For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটের শততম টেস্ট বেঙ্গালুরুতে খেলার পরিকল্পনা ভেস্তে যাওয়ার মুখে! বদলাচ্ছে ভারত-শ্রীলঙ্কা সিরিজের সমীকরণ

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছাড়া আর কোনও আইপিএল দলের হয়ে খেলেননি। নেতৃত্ব দিয়েছেন। জানিয়েছেন, আইপিএল শেষ অবধি খেলবেন বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির হয়েই। বেঙ্গালুরুর সঙ্গে বিরাটের আত্মিক সম্পর্ক অন্য মাত্রা পেতে পারতো যদি তিনি শততম টেস্টটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেই খেলতেন। কিন্তু সেই আশা ক্রমেই কমছে। বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই সকলে তাকিয়ে।

সূচি বদলাচ্ছে

সূচি বদলাচ্ছে

ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের ম্যাচগুলি কলকাতায় খেলবে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। এরপর ২৫ তারিখ থেকে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট বেঙ্গালুরুতে হওয়ার কথা। জোহানেসবার্গে বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি পিঠে যন্ত্রণার কারণে। ফলে কেপ টাউনে তিনি ৯৯তম টেস্ট খেলেছেন। এই পরিস্থিতিতে বিরাটের শততম টেস্টটি এখনও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বেঙ্গালুরুতেই হওয়ার কথা।

আগে টি ২০ সিরিজ!

আগে টি ২০ সিরিজ!

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা টেস্টটি হবে গোলাপি বলে, দিন রাতের। কিন্তু সেটি বিরাটের শততম টেস্ট হবে সেই নিশ্চয়তা নেই। এর কারণ, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে বিসিসিআইকে করা এক অনুরোধ। যা মেনে নিলে সুবিধা রয়েছে ভারতেরও। কেন না, ২০ ফেব্রুয়ারি অবধি শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ায় টি ২০ সিরিজ খেলবে। সেখানকার জৈব সুরক্ষা বলয় থেকে ভারত সফরের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের প্রক্রিয়া মসৃণ করতে শ্রীলঙ্কার তরফে বিসিসিআইকে অনুরোধ করা হয়েছে, টি ২০ সিরিজের পর টেস্ট সিরিজ আয়োজন করার জন্য।

সুবিধা দুই দলেরই

সুবিধা দুই দলেরই

ভারতীয় দলেও করোনা সংক্রমণ ছড়িয়েছে। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাদা বলের সিরিজে যে ক্রিকেটাররা থাকবেন তাঁদের পক্ষেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের বিষয়টি সুবিধাজনক। আর তাই ধরমশালায় ভারত-শ্রীলঙ্কা প্রথম দুটি টি ২০ আন্তর্জাতিক হওয়ার কথা। তৃতীয় টি ২০ এবং প্রথম টেস্টটি হতে পারে মোহালিতে। ফলে মোহালিতেই বিরাট কোহলিকে শততম টেস্ট খেলতে হবে। বেঙ্গালুরুতে তা না হওয়ায় হতাশ হবেন বিরাটের ভক্তরা! তাঁদের অনেকেই কোনও গ্রহণযোগ্য কারণ বা প্রমাণ না থাকা সত্ত্বেও এ জন্য বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি বিষোদ্গারের জন্য কোমর বাঁধছেন!

কেন মোহালিতে দ্বিতীয় টেস্ট নয়?

কেন মোহালিতে দ্বিতীয় টেস্ট নয়?

মোহালিতে ঘন কুয়াশা ও সন্ধ্যায় শিশির পড়ার কথা মাথায় রেখে মোহালিতে দিন-রাতের টেস্ট আয়োজন করতে চাইছে না বিসিসিআই। ফলে পছন্দের শহরে বিরাটের শততম টেস্টটি খেলার পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে। ভারত এই নিয়ে গোলাপি বলে দিন-রাতের তৃতীয় টেস্ট খেলবে। প্রথমটি হয়েছিল ইডেনে যেটিতে বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন। তারপর থেকে আর শতরান পাননি কোনও ফরম্যাটেই। গত বছর আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দিন-রাতের টেস্ট খেলেছিল ভারত। এবার তা হবে বেঙ্গালুরুতে।

English summary
India vs Sri Lanka Series Set To Begin With T20s. Virat Kohli's 100th Test May Be Held In Mohali.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X