For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেপ টাউনের নিউল্যান্ডসে কেমন হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার একাদশ? বিরাটদের সামনে কোন কোন নজিরের হাতছানি?

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ অবধি কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। ২০০৬-০৭ মরশুমের সফরে প্রথম টেস্ট জিতেও পরের দুটি হেরে গিয়েছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারত। বিরাট কোহলির নেতৃত্বে ২০১৮ সালে ভারত প্রথম দুটি টেস্টে হারের পর জোহানেসবার্গ টেস্ট জিতলেও সিরিজ বাঁচাতে পারেনি। বিরাটদের কাছে এই সফর ফাইনাল ফ্রন্টিয়ার! কেপ টাউনে ভারত কখনও জেতেনি, তবে শক্তির নিরিখে এবার বিরাট কোহলির দল এগিয়ে ডিন এলগারের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার চেয়ে। খেলা শুরু ভারতীয় সময় দুপুর ২টোয়।

এগিয়ে ভারতই

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে পিছিয়ে পড়ার পর বৃষ্টিবিঘ্নিত জোহানেসবার্গ টেস্টে অধিনায়কোচিত ইনিংস খেলে জয় ছিনিয়ে এনেছেন ডিন এলগার। পেস সহায়ক নিউল্যান্ডসে গতি দিয়েই ভারতকে পরাস্ত করা লক্ষ্য প্রোটিয়া অধিনায়কের। ভারত এই টেস্টে পাচ্ছে না মহম্মদ সিরাজকে। তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট পুরো সারেনি। তবে বিরাট কোহলি দলে আসায় নিশ্চিতভাবেই ভারতের শক্তি বাড়বে। হনুমা বিহারীকেই বাদ পড়তে হবে প্রথম একাদশ থেকে। দক্ষিণ আফ্রিকা উইনিং কম্বিনেশনই ধরে রাখতে পারে। সিরাজের জায়গায় কে খেলবেন তা এদিন স্পষ্ট করেননি বিরাট কোহলি। উমেশ যাদব বা ইশান্ত শর্মার মধ্যে কোনও একজন আসবেন।

নজরে পিচ

করোনা পরিস্থিতির জেরে নিউল্যান্ডসে ২ বছর কোনও টেস্ট হয়নি। ব্রাম মং এবারই প্রথম নিউল্যান্ডসের উইকেট তৈরির দায়িত্বে। তাঁর তৈরি প্রথম আন্তর্জাতিক পিচ কেমন আচরণ করে তার উপর নির্ভর করবে সিরিজের ভাগ্য। তবে ২০২০ সালের জানুয়ারিতে শেষ টেস্টের পর যে ৮টি প্রথম শ্রেণির ম্যাচ এখানে খেলা হয়েছে, তার নিরিখে প্রথম ইনিংসের গড় স্কোর ৩৬১। ফলে মনে করা হচ্ছে, সেঞ্চুরিয়ন বা জোহানেসবার্গ টেস্টের মতো কঠিন পরীক্ষায় পড়তে হবে না ব্যাটারদের। উইকেট তোলাও কঠিন হয়ে গিয়েছে নিউল্যান্ডসের পিচে। ২০২০ সাল থেকে ধরলে ৩২০টি উইকেট পড়ার যেখানে সম্ভাবনা ছিল সেখানে উইকেট এসেছে ২১৫টি। পেসাররা পেয়েছেন ১৩০টি, স্পিনাররা ৮৫টি। কেপ টাউনে তাপমাত্রা কিছুটা কমলেও টেস্টের তৃতীয় দিন তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

নজিরের হাতছানি

বিরাট কোহলি খেলবেন ৯৯তম টেস্ট। কাল তাঁর কন্যা ভামিকার জন্মদিন। এই টেস্টে ১৪৬ রান করলে টেস্টে তাঁর ৮ হাজার রান পূর্ণ হবে। টেস্টে ৫ হাজার রান পূর্ণ করতে অজিঙ্ক রাহানের প্রয়োজন ৭৯ রান। কোহলি ২টি ও রাহানে ১টি ক্যাচ ধরলে টেস্টে তাঁরা শততম ক্যাচ ধরার মাইলস্টোন স্পর্শ করবেন। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা টেস্ট কেরিয়ারের ৫০তম টেস্ট ম্যাচটি খেলতে চলেছেন।

প্রথম একাদশে কারা?

ভারতের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা বা উমেশ যাদব।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- ডিন এলগার (অধিনায়ক), এইডেন মার্করাম, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার ডুসেন, তেম্বা বাভুমা, কাইল ভেরেইন (উইকেটকিপার), মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, ডুয়ান অলিভিয়ের, লুঙ্গি এনগিডি।

English summary
Virat Kohli Will Lead India Against Dean Elgar-Led South Africa In The Series Decider Test In Cape Town. South Africa Are Unlikely To Make Any Changes To The XI, Hanuma Vihari And Mohammed Siraj Will Be Dropped.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X