For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটই আমাদের ক্যাপ্টেন, আমি ব্যাক সিটে থেকেই সাহায্য করব: রাহানে

বিরাটই আমাদের ক্যাপ্টেন, আমি ব্যাক সিটে থেকেই সাহায্য করব: রাহানে

  • |
Google Oneindia Bengali News

বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টেই মুখ থুবড়ে পড়েছিল ভারত। স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা থাকায় এরপরেই ফিরে এসেছিলেন বিরাট। অধিনায়কত্বের ব্যাটন তখন যায় সহ অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) হাতে। বাকিটা ইতিহাস। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমানে সমানে টক্কর দিয়ে ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফেরা। এবার দেশের মাটিতে প্রতিপক্ষ ইংল্যান্ড। অধিনায়ক বিরাট কোহলি দলে ফিরেছেন। শুক্রবার (India England Test)টেস্ট শুরুর আগে আজ বিকেলে সাংবাদিকদের রাহানে জানিয়ে দিলেন, বিরাটই আমাদের ক্যাপ্টেন। পারিবারিক কারণে দেশে ফেরার ফলে আমি অধিনায়কত্বের দায়িত্ব সামলেছি। খুশি মনেই আবার ব্যাকসিটে ফিরছি। সেখানে থেকেই প্রয়োজনমতো সহ অধিনায়ক হিসেবে সহযোগিতা করব। এমনিতে অধিনায়কের নিজস্ব ভাবনাচিন্তা চলতেই থাকে সব সময়। আমার পরামর্শ চাইলে সাদরে তা দিতে প্রস্তুত। বিরাট ফেরায় আমাদের দলের শক্তিও বাড়তে চলেছে।

বিরাটই আমাদের ক্যাপ্টেন, আমি ব্যাক সিটে থেকেই সাহায্য করব: রাহানে

অজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর অনেকেই টেস্টে রাহানেকে অধিনায়ক রাখার পক্ষে সওয়াল করেছিলেন। তবে রাহানে অধিনায়কের দায়িত্ব ছেড়ে চাপমুক্ত হয়ে যে খেলতে চান তা এদিনের সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিলেন। এমনকী তিনি এবং গোটা দল যে অস্ট্রেলিয়া সিরিজে সাফল্যের কথা ভুলে নতুনভাবে শুরু করবেন তাও জানিয়েছেন রাহানে। তাঁর কথায়, শিবিরে আত্মতুষ্টি নেই একেবারেই। অস্ট্রেলিয়ায় সিরিজ জয় নিঃসন্দেহে আমাদের কাছে স্পেশ্যাল। আমরা ওই সফর, ওই জয় খুব উপভোগ করেছি। প্রথম টেস্টে বিশ্রী হারের থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছি। তেমনভাবেই বর্তমানেও ফিরে এসেছি। গতকাল থেকে নেট প্র্যাকটিস করছি। দেশের মাটিতে প্রায় দুই বছর পর টেস্ট সিরিজ খেলতে নামছি আমরা। গুড ব্র্যান্ডের ক্রিকেট, যেটা আমরা খেলছি সেটাই ধরে রাখতে হবে। একসঙ্গে সকলে মিলে ঝাঁপাতে হবে। রাহানে আরও বুঝিয়ে দিলেন, দলগত সংহতিতে ভর করেই বাজিমাত করতে চাইছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (ICC World Test Championship Final) ছাড়পত্র আদায়ের কথা নিয়ে আগেভাগে না ভেবে ম্যাচ-বাই-ম্যাচ এগোতে চাইছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)।

ফেভারিট হিসেবে সিরিজ শুরু করলেও ইংল্যান্ডকে হাল্কাভাবে নিচ্ছে না ভারতীয় দল। রাহানের কথায়, ইংল্যান্ড শ্রীলঙ্কায় সিরিজ জিতে এ দেশে এসেছে। সেই সঙ্গে বেন স্টোকস, জোফ্রা আর্চাররা দলের সঙ্গে যোগ দিয়েছেন। ইংল্যান্ড যথেষ্ট ব্যালান্সড। তবে কাউকে বাড়তি গুরুত্ব নয়, প্রত্যেকের জন্যই রণকৌশল থাকবে। আমাদের টিম হিসেবে খেলতে হবে, সেটাই আসল। নিজের ফর্ম নিয়েও খুশি রাহানে। তিনি বলেন, নিজেকে নিয়ে ভাবছি না। দলের ভালো পারফরম্যান্স নিশ্চত করতে হবে। দলের প্রয়োজনে লাগে এমন ভালো ব্যাটিং করতে চাই। রাহানাকে প্রশ্ন করা হয়েছিল সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে জায়গা পাকা করার বিষয় মাথায় রাখছেন কিনা। তাঁর উত্তর, এখন টেস্টেই ফোকাস। সাদা বলের ক্রিকেট যখন খেলব তখন সেটা ভাবব। আপাতত ম্যাচ ধরে ধরে এগিয়ে সিরিজ জিততে হবে।

বেশ কয়েক মাস ধরে ভারতীয় দলের ক্রিকেটাররা বায়ো বাবলের মধ্যে রয়েছেন। তবে রাহানের দাবি, কেউই মানসিকভাবে ক্লান্ত নন। সতীর্থদের সঙ্গে পরিবারের মতোই আছেন। সেই সঙ্গে পরিবারের সদস্যরাও হোটেলে থাকায় ভালোই হয়েছে। রাহানে মনে করছেন, চেন্নাইয়ে স্পিনাররা সহায়তা পাবেন। তবে ভারত তিন স্পিনারে যাবে কিনা, হার্দিক না অক্ষর প্যাটেল কে প্রথম একাদশে থাকবেন, সে সব বিষয় চূড়ান্ত হবে ম্যাচের আগের দিনেই। যদিও হার্দিকের প্রথম একাদশে থাকার সম্ভাবনাই যে বেশি তার ইঙ্গিত মিলেছে রাহানের কথায়।

English summary
Virat is our captain, ready to help him when needed, says Rahane
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X