For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুদীপ ও অভিমন্যুর শতরানে ৪২৬ বাংলার! সার্ভিসেসকে হারিয়ে জিইয়ে বিজয় হাজারে ট্রফির নক আউটের আশা

  • |
Google Oneindia Bengali News

বিজয় হাজারে ট্রফির ম্যাচে এবার সার্ভিসেসকে হারিয়ে নক আউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলা। আজ রাঁচিতে দুই ওপেনারের শতরানে ভর করে ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৬ রান তোলে লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল। জবাবে ৯ উইকেট হারিয়ে ৩৭৯ তোলে সার্ভিসেস।

সুদীপ ও অভিমন্যুর শতরানে সার্ভিসেসকে হারাল বাংলা

(ছবি- সিএবি মিডিয়া)

টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিল সার্ভিসেস। ওপেনিং জুটিতে ৪০.৪ ওভারে ওঠে ২৯৮ রান। ১৫টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ১২৯ বলে ১৬২ রান করেন সুদীপ ঘরামি। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন আউট হন ৪৩.১ ওভারে, দলগত ৩২২ রানের মাথায়। তিনি ৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ১২৩ বলে ১২২ রানের ইনিংস খেলেন। তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল শাহবাজ আহমেদকে। তিনি চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৫৯ রান করেন। ১২ বলে ৩১ রান করেন চারে নামা ঋত্ত্বিক রায়চৌধুরী। মনোজ তিওয়ারি ৮ বলে ২০ ও ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৩ বলে ১ রান করে অপরাজিত থাকেন।

জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৭৯ তোলে সার্ভিসেস। অর্জুন শর্মা সর্বাধিক ৭৫ রান করেন। শাহবাজ ১০ ওভারে ৫৮ রান খরচ করে চারটি উইকেট দখল করেন। প্রদীপ্ত প্রামাণিক একটি মেডেন-সহ ১০ ওভারে ৮৩ রান দিয়ে নেন তিনটি উইকেট। ১০ ওভারে ৫৯ রান খরচ করে একটি উইকেট নেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। মুকেশ কুমার ৭ ওভারে ৫৮ ও গীত পুরী ৬ ওভারে ৬৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। মনোজ সাত ওভার হাত ঘুরিয়ে ৫০ রান দেন।

এলিট গ্রুপ ই-তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, ৫ ম্যাচে তাদের সংগ্রহে ২০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। আজই গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলে ফেলল বাংলা। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট আদায় করেছে ঈশ্বরনের দল। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে মুম্বই। বুধবার মহারাষ্ট্র খেলবে পুদুচেরীর বিরুদ্ধে। বুধবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডের কিছু ম্যাচ বাকি রয়েছে। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য সেই ম্যাচগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাকে। এদিকে, ঋদ্ধিমান সাহার ত্রিপুরা বিজয় হাজারে ট্রফিতেও ব্যর্থ। এদিন হারল সৌরাষ্ট্রের কাছে। মধ্যপ্রদেশ গ্রুপ ডি-র ম্যাচে ৩ উইকেটে ৪২৪ তুলে ৩২১ রানে হারিয়েছে নাগাল্যান্ডকে। ওপেনার যশ দুবে ১৫০ বলে ১৯৫ রানে অপরাজিত থাকেন।

English summary
Vijay Hazare Trophy 2022: Sudip Gharami And Abhimanyu Easwaran Have Scored Centuries. Bengal Beat Services In Ranchi To Keep Their Knock Out Hopes Alive.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X