For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট ফর্মে ফিরতেই প্রাণ খুঁজে পেল ভারতের ব্যাটিং, আফগানিস্তানের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান ভারতের

বিরাট ফর্মে ফিরতেই প্রাণ খুঁজে পেল ভারতের ব্যাটিং, আফগানিস্তানের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান ভারতের

Google Oneindia Bengali News

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে রানের পাহাড়ে ভারতীয় দল। বিরাট কোহলির ফর্মে ফেরার দিন এশিয়া কাপের ম্যাচে ভারতের সংগ্রহ ২১২/২। বিরাটের ঝোড়ে অপরাজিত ১২২ রানের ইনিংসের উপর নির্ভর করে আফগানিস্তানকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলল টিম ইন্ডিয়া।

বিরাট ফর্মে ফিরতেই প্রাণ খুঁজে পেল ভারতের ব্যাটিং, আফগানিস্তানের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান ভারতের

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটিই বিরাট কোহলির প্রথম শতরান। দীর্ঘ ৮৩ ইনিংস পর শতরানের মুখ দেখলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এ দিন প্রথমে টসে জিতে ভারতীয় দলকে ব্যাটিং করতে পাঠান আফগান অধিনায়ক মহম্মদ নবি। রোহিত শর্মার অনুপস্থিতিতে এই ম্যাচে ভারতের নেতৃত্বে কে এল রাহুল। প্রথমে ব্যাটিং করার সুযোগ দুই হাতে গ্রহণ করে ভারত। প্রথম উইকেটে ১১৯ রানের পার্টনারশিপ গড়ে ভারত। চলতি এশিয়া কাপে ছন্দে না থাকা কে এল রাহুলও ফর্মে ফেরেন এই ম্যাচে। ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। বিরাট কোহলি ১২২ রানের অপরাজিত ইনিংস খেলার জন্য নিয়েছেন ৬১টি বল অর্থাৎ ২০০-এর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি।

দুবাইয়ের মাঠে ১২টি চার এবং ৬টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছেন বিরাট। প্রাক্তন ভারত অধিনায়ক ম্যাচের শুরু থেকেই পজিটিভ ইনটেন্টে খেলেন। ব্যাটে-বলে সংযোগ শুরু থেকেই ভাল হচ্ছিল। বিরাটের শরীরী ভাষা এবং শট মারার আত্মবিশ্বাস থেকেই অনুমান করা গিয়েছিল রান পেতে চলেছেন কোহলি। অর্ধ-শতরান পূর্ণ করার পর আরও ফোকাসড দেখায় বিরাটকে এবং প্রতিটা শটের মধ্যে ঠিল আত্মবিশ্বাস এবং দীর্ঘ ব্যর্থতাকে কাটিয়ে ওঠার প্রত্যয়। এ দিন বিরাটের সামনে কোনও আফগান বোলার দাঁড়াতে পারেননি। বর্তমানে বিশ্ব ক্রিকেটের সেরা স্পিনার রশিদ খান থেকে মহম্মদ নবি- বিরাটকে অকেজ করার কোনও জবাব ছিল না কোনও আফগান বোলারের কাছে।

তবে, এ দিন ব্যাট হাতে ব্যর্থ হয়েছে সূর্যকুমার যাদব। কে এল রাহুল আউট হওয়ার পর ছয় দিনে রানের খাতা খুললেও পরবর্তী বলেই বোল্ড হন। ভারতের ইনিংসে বিরাট কোহলির সঙ্গে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ঋষভ পন্থ। ১৬ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন পন্থ।

আফগানিস্তানের হয়ে দু'টি উইকেট পান ফারিদ আহমেদ মালিক। তবে, ৪ ওভারে ৫৭ রান খরচ করেছেন তিনি। রশিদ খান ৪ ওভারে দিয়েছেন ৩৩ রান। মুজীব উর রহমান ৪ ওভারে খরচ করেছে ২৯ রান। মহম্মদ নবি তিন ওভারে ৩৪ রান খরচ করেন। ফজমহক ফারুকি ৪ ওভারে ৫১ রান দেন।

English summary
Virat Kohli's century helps India to score 212/2 against Afghanistan in Asia Cup 2022. Virat Kohli played unbeaten knock of 122 runs off 61 Balls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X