For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা: ২০২২ সালে বাইশ গজকে বিদায় জানিয়েছেন বা জানাবেন যাঁরা যাঁরা

ফিরে দেখা: ২০২২ সালে বাইশ গজকে বিদায় জানিয়েছেন বা জানাবেন যাঁরা যাঁরা

Google Oneindia Bengali News

ক্রিকেট এমনই একটা খেলা যা বিভিন্ন মানুষকে টেনে আনতে পারে এক জায়গায়। যুগের পর যুগ এই খেলাকে সমৃদ্ধ করেছে বহু ক্রিকেটার। সময়ের সঙ্গে সঙ্গে চরিত্র বদলেছে বহু তারকা এসেছে, তেমনই বিভিন্ন সময় বহু তারকা বিদায় জানিয়েছেন ক্রিকেটকে। এক নজরে দেখে নিন ২০২২ সালে বাইশ গজ বা বাইশ গজের কোনও ফরম্যাটকে বিদায় জানিয়েছে এমন ক্রিকেটারদের।

ঝুলন গোস্বামী:

ঝুলন গোস্বামী:

একটি পুরো জেনারেশন বড় হয়েছে ঝুলন গোস্বামীর বোলিং দেখে। বিশ্বকাপ ১৯৯৭-এ বল গার্স হিসেবে বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়ানো ঝুলন গোস্বামী-ই আজ মহিলা ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র। ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটকে সমৃদ্ধ করে আসছেন ঝুলন। ওডিআই ক্রিকেটে ২৫২টি উইকেটের মালিক ঝুলন। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৬টি উইকেটের মালিক তিনি। টেস্ট ক্রিকেটে ঝুলন সংগ্রহ করেছে ৪৪টি উইকেট। ক্রিকেটের কিংবদন্তি হয়ে উঠেছেন তিনি। ইংল্যান্ড সফরে লর্ডসের মাটিতে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ঝুলন।

মিতালি রাজ:

মিতালি রাজ:

মহিলা ক্রিকেটের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মনে করা হয় মিতালি রাজকে। পাঁচটি বিশ্বকাপে ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দেওয়া মিতালি অবসর ঘোষণা করেন ২০২২ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের পর। ওডিআই ক্রিকেটে ৭০০০-এর বেশি রানের মালিক মিতালি রাজ। টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৬৯৯ রান। মহিলাের টি-২০ ক্রিকেটে তিনি করেছেন ২৩৬৪ রান। মিতালির নেতৃত্বে এ বারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ভারত।

ইয়ন মর্গ্যান:

ইয়ন মর্গ্যান:

ইংল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক হিসেবে নিজের স্থান করে নিয়েছেন ইয়ন মর্গ্য়ান। ২০১৫ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া থেকে ২০১৯ বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক হওয়া মর্গ্যানের উথ্থা এবং সাফল্য ইতিহাসের পাতায় লেখা রয়েছে। নেদারল্যান্ড সফর থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন মর্গ্যান।

বেন স্টোকস:

বেন স্টোকস:

বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে তিনি পরিগণিত হন। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে স্টোকসের অবদান অনস্বীকার্য। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল স্টোকসের। বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক তিনি। ওয়ার্ক লোড ম্যানেজ করতে সম্প্রতি ইংল্যান্ডের ওডিআই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন স্টোকস।

'শাহিন ছিটকে যাওয়ায় স্বস্তি পাবে ভারতের টপ অর্ডার', মজাদার টুইট করে ভারতীয় সমর্থকদের ট্রোলের শিকার ওয়াকার 'শাহিন ছিটকে যাওয়ায় স্বস্তি পাবে ভারতের টপ অর্ডার', মজাদার টুইট করে ভারতীয় সমর্থকদের ট্রোলের শিকার ওয়াকার

English summary
These four cricketers bids Good Bye to cricket this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X