For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পরিবর্তে কেন ম্যাচ নয় ছাদওয়ালা ডকল্যান্ডসে? আইসিসির ভূমিকা প্রশ্নের মুখে

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে আজ মেলবোর্নে ভেস্তে গিয়েছে সুপার টুয়েলভের জোড়া ম্যাচ। আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুটি ম্যাচেরই গুরুত্ব ছিল। আফগানিস্তানদের আবার পরপর দুটি ম্যাচই ভেস্তে গেল মেলবোর্নের বৃষ্টিতে, যার ফলে দুর্ভাগ্যজনক হলেও রশিদ খানদের অকাল বিদায় নিশ্চিত হয়ে গেল। প্রশ্নের মুখে আইসিসির ভূমিকা।

এমসিজির পরিবর্তে কেন ম্যাচ নয় ছাদওয়ালা ডকল্যান্ডসে?

মেলবোর্নে এবার অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে। যা অবাক করছে অনেককেই। অবশ্য আবহাওয়া দফতরের পূর্বাভাসও ছিল। আজকেও সেই পূর্বাভাস মিলে গেল অক্ষরে অক্ষরে। তবে এরই মধ্যে নানাবিধ প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ কখনও বৃষ্টি, কখনও ভিজে আউটফিল্ডের খবর বারবার আসছিল। যা বিরক্তি বাড়াতে থাকে ক্রিকেটপ্রেমীদের। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন টুইটে লেখেন, মেলবোর্নে বৃষ্টির সম্ভাবনার কথা জেনেও কেন ছাদওয়ালা স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হলো না? এখানেই থেমে না থেকে ভন লেখেন, শ্রীলঙ্কায় দেখেছি ঝড়-বৃষ্টির সময় গোটা মাঠ কভার দিয়ে ঢাকার বন্দোবস্ত থাকে। কেন এমসিজিতে সেই পরিকাঠামো নেই? কেন দুই দিন ধরে বৃষ্টির মধ্যেও গোটা মাঠ ঢাকা হলো না?

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চও জানিয়েছেন, এমসিজির বোলিং রান আপ বা তিরিশ গজের বৃত্তের বিভিন্ন অংশ এতটাই ভেজা অবস্থায়, তা আগে তিনি দেখেননি। নিউজিল্যান্ডের পর আজ আইরিশদের বিরুদ্ধেও আফগানিস্তানের ম্যাচ ভেস্তে যাওয়ার পর হেড কোচ তথা ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার জনাথন ট্রট বলেন, এটা খুবই হতাশাজনক। এই সময় এবং গ্রীষ্মকালে এখানে বৃষ্টি হয়। এবারও সেই সম্ভাবনা ছিল এবং দুর্ভাগ্যজনকভাবে তার প্রভাব পড়ল ম্যাচগুলিতে। যেটা আরও হতাশাজনক তা হলো একই রাস্তায় আরেকটি স্টেডিয়াম রয়েছে, যার ছাদও রয়েছে। সেখানে খেলা দিলে তা ভেস্তে যেত না। ক্রিকেট খেলতে পারতো দলগুলি। উল্লেখ্য, এমসিজি থেকে ৫ কিলোমিটার দূরে ডকল্যান্ডস স্টেডিয়াম। কিন্তু বেশি দর্শকাসনের কারণে ঐতিহ্যশালী এমসিজিতেই আন্তর্জাতিক ও আইসিসি ইভেন্টের ম্যাচ পড়ে। ডকল্যান্ডসে বিগ ব্যাশ লিগের ম্যাচ হয়। আগে অবশ্য সেখানে কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে।

অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্য়াকডোনাল্ড বলেন, ডকল্যান্ডসে ম্যাচ দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আইসিসির। তবে সকলেই এমসিজিতে খেলতে পছন্দ করেন। আবহাওয়ার কথা আগে থেকে কিছু বলা যায় না। তবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দেখতে প্রচুর মানুষ যে মাঠে আসবেন সেটা প্রত্যাশিতই। এই ম্যাচ আয়োজনে সেরা স্টেডিয়াম নিঃসন্দেহে এমসিজি। মেলবোর্নে এবার যে এতটা বৃষ্টি হচ্ছে তাতে অবাক ম্যাকডোনাল্ডও। তিনি বলেন, ইংল্যান্ড আমাদের আগে সমস্যায় ফেলেছে। তবে এবার ৫ ওভার হোক বা ২০ ওভার আমরা খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম।

টি ২০ বিশ্বকাপে ভিলেন বৃষ্টি! মেলবোর্নে ধুয়ে গেল জোড়া ম্যাচ, চাপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টি ২০ বিশ্বকাপে ভিলেন বৃষ্টি! মেলবোর্নে ধুয়ে গেল জোড়া ম্যাচ, চাপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

English summary
T20 World Cup 2022: Questions Arise Why Docklands Stadium Which Has Roof Not Being Used In Melbourne. Melbourne Cricket Ground Witnessed 3 Washed Out Matches.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X