For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: বিরাটের আরসিবি-তে সিঙ্গাপুরের পাওয়ারহিটার, দেখুন টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিং

Google Oneindia Bengali News

আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য পরিবর্ত ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুষ্মন্ত চামিরার সঙ্গে সিঙ্গাপুরের টিম ডেভিডকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টিমের যা দক্ষতা তাতে তাঁকে প্রথম একাদশে দেখা গেলেও অবাক হওয়ার নেই। সম্প্রতি তিনি দারুণ ফর্মেও রয়েছেন। দ্য হান্ড্রেড খেলে সেন্ট লুসিয়া কিংসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন। তারপর যোগ দেবেন আরসিবি দলের সঙ্গে।

সিঙ্গাপুরের টিমের অস্ট্রেলীয় যোগ

টিম ডেভিডের বাবা রডরিক ডেভিডের জন্ম অস্ট্রেলিয়ার সিডনিতে। তবে পেশায় ইঞ্জিনিয়ার রডরিক ক্রিকেট খেলেছেন সিঙ্গাপুরের হয়েই। সিঙ্গাপুরের হয়ে ১৯৯৭ সালে তাঁর অভিষেক হয়। আইসিসি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলেছেন। ডানহাতি মিডিয়াম পেসার ও ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। টিম ডেভিডের জন্ম ১৯৯৬ সালে সিঙ্গাপুরেই। টিম ডেভিডও অলরাউন্ডার। ৬ ফুট ৫ ইঞ্চির এই ক্রিকেটার অবশ্য বাবার মতো পেসার নন, অফ স্পিনার। সিঙ্গাপুরের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিনি বিরাট কোহলির দলে খেলার সুযোগ পেয়েছেন। জন্মগতভাবে টিমের সিঙ্গাপুরের পাসপোর্ট থাকলেও তিনি বড় হয়েছেন পারথে। কারণ, তাঁর পরিবার সিঙ্গাপুর থেকে আবার অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিল। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ২৩ ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের হয়েও খেলেছেন টিম ডেভিড।

চমকপ্রদ কেরিয়ার

১০৬টি দেশের মধ্যে থেকে আইসিসি-র তরফে টি ২০ আন্তর্জাতিক খেলার স্বীকৃতি পাওয়া সিঙ্গাপুরের হয়ে ২০১৯ সালে টিম ডেভিডের টি ২০ অভিষেক হয়। ১৪টি ম্যাচে ৫৫৮ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ৯২। চারটি অর্ধশতরান রয়েছে। ৫০টি চার ও ২৬টি ছক্কা হাঁকিয়েছেন। বল হাতে পাঁচটি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে, সেরা বোলিং ১৮ রানের বিনিময়ে ১ উইকেট। সবমিলিয়ে টি ২০ কেরিয়ারে ম্যাচ খেলেছেন ৪৯টি। ১১৭১ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ৯২। ছটি অর্ধশতরান রয়েছে। মোট চার মেরেছেন ৯১টি, ছক্কা ৫৯টি। উইকেট সংখ্যা ৫০ ওভারের ক্রিকেট ম্যাচ খেলেছেন ১৫টি। রান করেছেন ৭০৯, সর্বাধিক অপরাজিত ১৪০। দুটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে। একদিনের ক্রিকেটে ৬৪টি বাউন্ডারি ও ২৮টি ছক্কা মেরেছেন। একদিনের ক্রিকেটে উইকেট সংখ্যা ৭, সেরা বোলিং ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট। টি ২০ আন্তর্জাতিক ও একদিনের ম্যাচে ১২টি ক্যাচ ধরেছেন। টি ২০-তে সেই সংখ্যা ২৮। টি ২০ আন্তর্জাতিকে তাঁর স্ট্রাইক রেট ১৫৮.৫২, সামগ্রিক টি ২০ কেরিয়ারে ১৫৫.০৯।

দুরন্ত ফর্মে

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে তিনি হোবার্ট হারিকেন্স ও পার্থ স্কর্চার্সের হয়ে খেলেছেন। রয়্যাল লন্ডন কাপে সারের হয়ে ছিলেন দুর্ধর্ষ ফর্মে। চলতি মাসের ১০ তারিখ ৫০ ওভারের প্রতিযোগিতায় ওভালে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে তিনি কেরিয়ারের সেরা ৯টি চার ও ১১টি ছক্কা-সহ ৭০ বলে ১৪০ রান করে অপরাজিত থাকেন। ১২ অগাস্ট ডার্বিশায়ারের বিরুদ্ধে ৫২ রানে অপরাজিত থাকেন এবং ১২ রানের বিনিময়ে ১ উইকেট নেন। ১৫ অগাস্ট সারের ম্যাচ ছিল গ্লুসেস্টারশায়ারের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ১১টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৭৩ বলে ১০২ রান করার পাশাপাশি ৩২ রানের বিনিময়ে ২ উইকেট নেন। ১৭ অগাস্ট সেমিফাইনালে সারে হেরে যায়। এই ম্যাচে ডেভিড ৩ রান করেন, বল হাতে ১ উইকেট পান ৪৫ রানের বিনিময়ে।

প্রথম একাদশ নিয়ে ভাবনা

টিম ডেভিড যে ফর্মে রয়েছেন তাতে আরসিবি-র প্রথম একাদশেও তাঁর থাকার সম্ভাবনা। এবি ডি ভিলিয়ার্স ও কাইল জেমিসনের জায়গা প্রথম একাদশে পাকা। গ্লেন ম্যাক্সওয়েলেরও। ড্যান ক্রিশ্চিয়ানও দৌড়ে থাকবেন। তবে ডেভিডের ফর্ম আর বড় শট নেওয়ার ক্ষমতা, সেই সঙ্গে স্পিন বোলিং করতে পারা, এই বিষয়গুলির কারণেই তাঁর উপর আস্থা দেখাতেই পারেন বিরাট।

(ছবি- টুইটার)

English summary
Tim David Is The First Ever Singapore's International Cricketer To Feature In IPL For RCB. Currently Playing In The Hundred, David Has Played In Big Bash League And Pakistan Super League.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X