For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির কোন কথাতে ৬ বছর আগেই টিম ইন্ডিয়ার টেস্ট সফলতার আঁচ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড

বিরাট কোহলির কোন কথাতে ৬ বছর আগেই টিম ইন্ডিয়ার টেস্ট সফলতার আঁচ পেয়েছেন অ্যালান ডোনাল্ড

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে গেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট দল। আইসিসি টেস্ট ক্রমতালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বিরাট কোহলিরা। টিম ইন্ডিয়ার এহেন সফলতার আঁচ ছয় বছর আগেই পেয়েছিলেন কিংবদন্তি অ্যালান ডোনাল্ড। ভারত অধিনায়কের এক কথায় তিনি মুগ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার।

ভারতের সাফল্যে মুগ্ধ ডোনাল্ড

ভারতের সাফল্যে মুগ্ধ ডোনাল্ড

অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে একবার নয়, দুই বার টেস্ট সিরিজ হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হেরে গেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। লর্ডসে ব্রিটিশদের টেস্ট হারিয়ে বিশ্বে সাড়া ফেলে দিয়েছে বিরাট কোহলি শিবির। ভারতীয় ক্রিকেট দলে মজেছেন কিংবদন্তি অ্যালান ডোনাল্ডও। লাল বলের ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার উত্থানও মুগ্ধ করেছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলারকে। তবে এই সাফল্য যে একদিনে আসেনি, তাও ব্যাখ্যা করতে ভোলেননি ডোনাল্ড। তাঁর কথায়, তিল তিল করে এক একটি ধাপ পেরিয়ে তবেই এই পর্যায়ে পৌঁছতে পেরেছেন বিরাট কোহলিরা।

৬ বছর আগেই বিরাটের সঙ্গে কথা

৬ বছর আগেই বিরাটের সঙ্গে কথা

টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের উত্থান নিয়ে বলতে গিয়ে ছয় বছর আগের এক স্মৃতি রোমন্থন করেছেন অ্যালান ডোনাল্ড। জানিয়েছেন যে ঠিক অত বছর আগেই বিরাট কোহলির সঙ্গে তাঁর মুখোমুখি কথা হয়েছিল। প্রাক্তন ফাস্ট বোলারের কথামতো বিরাট তাঁকে ২০১৫ সালেই জানিয়েছিলেন যে টিম ইন্ডিয়াকে তিনি বিশ্বের এক নম্বর টেস্ট দল করতে চান। ভারত অধিনায়ক যে সঠিক ছিলেন এবং তিনি কথা রেখেছেন, সে ব্যাপারে ডোনাল্ডের মনে কোনও সন্দেহ নেই। টিম ইন্ডিয়াকে এ প্রজন্মের অন্যতম সেরা টেস্ট দল বলে সম্বোধন করতেও বিন্দুমাত্র দ্বিধা করেননি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার। বিরাট কোহলি নেতৃত্বাধীন এই দলের আরও উত্থান আশা করেন ডোনাল্ড।

বিরাটে মুগ্ধ ডোনাল্ড

বিরাটে মুগ্ধ ডোনাল্ড

অ্যালান ডোনাল্ড জানিয়েছেন, ছয় বছর আগেই বিরাট কোহলি টের পেয়েছিলেন যে টেস্ট ক্রিকেটে ফিটনেসের গুরুত্ব কতখানি। প্রাক্তন প্রোটিয়া ফাস্ট বোলারের কথা অনুযায়ী ২০১৫ সালের কথোপকথনে বিরাট কোহলি জানিয়েছিলেন যে তিনি তাঁর শিবিরকে এই গ্রহের সেরা ফিট টেস্ট দল হিসেবে দেখতে চান। কেবল দেশ নয়, বিদেশের মাটিতেও এই দল নিয়ে ভারত অধিনায়ক টেস্টে প্রাধান্য কায়েম করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন ডোনাল্ড। তাঁর কথায়, বিরাট জানতেন যে তিনি কী বলছেন এবং তা কীভাবে অর্জন করা সম্ভব। সেখান থেকেই টেস্টের মানচিত্রে ভারতীয় ক্রিকেট দলের যে উত্থান হয়েছে, তা দেখে তিনি মুগ্ধ হয়েছেন অ্যালান ডোনাল্ড।

২০১৪ থেকে শুরু

২০১৪ থেকে শুরু

২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। দেশের টেস্ট দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল তরুণ বিরাট কোহলির হাতে। ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে ২২টি অ্যাওয়ে টেস্ট খেলেছিল ভারত। মাত্র দুটি ম্যাচ জিততে সক্ষম হয়েছিল ধোনির দল। ওই সময়ে বিদেশের মাঠে ১৩টি টেস্ট হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। দেশের টেস্ট দলের ব্যাটন হাতে তুলে নিয়েই দলে বেশকিছু বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বিরাট কোহলি। ফাস্ট বোলারদের মুক্ত চিন্তা ও স্বাধীনতা দেওয়ার পাশাপাশি ফিটনেসের ওপর জোর দেওয়ার দিকে ঝাঁপিয়েছিলেন ভারতের বর্তমান অধিনায়ক। টিম ইন্ডিয়াকে এখনও পর্যন্ত ৬৩টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ৩৭টি ম্যাচ তিনি জিতেছেন। ভারতীয় টেস্ট অধিনায়কদের মধ্যে যে পরিসংখ্যান সেরা। অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানো অধিনায়ক বিরাটের ঝুলিকে আরও গৌরবজ্জ্বল করেছে।

English summary
Virat Kohli told Allan Donald that India became world number one test team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X