For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলি ও চানু পেলেন খেল রত্নের মনোনয়ন - কারা আছেন দ্রোণাচার্য, ধ্যানচাঁদ, অর্জুনের দৌড়ে

এই বছর রাজীব খেল রত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বিরাট কোহলি এবং মীরাবাই চানু। এখানে সম্পূর্ণ ক্রীড়া পুরস্কারের মনোনিতদের তালিকা দেওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরষ্কার রাজীব গান্ধী খেল রত্ন পুরষ্কারের জন্য এই বছর মনোনয়ন পেলেন দুজন - ভারতের ক্রিকেট অধিনায়য়ক বিরাট কোহলি ও বিশ্বচ্যাম্পিয়ন ভারত্তোলক মীরাবাই চানু। ২০১৬ সালেও কোহলি একবার এই পুরষ্কারের জন্য মনোনিত হয়েছিলেন। কিন্তু সেইবার তাঁর ভাগ্যের শিকে ছেঁড়েনি।

কোহলি ও চানু পেলেন খেল রত্নের মনোনয়ন

কোহলি বর্তমানে টেস্ট ব্যাটসম্য়ানদের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি ফর্মের শিখরে রয়েছেন। তবে শেষ পর্যন্ত তিনি এই পুরষ্কার পাবেন কিনা তা নির্ভর করবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোরের সিদ্ধান্তের উপর। তিনি হ্য়াঁ বললে দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই পুরষ্কার পাবেন তিনি। এর আগে ১৯৯৭ সালে এই পুরষ্কার জিতেছিলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্দুলকার ও ২০০৭ সালে পেয়েছিলেন ২ বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

অপরদিকে মীরাবাই চানু গত বছর ভারোত্তোলনের বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে স্বর্ণপদক জেতেন। এই বছরের শুরুতে গোল্ড কোস্ট কমনওয়েল্থ গেমসেও তিনি সোনা জিতেছিলেন। এশিয়ান গেমসেও সোনা জেতার নিশ্চিত দাবিদার ছিলেন তিনি। কিন্তু চোটের কারণে তিনি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে বাধ্য হন।

মনোনয়ন কমিটির একটি সূত্র জানিয়েছে ব্য়াডমিন্টন খেলোয়াড় কিদম্বি শ্রীকান্তের নামও এই পুরষ্কারের জন্য আলোচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত কোহলি ও চানুর নামই চুড়ান্ত মনোনয়ন পায়।

রাজীব খেলরত্নের সঙ্গেই ক্রীড়াক্ষেত্রে সাফল্যের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। তার সঙ্গে শ্রেষ্ঠ কোচকে সম্মানিত করা হয় দ্রোণাচার্য পুরস্কার দিয়ে। ক্রীড়াক্ষেত্রে সারাজীবনের অবদানের জন্য দেওয়া হয় ধ্যানচাঁদ পুরষ্কার। এই বছর মনোনিতদের তালিকায় নেই একজনও বাঙালী ক্রীড়াবিদ।

নিচে এই প্রতিটি বিভাগে মনোনিত খেলোয়াড়দের পূর্ণ তালিকা দেওয়া হল -

রাজীব গান্ধী খেলরত্ন: বিরাট কোহলি (ক্রিকেট), মীরাবাই চানু (ভারোত্তোলন)।

দ্রোণাচার্য পুরস্কার: তারক সিনহা (ক্রিকেট), ক্ল্যারেন্স লোবো (হকি), বিজয় শর্মা (ভারোত্তোলন), জীবন শর্মা (জুডো), সিএ কুট্টাপ্পা (বক্সিং), শ্রীনিবাস রাও (টেবিল টেনিস)।

ধ্যানচাঁদ পুরস্কার: ভরত ছেত্রি (হকি), সত্যদেব (তীরন্দাজি), দাদু চৌগুলে (কুস্তি), ববি আলয়সিয়াস (অ্যাথলেটিক্স)।

অর্জুন পুরস্কার: নীরজ চোপড়া (অ্যাথলেটিক্স), জিন্সেন জনসন (অ্যাথলেটিক্স), হিমা দাস (অ্যাথলেটিক্স), এন সিক্কি রেড্ডি (ব্যাডমিন্টন), সতীশ কুমার (বক্সার), স্মৃতি মান্ধানা (ক্রিকেট), মনপ্রিত সিং (হকি), সবিতা (হকি) , কর্নেল রবি রাঠোর (পোলো), অঙ্কুর মিত্তল (শুটিং), রাহি সর্নাবত (শুটিং), শ্রেয়সী সিং (শুটিং), জি সাথিয়ান (টেবিল টেনিস), মনিকা বাত্রা (টেবিল টেনিস), সুমিত (কুস্তি), রোহন বোপান্না (টেনিস) , পূজা কাদিয়ান (ওউশু), শুভঙ্কর শর্মা (গলফ), অঙ্কুর ধাম (প্যারা অ্যাথলেটিক্স), মনোজ সরকার (প্যারা ব্যাডমিন্টন)।

English summary
Virat Kohli and Mirabai Chanu are the two nominees for Rajiv Khel Ratna award this year. Here is the complete sports award nominees' list.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X