For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্ট ক্রিকেট থেকে ধোনির অবসর ঘোষণার দিন কেঁদেছিলেন বিরাট

টেস্ট ক্রিকেট থেকে ধোনির অবসর ঘোষণার দিন কেঁদেছিলেন বিরাট

Google Oneindia Bengali News

শনিবার টেস্ট ক্রিকেটের পদ থেকে বিরাট কোহলির আকস্মিক পদত্যাগ অবাক করে দিয়েছে দেশের ক্রিকেট মহলকে। ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন ভারতের সর্বকালের সেরা টেস্ট অধিনায়ক তা অজানা। অনেকেই এর নেপথ্যে বোর্ডের সঙ্গে বিরাটের তৈরি হওয়া সংঘাত'কেই প্রধাণ কারণ হিসেবে দেখতে পাচ্ছেন, আবার অনেকের মতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এগিয়ে গিয়েও টেস্ট সিরিজ হার বিরাটের এই সিদ্ধান্তের নেপথ্যে থাকতে পারে।

টেস্ট ক্রিকেট থেকে ধোনির অবসর ঘোষণার দিন কেঁদেছিলেন বিরাট

আসল কারণটা কী, তা একমাত্র বিরাটই বলতে পারবেন কিন্তু ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট যা করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। ২০১৪ সালে অ্যাডিলেডে প্রথমবার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি। বুড়ো আঙুলের চোটের কারণে মহেন্দ্র সিং ধোনি খেলতে না পারায় দলের নেতৃত্বভার তুলে নিয়েছিলেন দিল্লির এই ব্যাটসম্যান। ওই সিরিজেরই তৃতীয় টেস্টের পর ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট থেকে আকস্মিক অবসরের কথা ঘোষণা করেন মাহি। তিনি যে এমন কিছু ঘোষণা করতে পারেন তার কোনও লক্ষণ-ই ছিল না। ধোনির অবসর গ্রহণের ফলে ২০১৫ সালে জানুয়ারি মাসে ভারতীয় টেস্ট দলের নিয়মিত অধিনায়ক নির্বাচিত হন বিরাট কোহলি। চতুর্থ টেস্টে প্রথমবার নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলান কোহলি।।

২০১৫ সালে ক্রিকেট মান্থলি'কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, "সত্যি বলতে আমি টেস্ট দলকে নেতৃত্ব দিতে পারব এমনটা ভাবার ক্ষমতা আমার মধ্যে ছিল না। আমি নিজের রুমে ফিরে যাই। অনুষ্কা ওখানে ছিল এবং আমি ওকে এই খবরটা দিই। ওর মধ্যেও মিশ্র অনুভূতি দেখতে পেয়েছিলাম। হঠাৎ করে এমনটা কী ভাবে ঘটল। কেন এমনটা করলেন ধোনি?" কোহলি জানান যখন তিনি বুঝতে পারেন ভারতের নিয়মিত টেস্ট অধিনায়ক তাঁকে নির্বাচিত করা হয়েছে তখন আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। তাঁর কথায়, "এক কিংবা দু'টি ম্যাচের জন্য নয়, আমি কান্নায় ভেঙে পড়েছিলাম যখন বুঝতে পারি আমাকে ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক করা হয়েছে। কারণ আমি এতটা আশা করিনি।"

ভারতীয় দলকে ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৪২ ম্যাচে জয়ী হয়েছেন বিরাট কোহলি। তাঁর অধিনায়কত্বে ১১টি ম্যাচ ড্র হয়েছে। ভারত হেরেছে মাত্র ১৭টি ম্যাচে। তাঁর অধিনায়কত্বেই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলকে নিয়ে গিয়েছিলেন বিরাটই। বিরাটের দীর্ঘ সাত বছরের অধিনায়কত্বে ঘরের মাঠে একটিও টেস্ট সিরিজ হারেনি টিম ইন্ডিয়া।

English summary
Virat Kohli informed he was in tears in that night when MS Dhoni announced retirement from test cricket. Virat Kohli was leading india since 2015 until the sudden announcement that he made saturday to left the responsiblity as india skipper,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X