For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল নিলামে সর্বাধিক ২ কোটির বেস প্রাইস ভারতের ১৭ জনের, কারা আছেন তালিকায়?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের নিলাম থেকে সর্বাধিক ২১৭ জন ক্রিকেটারের ভাগ্য খুলতে পারে। ১০টি দলে ইতিমধ্যেই সুযোগ পেয়েছেন ৩৩ জন ক্রিকেটার। যদি সব দল ২৫ জন করে ক্রিকেটার নেয় তাহলে মোট ২৫০ জন ক্রিকেটার আইপিএলে দল পাবেন। সেই নিরিখে খালি রয়েছে ২১৭টি জায়গা। তার জন্য নিলামে নাম লিখিয়েছেন ১২১৪ জন ক্রিকেটার। একনজরে দেখা যাক কোন বেস প্রাইসে কাদের নাম রয়েছে।

ন্যূনতম দর ২ কোটি যে ভারতীয়দের

ন্যূনতম দর ২ কোটি যে ভারতীয়দের

আইপিএল নিলামে ১৭ জন ভারতীয় ও ৩২ জন বিদেশির বেস প্রাইস রাখা হয়েছে সর্বাধিক ২ কোটি। দেবদত্ত পাড়িক্কল, হর্ষল প্যাটেলের নাম এই তালিকায় থাকা নিশ্চিতভাবেই চমক। হর্ষল গত আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন, দিল্লি থেকে তাঁকে নিয়েছিল আরসিবি। ২০২০ সালে ২০ লক্ষ টাকায় দেবদত্তকে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিদশিদের মধ্যে চমক ওডিয়ান স্মিথ। আইপিএল দলগুলিকে আকৃষ্ট করছেন তরুণ ক্রিকেটাররা। ২ কোটির বেস প্রাইসওয়ালা ভারতীয়দের মধ্যে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঈশান কিষাণ, ভুবনেশ্বর কুমার, দেবদত্ত পাড়িক্কল, ক্রুণাল পাণ্ডিয়া, হর্ষল প্যাটেল, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর, রবিন উথাপ্পা ও উমেশ যাদব।

২ কোটি বেস প্রাইসের বিদেশিরা

২ কোটি বেস প্রাইসের বিদেশিরা

বিদেশি যে ক্রিকেটারদের বেস প্রাইস নিলামে থাকছে ২ কোটির তাঁরা হলেন মুজিব জারদান, অ্যাস্টন অ্যাগর, নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রিস জর্ডন, ক্রেগ ওভার্টন, আদিল রশিদ, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি ল্যাঞ্জ, ফাফ দু প্লেসি, কাগিসো রাবাডা, ইমরান তাহির, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়েইন ব্র্যাভো, এভিন লুইস ও ওডিয়ান স্মিথ।

দেড় কোটির বেস প্রাইস

দেড় কোটির বেস প্রাইস

নিলামে দেড় কোটির বেস প্রাইস যাঁদের রয়েছে তাঁরা হলেন অমিত মিশ্র, ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর, অ্যারন ফিঞ্চ, ক্রিস লিন, নাথান লিয়ঁ, কেন রিচার্ডসন, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, ইয়ন মর্গ্যান, ডেভিড মালান, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টিম সাউদি, কলিন ইনগ্রাম, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, নিকোলাস পুরাণ।

১ কোটির ব্র্যাকেটে

১ কোটির ব্র্যাকেটে

আইপিএলে যাঁদের নাম ১ কোটির বেস প্রাইসের তালিকা রয়েছে তাঁরা হলেন পীযূষ চাওলা, কেদার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, টি নটরাজন, মণীশ পাণ্ডে, অজিঙ্ক রাহানে, নীতীশ রানা, ঋদ্ধিমান সাহা, কুলদীপ যাদব, জয়ন্ত যাদব, মহম্মদ নবি, জেমস ফকনার, মোজেন হেনরিকেস, মার্নাস লাবুশানে, রাইলে মেয়ারডিথ, জশ ফিলিপ, ডিআরকি শর্ট, অ্যান্ড্রু টাই, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, অলি পোপ, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, এইডেন মার্করাম, রিলি রসৌ, তাবরেজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, ওয়ানিন্দু হাসারঙ্গা, রস্টন চেজ, শেরফান রাদারফোর্ড। ২০২১ সালে ৫.২৫ কোটিতে শাহরুখ খানকে নিয়েছিল পাঞ্জাব কিংস। তিনি এবার নিলামে নিজের বেস প্রাইস ২০ লাখেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই তালিকায় নাম রয়েছে আবেশ খানের। ৫০ লক্ষের বেস প্রাইসে নাম রয়েছে এস শ্রীসন্থের।

English summary
David Warner, Ravichandran Ashwin, Kagiso Rabada, Dwayne Bravo Included In The List Of Maximum Base Price In IPL 2022 Auction. Shahrukh An Avesh Khan Opted For Lowest Base Price.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X