For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে বিশ্বরেকর্ডের মালিক বিরাটকে অভিনন্দন জয়বর্ধনের, আইসিসির কোন সম্মান কিং কোহলিকে?

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে নয়া বিশ্বরেকর্ড গড়েছেন বিরাট কোহলি। মাহেলা জয়বর্ধনের রেকর্ড ভেঙে কিং কোহলিই টি ২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রানের মালিক। চলতি টি ২০ বিশ্বকাপে তৃতীয় অর্ধশতরান হাঁকিয়ে গতকাল ম্যাচের সেরাও হয়েছেন। এবার প্রথমবার আইসিসির বিশেষ পুরস্কারের দৌড়েও নাম উঠে গেল বিরাটের।

কোহলির প্রশংসায় জয়বর্ধনে

বিরাট কোহলি গতকালই টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক হয়েছেন। ভেঙে দিয়েছেন মাহেলা জয়বর্ধনের রেকর্ড। বিরাটকে এক অসাধারণ যোদ্ধা হিসেবে অভিহিত করে অভিনন্দন জানাতে গিয়ে মাহেলা বলেন, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট। বিরাট যেভাবে টি ২০ বিশ্বকাপে খেলছেন তারই প্রশংসা শোনা গিয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের গলায়।

বিরাট আইসিসি-র পুরস্কারের দৌড়ে

বিরাট আইসিসি-র পুরস্কারের দৌড়ে

প্রতি মাসে সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটার বেছে নেয় আইসিসি। এবার প্রথমবার সেই পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে বিরাট কোহলি। বিরাট কোহলির সঙ্গে অক্টোবরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও জিম্বাবোয়ের সিকান্দর রাজা। বিরাট এবারের টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে। যেটিকে নিজের কেরিয়ারের সেরা হিসেবে বেছেও নেন কিং কোহলি। ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩১ রানে ৪ উইকেট হারানোর পরও বিরাটের ৫৩ বলের বিধ্বংসী ইনিংস ভারতকে লক্ষ্যে পৌঁছে দেয়। বিশ্বকাপের আগে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট। নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেন ৪৪ বলে অপরাজিত ৬২। শুধু দক্ষিণ আফ্রিকা ম্যাচেই ১২ রানে আউট হন। অক্টোবরে কিং কোহলি ২০৫ গড় রেখে ২০৫ রান করেছেন, স্ট্রাইক রেট ১৫০.৭৩। চলতি টি ২০ বিশ্বকাপেও বিরাট সর্বাধিক রান করেছেন।

চ্যালেঞ্জার কিলার মিলার

চ্যালেঞ্জার কিলার মিলার

বিরাট কোহলিকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ডেভিড মিলার। তিনি গুয়াহাটিতে ভারতের বিরুদ্ধে ৪৭ বলে অপরাজিত ১০৬ রান করেছিলেন। পারথে ভারতের বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপের ম্যাচে অপরাজিত ৫৯ রান করে প্রোটিয়াদের জেতান। লখনউয়ে একদিনের আন্তর্জাতিকে ভারতের বিরুদ্ধে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছিলেন। ওয়ান ডে ও টি ২০ আন্তর্জাতিকের সাত ইনিংসে ৬ বার অপরাজিত থাকেন। ৩০৩ গড়ে ৩০৩ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪৬.৩৭। অক্টোবর মাসে ব্যাট ও বল হাতে ভালো খেলার সুবাদে বিরাট ও মিলারের সঙ্গে অক্টোবরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন জিম্বাবোয়ের সিকান্দর রাজা।

দীপ্তি ও জেমাইমা মনোনীত

দীপ্তি ও জেমাইমা মনোনীত

আইসিসির বিচারে অক্টোবর মাসের সেরা মহিলা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন দুই ভারতীয়। তাঁরা হলেন দীপ্তি শর্মা ও জেমাইমা রডরিগেজ। তাঁদের সঙ্গে দৌড়ে রয়েছেন পাকিস্তানের নিদা দার। বাংলার দীপ্তি শর্মা মহিলাদের এশিয়া কাপে দারুণ পারফর্ম করেছেন। ৮ ম্যাচে ১৩ উইকেট নেন ৭.৬৯ গড় রেখে। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে করেন ৬৪ রান। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হন। জেমাইমা এশিয়া কাপে ভারতের সেরা ব্যাটার। ৫৪.২৫ গড় রেখে তিনি ২১৭ রান করেন। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে যথাক্রমে ৭৮ ও অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে তিনি ম্যাচের সেরাও হন।

 টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে অস্বস্তিতে পাকিস্তান, ফখর ছিটকে যেতে তড়িঘড়ি ডাক হ্যারিসকে টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে অস্বস্তিতে পাকিস্তান, ফখর ছিটকে যেতে তড়িঘড়ি ডাক হ্যারিসকে

English summary
T20 World Cup 2022: Mahela Jayawardene Congratulates Virat Kohli For Breaking His Record. King Kohli Has Been Nominated For ICC Player Of The Month Award.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X