For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেপ টাউন টেস্টে প্রত্যয়ী বিরাটের শতরান অধরাই! মন্থর ব্যাটিংয়েও দ্রাবিড়কে টপকে গড়লেন নজির

Google Oneindia Bengali News

কেপ টাউন টেস্টে বিরাট কোহলির প্রত্যয়ী, অধিনায়কোচিত ব্যাটিংই ভারতের রানকে সম্মানজনক জায়গায় নিয়ে গেলেও কাঙ্ক্ষিত শতরানটি এল না। নিউল্যান্ডসে কার্যত একাই লড়লেন ভারত অধিনায়ক। এদিন তিনি যে অর্ধশতরানটি তিনি পূর্ণ করেন তা তাঁর টেস্ট কেরিয়ারের দ্বিতীয় মন্থরতম। বিরাট এদিন ২৮তম টেস্ট অর্ধশতরান পান। সেই সঙ্গেই রাহুল দ্রাবিড়কে টপকে এলিট লিস্টে সচিন তেন্ডুলকরের পরেই চলে এলেন কোহলি।

কেপ টাউন টেস্টে প্রত্যয়ী বিরাটের শতরান অধরাই!

অফ স্টাম্পের বল তাড়া করতে গিয়ে বারবার আউট হচ্ছিলেন। সমালোচিত হয়ে নিজের ভুল শুধরে এদিন স্বমহিমায় বিরাট কোহলি। টেস্ট শুরুর আগেই যিনি বলেছিলেন, কারও কাছে নিজের কিছু প্রমাণ করার নেই। কন্যা ভামিকার জন্মদিনটিকে স্মরণীয় রাখতে বিরাট যে কতটা প্রত্যয়ী তার নজির এদিন খেলা চলাকালীনই দেখা গিয়েছে। বেশিরভাগ অফ স্টাম্পের বল ছেড়়ে দিয়েছেন। থিতু হতে সময় নিয়েছেন। প্রথম সেশনে তিনি অপরাজিত ছিলেন ১৫ রানে। পরের সেশনে তিনি করেন আরও ২৫। চা বিরতির পর পেলেন অর্ধশতরান।

কেপ টাউন টেস্টে প্রত্যয়ী বিরাটের শতরান অধরাই!

এদিন ১৫৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন বিরাট। ২০১২-১৩ মরশুমে নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর হাফ সেঞ্চুরি এসেছিল ১৭১ বলে। গত বছর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়েছিলেন ১২৩ বল। গত বছর ইংল্যান্ড সফরে লিডস টেস্টে বিরাটের অর্ধশতরান এসেছিল ১২০ বলে। ২০১৯ সালে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন। তারপর আজই প্রথম টেস্টে সবচেয়ে বেশি রান করলেন ভারতের টেস্ট অধিনায়ক। তারই ফাঁকে টপকে গিয়েছেন রাহুল দ্রাবিড়কে। ১১টি টেস্টে দক্ষিণ আফ্রিকায় রাহুল দ্রাবিড় একটি শতরান-সহ ৬২৪ রান করেছিলেন। সেই রান এদিন টপকে যান বিরাট। এদিন ৭৯ রানে আউট হওয়ায় দক্ষিণ আফ্রিকায় ৭ টেস্টে ১৩ ইনিংসে বিরাটের রান দাঁড়াল ৬৯০, সর্বাধিক ১৫৩। দুটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে।প্রোটিয়াদের দেশে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান রয়েছে সচিন তেন্ডুলকরের। ১৫টি টেস্টে মাস্টার ব্লাস্টার রেনবো নেশনে ১১৬১ রান করেছেন, পাঁচটি শতরান-সহ।

কেপ টাউন টেস্টে প্রত্যয়ী বিরাটের শতরান অধরাই!

গত বছর অ্যাডিলেডে বিরাট আউট হয়েছিলেন ৭৪ রানে। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে ৭২ ও ৬২ রান করেন। লিডস ও ওভাল টেস্টে তিনি যথাক্রমে ৫৫ ও ৫০ রানে আউট হয়েছিলেন। ফলে ২০১৯ সালের ইডেন টেস্টের পর এই প্রথম টেস্টে এত রান করলেন বিরাট। তবে কন্যা ভামিকার জন্মদিনে পেলেন না কাঙ্ক্ষিত শতরানটি। কাগিসো রাবাডার বলে কট বিহাইন্ড হলেন ব্যক্তিগত ৭৯ রানে।

English summary
Virat Kohli Overtakes Rahul Dravid In The List Of India Batters With Most Runs In South Africa. He Also Hits His Second Slowest Fifty In Test Cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X