For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজয় হাজারে ট্রফিতে পুদুচেরিকে পিষে পৃথ্বীর বিস্ফোরক দ্বিশতরান, সৌরাষ্ট্রের বিরুদ্ধে চাপে বাংলা

  • |
Google Oneindia Bengali News

জয়পুরে ব্যাটিং বিস্ফোরণ পৃথ্বী শ-য়ের। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে শতরান হাঁকানোর পর চলতি বিজয় হাজারে ট্রফির তৃতীয় ম্যাচেও বড় ইনিংস খেললেন মুম্বই অধিনায়ক। এবার একেবারে দ্বিশতরান। ৫০ ওভারে ক্রিকেটে সপ্তম ভারতীয় হিসেবে দ্বিশতরান করলেন। বিজয় হাজারে ট্রফির ইতিহাসে তাঁর অপরাজিত ২২৭ রানই এখনও অবধি সর্বাধিক। এদিন তিনি ভাঙলেন ২০১৯ সালে বিজয় হাজারে ট্রফিতে গোয়ার বিরুদ্ধে করা কেরলের সঞ্জু স্যামসনের অপরাজিত ২১২ রানের রেকর্ডটি। তাঁরা ছাড়াও বিজয় হাজারেতে দ্বিশতরান রয়েছে মুম্বইয়ের যশস্বী জয়সওয়ালের, তিনি করেছিলেন ২০৩। মুম্বইয়ের এদিনের রান বিজয় হাজারে ট্রফির ইতিহাসে দলগতভাবেও সর্বাধিক।

বিজয় হাজারে ট্রফিতে পুদুচেরিকে পিষে পৃথ্বীর দ্বিশতরান

আজ ১৪২ বলে দ্বিশতরান পূর্ণ করেন পৃথ্বী। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, রোহিত শর্মা (তিনটি দ্বিশতরান), শিখর ধাওয়ান, কর্ণ কৌশল, সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল পৃথ্বীর আগে ৫০ ওভারের ফরম্যাট বা লিস্ট এ-তে দ্বিশতরান করেছিলেন। শ্রেয়স আয়ারের পরিবর্তে বিজয় হাজারে ট্রফিতে মুম্বই দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়া পৃথ্বী। পৃথ্বীর পাশাপাশি এদিন ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতীয় দলে সদ্য ডাক পাওয়া সূর্যকুমার যাদব। তিনি ৫৮ বলে ১৩৩ রান করেন। ১০৩ বলে ২০১ রান যোগ করে পৃথ্বী ও সূর্য-র জুটি। ১৫২ বলে ৩১টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ২২৭ রানে অপরাজিত থাকেন পৃথ্বী। ৫০ ওভারে দ্বিশতরানের নিরিখে সর্বাধিক রানের তালিকায় এই ইনিংসটি রইল সপ্তম স্থানে। মুম্বই এদিন তোলে চার উইকেটে ৪৫৭। ২০১৮ সালে ভারতীয় এ দল লেস্টারশায়ারে ৪ উইকেটে ৪৫৮ রান তুলেছিল। সেই ম্যাচেও ওপেন করতে নেমে ১৩২ রান করেছিলেন পৃথ্বী। সৈয়দ মুস্তাক আলি টি ২০-র ব্যর্থতা কাটিয়ে পৃথ্বীর নেতৃত্বে গ্রুপশীর্ষে থেকেই বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে যাওয়ার ব্যাপারে এগিয়ে মুম্বই।

অন্যদিকে, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রঞ্জি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের বিরুদ্ধে বড় রান তাড়া করতে হচ্ছে বাংলাকে। টস জিতে বাংলা ফিল্ডিং নিয়েছিল। সৌরাষ্ট্র ৯ উইকেটে ৩২৪ রান তুলেছে। ৫৯ বলে ৯১ করেন অর্পিত ভাসাভড়া। ওপেনার অভি বারোট ৮৩ রান করেন। পেরক মানকড় করেন ৫৯। ঈশান পোড়েল তিন উইকেট পেলেও ১০ ওভারে দেন ৭১ রান। জবাবে খেলতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাটের শিকার হয়ে শূন্য রানে ফেরেন শ্রীবৎস গোস্বামী।

English summary
Mumbai Captain Prithvi Shaw Scored Record Breaking Double Century Against Puducherry. Bengal Again In Trouble Against Saurashtra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X