For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে পারে এই পাঁচ ক্রিকেটারের

রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার দল নিয়ে পরীক্ষানিরীক্ষায় সাফল্যের থেকে ব্যর্থতাই বেরিয়ে এসেছে বেশি। বহু ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলেও কোনও এক অজ্ঞাত কারণে টি-২০ দলে ২০২১-এর বিশ্বকাপের পর আর দেখা যায়নি মহম্মদ শামিকে।

Google Oneindia Bengali News

রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার দল নিয়ে পরীক্ষানিরীক্ষায় সাফল্যের থেকে ব্যর্থতাই বেরিয়ে এসেছে বেশি। বহু ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলেও কোনও এক অজ্ঞাত কারণে টি-২০ দলে ২০২১-এর বিশ্বকাপের পর আর দেখা যায়নি মহম্মদ শামিকে। দলগত খেলায় কোনও ব্যক্তিগত আক্রশে শিকার হতে হচ্ছে কি না, বা জেনে বুঝেই সাইড লাইন করে দেওয়ার চেষ্টা কি না, তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। কোচ-অধিনায়ক জুটি এশিয়া কাপে ধাক্কা খাওয়ার পর বিশেষজ্ঞরা প্রশ্ন তুলে দিয়েছেন শামিকে দলের বাইরে রাখার কারণ জানতে চেয়ে।

এই অবস্থায় খুব স্বাভাবিক ভাবেই উত্তর নেই রোহিত-রাহুল জুটির কাছে। যেই ক্রিকেটার আইপিএল-এ নিজের দলকে চ্যাম্পিয়ন করার পিছনে অনবদ্য ভূমিকা রাখে তাঁকে জাতীয় দলের বাইরের রাখার কারণ কী-ই বা হতে পারে যখন সে নিজে ফিট খেলার জন্য? শুধু শামি নন, এই করম বহু ক্রিকেটার রয়েছেন যাঁরা পর্যান্ত সুযোগ পাননি টি-২০ ক্রিকেটে বিশ্বকাপের আগে বিশ্বকাপের দলে নিজেদের দাবি জানানোর জন্য। কিছু দিনের মধ্যেই বিশ্বকাপের দল নির্বাচন করবে বিসিসিআই-এর নির্বাচক মণ্ডলী। এক নজরে দেখে নিন কোন কোন ক্রিকেটার দলে সুযোগ পেতে পারেন।

মহম্মদ শামি:

মহম্মদ শামি:

এশিয়া কাপে বিশাল ভাবে মহম্মদ শামির অভাব অনুভব করা গিয়েছে। বিশ্বের অন্যতম বিধ্বংসী পেসার যদি এশিয়া কাপের দলে থাকতো তা হলে ভারতীয় দলের এশিয়া কাপের ভাগ্যটা অন্য রকম হতে পারত। বিশেষজ্ঞরা এবং সমালোচকরা স্পষ্ট করে দিয়েছেন, এই দলে শামির অবশ্যই সুযোগ পাওয়া উচিৎ ছিল এবং বিশ্বকাপের দলে মহম্মদ শামির অন্তর্ভুক্তির দাবি তুলেছেন তাঁরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজেও হয়তো দেখা যেতে পারে শামিকে।

ঈশান কিষান:

ঈশান কিষান:

ঝাড়খণ্ডের এই তরুণ উইকেটরক্ষকের মধ্যে ভারতীয় দলের আগামীদিনের তারকা হয়ে ওঠার সমস্ত রকম যোগ্যতা রয়েছে। তবুও, খুব বেশি সুযোগ তিনি পান না বরাবরই। কিছু ম্যাচে রান না এলেই ঠিকানা হয় দলের বাইরে। এশিয়া কাপের দলেও তাঁকে রাখা হয়নি। তবে রবীন্দ্র জাডেজার চোটে বিশ্বকাপের দলে রাস্তা খুলতে পারে ঈশানের জন্য।

শ্রেয়স আইয়ার:

শ্রেয়স আইয়ার:

ঈশানের মতো আর এক তরুণ শ্রেয়স আইয়ারকেও এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে, ভারতীয় ব্যাটিং-এর দুর্দশার কথা মাথায় রেখে বিশ্বকাপের দলে তাঁকে ফেরানো উচিৎ। মিডল অর্ডারে শ্রেয়স থাকলে দলের ব্যাটিং বিভাগের শক্তি অনেকটাই বেড়ে যায়।

জসপ্রীত বুমরাহ:

জসপ্রীত বুমরাহ:

পিঠের চোট পাওয়ার ফলে এশিয়া কাপের দল থেকে ছিটকে গিয়েছিলেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে চোট থেকে সরে ওঠার জন্য রিহ্যাব চলছে তাঁর। জসপ্রীত বুমরাহকে ভারতের বিশ্বকাপের দলে দেখা যাবে এই কথা এখন থেকেই জোর দিয়ে বলা যায়।

হর্ষল প্যাটেল:

হর্ষল প্যাটেল:

পাঁজরে চোট পাওয়ার ফলে তরুণ পেসার হর্ষল প্যাটেল ভারতের এশিয়া কাপের দল থেকে ছিটকে যান। তবে, এখন ফিট হয়ে উঠেছেন তিনি। বিশ্বকাপের দলে তাঁর না থাকার কোনও কারণ নেই। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে তিনি খেলতে পারেন।

রোহিত শর্মার হাতে নাও থাকতে পারে নেতৃত্বের ব্যাটন,দক্ষিণ আফ্রিকার সিরিজে ভারতের অধিনায়কত্ব করতে পারেন এই তারকারোহিত শর্মার হাতে নাও থাকতে পারে নেতৃত্বের ব্যাটন,দক্ষিণ আফ্রিকার সিরিজে ভারতের অধিনায়কত্ব করতে পারেন এই তারকা

English summary
These Five cricketers can make come back in India Squad for ICC T20I World Cup 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X