For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জিতে দ্বিতীয় ড্র বাংলার, পয়েন্ট তালিকায় শীর্ষস্থান থেকে সরাতে পারল না উত্তরাখণ্ডকে, সেরা অভিমন্যু

Google Oneindia Bengali News

রঞ্জি ট্রফিতে বাংলা-উত্তরাখণ্ড ম্যাচ যে ড্রয়ের দিকে এগোচ্ছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল গতকালই। সেটাই হলো। যার ফলে বাগে পেয়েও পয়েন্ট তালিকার শীর্ষস্থান থেকে উত্তরাখণ্ডকে সরাতে পারল না বাংলা। নিজের নামাঙ্কিত মাঠে প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও দুরন্ত ব্যাটিং করে ম্যাচের সেরা হলেন অভিমন্যু ঈশ্বরন।

উত্তরাখণ্ডকে শীর্ষস্থান থেকে সরাতে ব্যর্থ বাংলা

বাংলার প্রথম ইনিংসে ৩৮৭ রানের জবাবে গতকাল উত্তরাখণ্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৭২ রানে। তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ছিল ১ উইকেটে ৪৮। আজ ৫৮ ওভারে ৭ উইকেটে ২০৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে বাংলা। সুদীপ ঘরামি ১৪৮ বলে ৭২ রান করেন। পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে আকাশ দীপকে চারে ব্যাট করতে পাঠানো হয়। আকাশ ৯ বলে ১৮ রান করেন। এরপর পাঠানো হয় প্রদীপ্ত প্রামাণিককে। তিনি ৭ বলে ৮ রানের বেশি করতে পারেননি। ছয়ে নেমে শাহবাজ আহমেদ ৩ বলে ১ রান করেন। অভিষেক পোড়েল ৭ বলে ২ রানের বেশি করতে পারেননি। অধিনায়ক মনোজ তিওয়ারি ৪ বলে ৪ রান করে রান আউট হন।

বোলারদের ব্যাটিং অর্ডারে তুলে এনে মনোজ, অনুষ্টুপরা পরের দিকে নামেন। মনোজ নামেন আটে, অনুষ্টুপ নয়ে। ৬টি চারের সাহায্যে ১৫০ বলে ৮২ রানে অপরাজিত থাকেন অভিমন্যু ঈশ্বরন। অনুষ্টুপ ১৯ বলে সাত রানে অপরাজিত থাকেন। আর কিছুক্ষণ পর ডিক্লেয়ার করলে দুই ইনিংসেই শতরান পেতে পারতেন ঈশ্বরন। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ২৮৭ বলে ১৬৫। ময়াঙ্ক মিশ্র চারটি এবং স্বপ্নিল সিং ২টি উইকেট দখল করেন।

এরপর খেলতে নেমে ২৩ ওভার ব্যাট করে উত্তরাখণ্ড। অবনীশ সুধা ৫৪ ও অধিনায়ক জীবনজ্যোৎ সিং ১৪ রান করে অপরাজিত থাকেন। এই ২৩ ওভারে কোনও উইকেট ফেলতে পারেননি বাংলার বোলাররা। উত্তরাখণ্ড বিনা উইকেটে ৬৯ রান সংগ্রহ করে। এলিট গ্রুপ এ-তে ৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উত্তরাখণ্ড। বাংলার ৪ ম্যাচে ১৯ পয়েন্ট। বরোদা ৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। ১০ জানুয়ারি থেকে কলকাতায় বাংলা-বরোদা ম্যাচ। উত্তরাখণ্ডের পরবর্তী প্রতিপক্ষ উত্তরপ্রদেশ।

 আইসিসির তালিকায় শীর্ষ ব্যাটসম্যান সূর্যকুমারের আগে কী কারণে পাঠানো হয়েছিল রাহুলকে, উত্তরে যা বললেন হার্দিক আইসিসির তালিকায় শীর্ষ ব্যাটসম্যান সূর্যকুমারের আগে কী কারণে পাঠানো হয়েছিল রাহুলকে, উত্তরে যা বললেন হার্দিক

English summary
Uttarakhand Hold The Top Spot Of The Points Table After Securing Draw Against Bengal. Abhimanyu Easwaran Has Been Named As The Player Of The Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X