For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিম ইন্ডিয়ার টেস্ট দলে হার্দিকের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন বিরাট

টিম ইন্ডিয়ার টেস্ট দলে হার্দিকের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন বিরাট

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ঝকঝকে পারফরম্যান্স করা হার্দিক পান্ডিয়াকে টেস্ট দলে ফেরানো হতে পারে বলে আশা প্রকাশ করেছিল ক্রিকেট মহলের একটা অংশ। এই ইস্যুতে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। হার্দিককে নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন রান মেশিন।

টেস্টে ফিরছেন না হার্দিক

টেস্টে ফিরছেন না হার্দিক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে টেস্ট সিরিজে যে হার্দিক পান্ডিয়াকে দেখা যাবে না, তা সাফ জানিয়ে দিলেন বিরাট কোহলি। ফলে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতীয় অল-রাউন্ডারকে দেশে ফিরতেই হচ্ছে, তা নিশ্চিত। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার ইচ্ছাপ্রকাশ করেননি খোদ হার্দিকও।

কেন নয় হার্দিক

কেন নয় হার্দিক

চলতি বছরেই পিঠের চোট সারিয়ে বাইশ গজে ফিরেছন হার্দিক পান্ডিয়া। ডাক্তারদের পরামর্শে আইপিএলে ব্যাট হাতে কামাল করলেও বল করতে দেখা যায়নি অল-রাউন্ডারকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাঠে ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতেও কেবল ব্যাট করে কাজ চালিয়ে গেছেন হার্দিক। কিন্তু টেস্টে তেমনটা হলে চলবে না বলে জানিয়েছেন বিরাট কোহলি। লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলে কেবল ব্যাটসম্যান পান্ডিয়ার কোনও জায়গা নেই বলে জানিয়েছেন অধিনায়ক। বলেছেন, টেস্ট দলে জায়গা পেতে পাল্লা দিয়ে বোলিংটাও করতে হবে হার্দিককে।

হার্দিকের টেস্ট কেরিয়ার

হার্দিকের টেস্ট কেরিয়ার

দেশের হয়ে ১১টি টেস্ট ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। এই ফর্ম্যাট ৫৩২ রান করার পাশাপাশি ১৭টি উইকেট নিয়েছেন অল-রাউন্ডার। টেস্টে একটি শতরানও রয়েছে পান্ডিয়ার। সর্বোচ্চ স্কোর ১০৮।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজে ২১০ রান এসেছে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৭৮ রান এসেছে ভারতীয় অল রাউন্ডারের ব্যাট থেকে।

আবার জরিমানার ঘা! অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বার মন্থর ওভার রেটের মাশুল গুনতে হবে বিরাটদের!আবার জরিমানার ঘা! অস্ট্রেলিয়ায় দ্বিতীয় বার মন্থর ওভার রেটের মাশুল গুনতে হবে বিরাটদের!

English summary
Virat Kohli speaks about the possibility of inclusion of Hardik Pandya in test team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X