For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে কী হতে পারে দল, আভাস বিরাট কোহলির

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে কী হতে পারে দল, আভাস বিরাট কোহলির

  • |
Google Oneindia Bengali News

মহম্মদ শামির শেষ ওভার ও সুপার ওভারে রোহিত শর্মার দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি জিতেছে ভারত। সেই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতে নজিরও গড়লেন বিরাট কোহলিরা। এই অবস্থায় কিউয়িদের বিরুদ্ধে আপাতভাবে গুরুত্বহীন চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রথম একাদশ কী একই থাকবে, না তাতে পরিবর্তন ঘটানো হবে, তার আভাস দিলেন অধিনায়ক বিরাট কোহলি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে কী হতে পারে দল, আভাস বিরাট কোহলির

নিউজল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতেছে ভারত। পরের দুটি ম্যাচ জিতে কিউয়িদের সিরিজ হোয়াইট-ওয়াশ করতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাই তিনি নিউজিল্যান্ডকে মোটেই হালকা ভাবে নিতে রাজি নন। তবে সিরিজের শেষ দুটি ম্যাচে যে তিনি পরীক্ষা-নীরিক্ষা করবেন, তা জানাতেও ভোলেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। প্রথম একাদশে নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি।

বিরাট কোহলির কথায়, বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী। কারণ বেঞ্চে বসে থাকা ক্রিকেটাররাও বেশ প্রতিভাধর। প্রথম একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা। সেই সব ক্রিকেটারদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি। সঞ্জু স্যামসনদের জায়গা করে দিতে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেও আভাস দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

English summary
Virat Kohli hints about the change for next two T20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X