For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বীরেন্দ্র সেওয়াগের বোমা, সৌরভ- দ্রাবিড়ের কৃপায় ধোনির সাফল্য

ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তাঁর সাফল্যের নানা কারণ, তাঁর একনিষ্ঠতা ,অধ্যাবসায়। কিন্তু এছাড়াও আছে কারণ।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তাঁর সাফল্য আকাশ ছোঁওয়া। অধিনায়ক হিসেবে যেমন সফল, ঠিক তেমনিই সফল একজন ক্রিকেটার হিসেবেও। তাঁর পরিশ্রম, দায়বদ্ধতা এ সব কিছুই তাঁকে সফল হতে সাহায্য করেছে। তবে এছাড়াও তাঁর সাফল্যের অবদান রয়েছে আরও অনেকের, এমনটাই সাফ বক্তব্য বীরেন্দ্র সেওয়াগের।

বীরেন্দ্র সেওয়াগের বোমা, সৌরভ- দ্রাবিড়ের কৃপায় ধোনির সাফল্য

সেওয়াগের সাফ কথা দুই সিনিয়র ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়ের আত্মবলিদান আজ ধোনিকে ধোনি করে তুলেছে। ধোনি যখন দলে এসেছিলেন তখন দলের অধিনায়ক ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । ধোনির জন্য নিজের ব্যাটিং স্লট ছেড়ে দিয়েছিলেন তিনি। সেওয়াগ বলেছেন, 'ওই সময় আমরা ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছিলাম, যদি ভাল ওপেনিং জুটি পাওয়া যায় তাহলে সৌরভ ৩ নম্বরে ব্যাটিং করবেন। কিন্তু যদি ওপেনিং জুটি খারাপ পারফর্ম করে তাহলে মহেন্দ্র সিং ধোনি বা ইরফান পাঠানের মত পিঞ্চ হিটাররা এসে রানের গতি বাড়াবেন। '

বীরেন্দ্র সেওয়াগের বোমা, সৌরভ- দ্রাবিড়ের কৃপায় ধোনির সাফল্য

সৌরভ যেরকম শুরুতে ধোনিকে খেলার সুযোগ করে দিয়েছিলেন, ঠিক তেমনিই রাহুল দ্রাবিড়ও ফিনিশার ধোনিকে খুঁজে বার করেছেন। সেওয়াগ বলেছেন, 'রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বের সময় ধোনি ফিনিশারের রোল দেওয়া হয়। দু একবার বাজে শট খেলে তিনি আউট হয়েছিলেন। '

২০০৪ সালে বাংলাদেশ সফরের সময় সৌরভের অধিনায়কত্বে খেলতে শুরু করেছিলেন ধোনি, অন্যদিকে রাহুল দ্রাবিড়ের জমানায় নিজেকে পরিণত ক্রিকেটার বানিয়েছেন ধোনি। সৌরভ যেভাবে নিজের ব্যাটিং স্লট ছেড়ে দিয়ে জুনিয়রদের সুযোগ করে দিতেন তাঁর প্রশংসায় পঞ্চমুখ নজফগড়ের নবাব।

English summary
Virender Shewag tells the secret of Mahendra Singh Dhoni's success
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X