For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত, নেদারল্যান্ডসকে হারিয়ে রোহিতরা সেমিফাইনালের দিকে

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে টানা দ্বিতীয় জয় ভারতের। মেলবোর্নে পাকিস্তানকে হারানোর পর আজ সিডনিতে নেদারল্যান্ডসকে চূর্ণ করল রোহিত শর্মার ভারত। গত টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলির ভারত সুপার টুয়েলভের প্রথম দুটি ম্যাচে হেরে কার্যত বিদায় নিয়েছিল। এবারের বিশ্বকাপে জোড়া জয় ভারতকে এগিয়ে দিল সেমিফাইনালের দিকে।

ভারতের ১৭৯

ভারতের ১৭৯

আজ টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৯ রান তুলেছিল ভারত। যার মধ্যে শেষ ১০ ওভারেই ১১২। তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে বিরাট কোহলি ৪৪ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। চলতি টি ২০ বিশ্বকাপে এটি বিরাটের দ্বিতীয় অর্ধশতরান। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি ২০ বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করতে কোহলির দরকার ১১ রান। টি ২০ বিশ্বকাপে সর্বাধিক ১০১৬ রান রয়েছে মাহেলা জয়বর্ধনের। বিরাটের রান ৯৮৯।

ম্যাচের সেরা সূর্য

চলতি টি ২০ বিশ্বকাপে প্রথম অর্ধশতরান হাঁকালেন রোহিত শর্মা। তিনি ৩৯ বলে ৫৩ রান করেন। ২৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। সূর্য সাতটি চার ও একটি ছক্কা মেরেছেন। শেষ বলে ছক্কাটি হাঁকিয়ে বিশ্বকাপের আসরে নিজের প্রথম হাফ সেঞ্চুরি হাঁকালেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন সূর্য। তিনি বলেন, এদিন যখন ব্যাট করতে নামি তখন ওভারে ৮ থেকে ১০ রান তোলাই লক্ষ্য ছিল। এদিন প্রথম বলেই বাউন্ডারি আসেনি, প্রথম চার মারার আগে একটা বল খেলেছি। বিরাট কোহলির সঙ্গে ব্যাটিং উপভোগ করছি।

নেদারল্যান্ডস তুলল ১২৩

জবাবে খেলতে নেমে কখনও মনেই হয়নি নেদারল্যান্ডস এই ম্যাচ জিততে পারে। কোনওরকমে ১০০ রানের গণ্ডি টপকায় স্কট এডওয়ার্ডসের দল। নেদারল্যান্ডসের হয়ে সর্বাধিক ১৫ বলে ২০ রান করেন টিম প্রিঙ্গল। কলিন অ্যাকারম্য়ান ১৭, ম্যাক্স ও'ডাউড, বাস ডি লিড- দুজনেই করেন ১৬ রান। শরিজ আহমেদ ১৬ ও পল ভ্যান মিকেরেন ৬ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে অর্শদীপ সিং দেন সবচেয়ে বেশি ১৪ রান। ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট দখল করেন। মহম্মদ শামির ঝুলিতে ১ উইকেট, ৪ ওভারে তিনি দেন ২৭ রান।। ভুবনেশ্বর কুমারের ৩ ওভারের ২টি মেডেন ৯ রানের বিনিময়ে নেন ২ উইকেট। অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৮ ও রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ২১ রান দিয়ে দুটি করে উইকেট নেন। অর্শদীপ ৪ ওভারে দেন ৩৭ রান। হার্দিক পাণ্ডিয়া এদিন ১ ওভার হাত ঘুরিয়ে ৯ রান দেন।

পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

ডাচদের ৫৬ রানে হারিয়ে গ্রুপ ২-এর পয়েন্ট তালিকায় ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার ২ ম্যাচে ৩ পয়েন্ট। ভারতের নেট রান রেট ১.৪২৫, প্রোটিয়াদের ৫.২০০। রবিবার ভারত যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় তাহলে ওইদিনই শেষ চারের টিকিট কনফার্ম হয়ে যাবে বিশ্বের ১ নম্বর দলের।

English summary
T20 World Cup 2022: India Secured Consecutive Wins By Defeating Netherlands In Sydney. Rohit Sharma-Led Side Almost Seal The Semi Final Spot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X