For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট ৭১তম আন্তর্জাতিক শতরান পাবেন কোথায়? ভবিষ্যদ্বাণী কোচ রাজকুমারের! শেষ কবে ওয়ান ডে সেঞ্চুরি কোহলির?

Google Oneindia Bengali News

কাল পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচটি খেলতে নামছে ভারত। লোকেশ রাহুলের নেতৃত্বে সাধারণ ব্যাটার হিসেবে নামবেন বিরাট কোহলি। খোলা মনে চাপমুক্ত থেকে চ্যালেঞ্জ উপভোগ করে আসন্ন সিরিজেই যে কোহলি শতরানের খরা মেটাতে পারবেন, সে বিষয়ে আত্মবিশ্বাসী তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। আগেরবারের দক্ষিণ আফ্রিকা সফরে বিরাট হাঁকিয়েছিলেন তিনটি শতরান।

শেষ শতরান

শেষ শতরান

একদিনের আন্তর্জাতিকে বিরাট কোহলির ব্যাটে শেষ শতরান এসেছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। ১১ অগাস্ট পোর্ট অব স্পেনে ১২৫ বলে ১২০ রান করার পরের ম্যাচেই ১৪ অগাস্ট ৯৯ বলে ১১৪ রান করে অপরাজিত ছিলেন। তারপর ১৫টি একদিনের আন্তর্জাতিকে শতরান পাননি বিরাট। ২০১৯ সালে কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮৫, ২০২০ সালের জানুয়ারিতে রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৮, পরের ম্যাচেই বেঙ্গালুরুতে অজিদের বিরুদ্ধেই ৮৯ রান করেন। ওই বছরই নিউজিল্যান্ড সফরে ফেব্রুয়ারিতে হ্যামিলটনে ৫১ ও নভেম্বরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৯ রানে তিনি আউট হন। গত বছর মার্চে শেষ একদিনের সিরিজ বিরাট খেলেছেন দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে। পুনেতে প্রথম ম্যাচে ৫৬ ও পরের ম্যাচে ৬৬ করলেও শতরান অধরাই থেকেছে।

প্রোটিয়াদের দেশে

প্রোটিয়াদের দেশে

দক্ষিণ আফ্রিকায় বিরাট কোহলি ১৭টি ম্যাচ খেলেছেন, ১৫টি ইনিংসে ৫ বার অপরাজিত থেকে ৮৭৭ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১৬০। গড় ৮৭.৭০, স্ট্রাইক রেট ৯০.২২। তিনটি শতরান, চারটি অর্ধশতরান রয়েছে। একবার আউট হয়েছেন শূন্য রানে। তিনটি শতরানই বিগত ২০১৮ সালের সফরে। ৬ ম্যাচের সিরিজ বিরাটের ভারত জিতেছিল ৫-১ ব্যবধানে। ডারবানে ১১৯ বলে ১১২ করেছিলেন বিরাট। সেঞ্চুরিয়নে পরের ম্যাচে অপরাজিত ছিলেন ৪৬ রানে। তার পরের ম্যাচেই কেপ টাউনে ১৫৯ বলে ১৬০ রানে অপরাজিত থাকেন। সিরিজের শেষে ম্যাচে ৯৬ বলে ১২৯ রানে অপরাজিত ছিলেন বিরাট। জোহানেসবার্গে ৮৩ বল খেলে ৭৫ রান করেছিলেন।

বিরাটের রেকর্ড

বিরাটের রেকর্ড

ভারত অধিনায়ক হিসেবে বিরাট খেলেছেন ৯৫টি একদিনের আন্তর্জাতিক। ৯১টি ইনিংসে ১৬ বার অপরাজিত থেকে ৫৪৪৯ রান করেছেন, সর্বাধিক গত দক্ষিণ আফ্রিকা সফরে অপরাজিত ১৬০। গড় ৭২.৬৫, স্ট্রাইক রেট ৯৮.৯৮। ২১টি শতরান ও ২৭টি অর্ধশতরান রয়েছে। অন্যের অধিনায়কত্বে বিরাট ১৫৯টি ম্যাচে ১৫৪টি ইনিংসে ২৩ বার অপরাজিত থেকে ৬৭২০ রান করেছেন, সর্বাধিক ১৮৩। গড় ৫১.২৯, স্ট্রাইক রেট ৫১.২৯। ২২টি শতরান ও ৩৫টি অর্ধশতরান রয়েছে।

নজিরের হাতছানি

বিরাট কোহলি টেস্টে ২৭টি ও একদিনের আন্তর্জাতিকে ৪৩টি শতরান করেছেন। তবে ২০১৯ সালে ইডেনে ভারত-বাংলাদেশের টেস্টের পর থেকে কোহলির ব্যাটে শতরান নেই। একদিনের আন্তর্জাতিকে ৪৯টি শতরান-সহ আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের মোট শতরান ১০০টি। তারপর রয়েছেন রিকি পন্টিং, তাঁর শতরানের সংখ্যা ৭১। বিরাট কোহলির সামনে তাই পন্টিংকে স্পর্শ করার হাতছানি রয়েছে।

খরা মিটবে?

বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা বলেছেন, বিরাট চ্যালেঞ্জ ভালোবাসেন। সেইমতো নিজেকে প্রস্তুত করতেও ভালোবাসেন। এখন আর বিরাটের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব নেই। তাই অনেক তরতাজা থেকে দেশের জন্য বড় রান করতে তিনি মুখিয়ে থাকবেন। আসন্ন একদিনের সিরিজে বিরাটের ৭১তম শতরানের সেলিব্রেশনের প্রস্তুতি নিতেও সকলকে আহ্বান করেছেন রাজকুমার। তাঁর কথায়, চাপমুক্ত থেকে খোলা মনে বিরাট ব্যাট করলে সব সময়ই বিপজ্জনক। একদিনের সিরিজে শতরান আসছেই। দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক উইকেটে চ্যালেঞ্জ নিতে বিরাট বরাবরই ভালোবাসেন। বিরাটকে খেলা উপভোগ করে বড় রানের দিকে এগোনোর পরামর্শ দিচ্ছেন রাজকুমার।

(ছবি- বিসিসিআই টুইটার)

English summary
Virat's Coach Rajkumar Sharma Expects Kohli Will Get 71st International Hundred In ODI Series In SA. Virat Last Played ODI In March Last Year Against England.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X