'র লেগেছে ২২টি ইনিংস। চলতি বছর তাঁর সেরা বোলিং ফিগার ৪/২৫।

দীনেশ নাকরানি (উগান্ডা)

দীনেশ নাকরানি (উগান্ডা)

সর্বোচ্চ উইকেট শিকারি হাসারাঙ্গার থেকে এক উইকেট কম নিয়ে তৃতীয় স্থানে নাকরানি। উগান্ডা'র জাতীয় দলের ক্রিকেটার নাকরানি। আন্তর্জাতিক ক্রিকেটে উগান্ডা ধর্তব্যের মধ্যেও আসে না। কিন্তু সেই দেশেরই এক বোলার এই তালিকায় জায়গা করে নিলেন। ক্রিকেটে পিছিয়ে থাকা দেশগুলি'কে নিঃসন্দেহে উৎসাহিত করবে ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারের সাফল্য। ২০২১-এ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা বোলিং ফিগার ৬/৭।

ছবি: দীনেশ নাকরানি'র ইনস্টাগ্রাম সৌজন্যে।

মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

বাংলাদেশের সমর্থকদের প্রিয় 'ফিজ' রইলেন চতুর্থ স্থানে। বাম হাতি এই পেসার ২০ ইনিংসে ২৮টি আন্তর্জাতিক টি-২০ উইকেট নিয়েছেন এ বছর। ২০২১ সালে ১৭.৩৯ গড়ে বাম হাতি এই পেসারের সেরা বোলিং ফিগার ৬/৭।

ইশ সোধি (বাংলাদেশ)

ইশ সোধি (বাংলাদেশ)

১৬ ইনিংসে ২৭টি উইকেট পেয়েছেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। ২০২১ সালে আন্তর্জাতিক টি-২০ সার্কিটে ১৬.৯২ গড়ে তাঁর সেরা বোলিং ফিগার ৪/২৮।

English summary
ODI cricket was not really in the center of focus this year. Mainly the limelight was taken by ICC World Test Championship and later part of the year ICC T20 World Cup comes to the spot light. But this year a lot of players had the opportunity to showcase their talent in ODI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X