For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিডনিতে ভারতের নেটে বোলিং পাক পেসারের! কোহলি-রোহিতের প্রশংসা পেয়েও কেন রইল বিরাট আক্ষেপ?

Google Oneindia Bengali News

সিডনিতে আজ থেকে নেদারল্যান্ডস ম্য়াচের মহড়া শুরু করে দিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নে সুপার টুয়েলভের ম্যাচে এসেছে দুরন্ত জয়। ডাচদের হাল্কাভাবে না নিলেও প্রথম একাদশে রদবদল করতে পারে মেন ইন ব্লু। হার্দিক পাণ্ডিয়া-সহ দু-একজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের নেটে দীর্ঘক্ষণ বোলিং করলেন পাকিস্তানের পেসার।

ভারতের নেটে পাকিস্তানের পেসার

নাম মহম্মদ ইরফান জুনিয়র। উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। উচ্চতাকে কাজে লাগিয়ে যেভাবে বোলিং করেন তাতে তাঁর স্বাভাবিক লেংথের বলেই বিব্রত হন তারকা ব্যাটাররা। ইরফান এদিন ভারতীয় দলের নেট প্র্যাকটিসে ঘণ্টা দুয়েক বোলিং করেছেন। তারপর তিনি জানান, একবার স্টিভ স্মিথকে তিনি বোলিং করছিলেন নেটে। তখন স্মিথ খারাপ ফর্মে। দুবার স্মিথকে বোল্ড করে দিয়েছিলেন। ব্যাটে-বলে সংযোগ ঠিকভাবে করতে না পেরে তাঁকে বল করতে বারণ করেন স্মিথ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ছন্দ ফিরে পেতেই ইরফানের বোলিং সামলাতে চাননি।

প্রশংসা আদায় করলেন বিরাট-রোহিতের

মহম্মদ ইরফান জুনিয়র ডান হাতে বল করেন। তবে তাঁর বোলিং অ্যাকশনের সঙ্গে মিল রয়েছে পাকিস্তানের প্রাক্তন বাঁহাতি পেসার সোহেল তনভীরের। ইরফানের বাউন্সে আজ বিব্রত হতে দেখা গিয়েছে দীনেশ কার্তিককে। তাঁর বাউন্সার পরাস্ত করেছে বিরাট কোহলিকেও, একবার খোঁচাও দিয়ে বসেন কিং কোহলি। অনুশীলন চলাকালীন ইরফানের বোলিংয়ের প্রশংসা করেছেন বিরাট ও রোহিত। পাকিস্তানের এই পেসারের কথায়, আমার উচ্চতাকে কাজে লাগিয়ে যে কোনও ব্যাটারকে অস্বস্তিতে ফেলতে পারি। সেই সঙ্গে রোহিত শর্মা ও বিরাট কোহলি যথন প্রশংসা করেছেন, এর চেয়ে বড় কিছুই হতে পারে না। রোহিতের সঙ্গে সেলফি তুললেও বিরাটের সঙ্গে সেলফি তোলার সুযোগ না পাওয়ার আক্ষেপ রয়েছে একটা সময় বাবর আজমের সঙ্গে খেলা এই পেসারের।

পাকিস্তান দলের হয়ে খেলার স্বপ্ন অধরাই

২৭ বছরের ইরফান পাকিস্তান সুপার লিগে তিন মরশুম খেলেছেন লাহোর কলন্দরস, মুলতান সুলতান্স ও কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের হয়ে। এরপর সুযোগ না পেয়ে বছর তিনেক আগে চলে যান সিডনিতে। সেখানে স্থায়ী নাগরিকত্বের প্রমাণপত্র পেলেই মিলবে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলার সুযোগ। বিগ ব্যাশ লিগেও খেলার লক্ষ্য রয়েছে। পাকিস্তান এ দলের হয়ে খেললেও পাকিস্তানের মূল দলের খেলার স্বপ্ন অধরাই থেকেছে। ভারতের বিরুদ্ধে বোলিংয়ের আগে টি ২০ বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়ার নেট প্র্যাকটিসেও বল করেছেন ইরফান।

বাবরদের বিরুদ্ধেও বল করবেন

পাকিস্তানে ২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটির হয়ে। কায়েদ এ আজম ট্রফিতেও তিন মরশুম খেলেছেন। ইরফানের জন্ম পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিবে। সিডনিতে আন্তর্জাতিক কোনও দল এলেই নেটে বল করার ডাক পান ইরফান। সোমবার যেমন বল করবেন পাকিস্তানের নেটেও। ক্রিকেট খেলে পর্যাপ্ত রোজগার করলে সিডনিতে পরিবারকে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে।

English summary
T20 World Cup 2022: Pakistani Pacer Who Troubled Smith Has Earned Praise From Kohli And Rohit In Sydney. Mohammed Irfan Jr. Says When Rohit Sharma And Virat Kohli Praise You, What More Do You Need.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X