For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন নিয়মে জাদেজার কনকাশান পরিবর্ত চাহাল? কী বললেন কোহলি ও ফিঞ্চ?

কোন নিয়মে জাদেজার কনকাশান পরিবর্ত চাহাল? কী বললেন কোহলি ও ফিঞ্চ?

  • |
Google Oneindia Bengali News

মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ভারতীয় অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। ইনিংসের শেষ ওভারে অজি ফাস্ট বোলার মিচেল স্টার্কের বল সরাসরি তাঁর হেলমেটে আঘাত করে। ফলে ম্যাচে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিল্ডিং করতে নামার অনুমতি পাননি জাড্ডু। তাঁর কনকাশান সাবস্টিটিউট হিসেবে বল করতে নেমে ৩ উইকেট নিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন যুজবেন্দ্র চাহাল। যদিও জাদেজার পরিবর্ত বাছাইয়ের নিয়ম নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তারই প্রেক্ষিতে দেখে নেওয়া যাক কনকাশান সাবস্টিটিউটের নিয়ম।

আইসিসি-র কনকাশান পরিবর্তের নিয়ম

আইসিসি-র কনকাশান পরিবর্তের নিয়ম

আইসিসি-র নতুন নিয়ম অনুযায়ী মাঠে খেলা চলাকালীন কোনও ক্রিকেটের গুরুতর চোট পেলে বা অসুস্থ হয়ে পড়লে, মেডিক্যাল বিশেষজ্ঞের পরামর্শ মতো তিনি খেলা থেকে বিরাম নিতে পারেন। পরিবর্তে সমকক্ষের কোনও ক্রিকেটার মাঠে নেমে ব্যাট, বল কিংবা ফিল্ডিং করতে পারেন বলে জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

ম্যাচ রেফারির ভূমিকা

ম্যাচ রেফারির ভূমিকা

মাঠে চোটগ্রস্ত কিংবা অসুস্থ হয়ে পড়া কোনও ক্রিকেটারের কনকাশান পরিবর্ত নির্বাচনের ক্ষেত্রে ম্যাচ রেফারিদের বিশেষ ক্ষমতা দিয়েছে আইসিসি। রুল বুকে সমকক্ষের ক্রিকেটারকে সুযোগ দেওয়ার কথা লেখা থাকলেও অবস্থার প্রেক্ষাপটে ম্যাচ রেফারি সেই নিয়ম পরিবর্তন করতে পারেন বলে জানিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। এর অর্থ ম্যাচ চলাকালীন কোনও ব্যাটসম্যান আহত কিংবা অসুস্থ হয়ে পড়লে, তাঁর পরিবর্তে কোনও অল-রাউন্ডারকে মাঠে নামানো যাবে কিনা, তা ঠিক করতে পারেন রেফারি।

কোন নিয়মে কনকাশান চাহাল

কোন নিয়মে কনকাশান চাহাল

মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিকে চোটগ্রস্ত এবং হেলমেটে বল লাগা রবীন্দ্র জাদেজার কনকাশান পরিবর্ত হিসেবে যুজবেন্দ্র চাহালকে মাঠে নামানো হয়। জাদেজা অল-রাউন্ডার হওয়া সত্ত্বেও কেন স্পিনারকে তাঁর পরিবর্ত হিসেবে ব্যবহার করা হল, তা নিয়ে প্রশ্ন তোলে অস্ট্রেলিয়া শিবির। সেক্ষেত্রেও ম্যাচ রেফারি ডেভিড বুন চূড়ান্ত সিদ্ধান্ত নেন। মনে করা হচ্ছে, ব্যাটিংয়ের পাশাপাশি জাদেজা ভারতের নির্ভরযোগ্য স্পিনার হওয়ায়, তাঁর কনকাশান পরিবর্ত হিসেবে বিরাট শিবিরের বোলিং বিভাগে চাহালকে বেছে নেওয়া হয়েছে।

কী বক্তব্য বিরাটের

কী বক্তব্য বিরাটের

ম্যাচ শেষে বিরাট কোহলি জানান, ব্যাটিং করে ভারতীয় ড্রেসিংরুমে ফিরে যন্ত্রণায় ছটফট করছিলেন রবীন্দ্র জাদেজা। ম্যাচের মেডিক্যাল বিশেষজ্ঞরা জাড্ডুকে আনফিট বলে ঘোষণা করতেই ম্যাচ রেফারির কাছ টিম ইন্ডিয়ার তরফে কনকাশান পরিবর্তের আবেদন করা হয়। যুজবেন্দ্র চাহালকে নিয়ে আগে থেকে তাঁদের কোনও পরিকল্পনা ছিল না বলে জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট।

কী বললেন ফিঞ্চ

কী বললেন ফিঞ্চ

মেডিক্যাল বিশেষজ্ঞরা যেহেতু রবীন্দ্র জাদেজাক আনফিট বলে ঘোষণা করেছে, তাই কনকাশান পরিবর্ত নিয়ে তাঁর কিছু বলা সাজে না বলে জানিয়ছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। যদিও এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়াক কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর প্রশ্ন, জাদেজার কনকাশান পরিবর্তের প্রয়োজন থাকলে, তা মাঠে নেমে পরীক্ষা করে কেন জানালেন না মেডিক্যাল বিশেষজ্ঞরা। কেন জাদেজাকে আরও চার বল ব্যাটিং করতে দেওয়া হল, সেই প্রশ্নও তোলা হয়েছে।

আইপিএলের শেষ থেকেই শুরু নটরাজনের, প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ উইকেটআইপিএলের শেষ থেকেই শুরু নটরাজনের, প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ উইকেট

English summary
Why Yuzvendra Chahal selects as concussion substitute for Ravindra Jadeja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X