For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Umran Malik: উমরান মালিক নিজের রেকর্ড ভেঙে দিলেন! শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্রুততম বলের গতি জানলে চমকে যাবেন

Google Oneindia Bengali News

উমরান মালিক নিজেই নিজের রেকর্ড ভাঙলেন। ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বলটি করে। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক সিরিজে সবচেয়ে জোরে বলটি করে ভেঙেছিলেন জসপ্রীত বুমরাহর রেকর্ড। এদিন নিজের সেই নজিরকেও ছাপিয়ে গেলেন উমরান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে উমরানের বলের গতি জানলে চমকে যাবেন

শ্রীলঙ্কা ইনিংসের ১৪তম ওভারে এদিন উমরানের বলের সর্বোচ্চ গতিবেগ পৌঁছে যায় ঘণ্টায় ১৫৬ কিলোমিটারে। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজে তিনি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বেগের একটি বল করেছিলেন। তাতে টপকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহর ঘণ্টায় ১৫৩.৩৬ কিলোমিটার বেগে বল করার নজির। সেই বলটিতে তিনি আউট করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকাকে। শনাকা আউট হয়েছিলেন ২৭ বলে ৪৫ রান করে। ওই উইকেটটি তুলে নেওয়ায় শ্রীলঙ্কার ২০ বলে ৩৪ রান প্রয়োজন হয়ে পড়ে, হাতে ছিল ৩ উইকেট।

ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বল করার রেকর্ড উমরানের দখলেই। আজ সেই রেকর্ডকে আরও উন্নত করলেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, ভেঙে দিতে চান শোয়েব আখতারের সবচেয়ে জোরে বল করার রেকর্ডটি। ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বল করার তালিকায় মহম্মদ শামি রয়েছেন তিনে। তাঁর সবচেয়ে জোরে বলটি ছিল ঘণ্টায় ১৫৩.৩ কিলোমিটারের। নভদীপ সাইনি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে জোরে বল করেছেন ঘণ্টায় ১৫২.৮৫ কিলোমিটার বেগে।

উমরান মালিক গত বছরের আইপিএলে ঘণ্টায় ১৫৬.৯ কিলোমিটার বেগে বল করে চমকে দিয়েছিলেন। ফাইনাল অবধি সেটিই ছিল দ্রুততম ডেলিভারি। আইপিএল ফাইনালে গুজরাত টাইটান্সের হয়ে লকি ফার্গুসন ঘণ্টায় ১৫৭.৩ কিলোমিটার বেগে বল করে উমরানকে পিছনে ফেলে দেন। এদিকে, আজ গুয়াহাটিতে ভারত বড় জয় ছিনিয়ে নিতে চলেছে। জেতার জন্য শ্রীলঙ্কার সামনে টার্গেট ছিল ৩৭৪ রানের। শেষ পাওয়া খবরে শ্রীলঙ্কার স্কোর ৪৭ ওভারে ৮ উইকেটে ২৭২। উমরান মালিক ৮ ওভারে ৫৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। মহম্মদ সিরাজ পেয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট দখল করেছেন মহম্মদ শামি, হার্দিক পাণ্ডিয়া ও যুজবেন্দ্র চাহাল।

English summary
Umran Malik Bowls The Fastest Delivery By An Indian In International Cricket. He Clocks 156kph During The 14th Over Of Sri Lanka's Innings In Guwahati.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X