For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের সঙ্গে টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড না অস্ট্রেলিয়া? উত্তর সিডনিতেই

Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডকে হারিয়ে গত বছরের টি ২০ বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল অস্ট্রেলিয়া। যদিও দেশের মাটিতে এবারের বিশ্বকাপে সেই খেতাব অস্ট্রেলিয়ার ধরে রাখা নিয়ে রয়েছে প্রবল সংশয়। আজ অ্যাডিলেডে আফগানিস্তানের বিরুদ্ধে ৪ রানে জয় ছিনিয়ে নেওয়ার পর বিশ্বচ্যাম্পিয়নদের মধ্যে কোনও উচ্ছ্বাস দেখা যায়নি। কেন না, কালই টি ২০ বিশ্বকাপ থেকে ছুটি হয়ে যেতে পারে বিশ্বচ্যাম্পিয়নদের।

গ্রুপশীর্ষে নিউজিল্যান্ড

গ্রুপশীর্ষে নিউজিল্যান্ড

গ্রুপ এ-র শীর্ষস্থানে আপাতত রয়েছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের দলের ঝুলিতে ৫ ম্যাচে রয়েছে ৭ পয়েন্ট। নেট রান রেট ২.১১৩। অস্ট্রেলিয়ার আজ সবচেয়ে অসুবিধা হয়ে যায় টস জিতে আফগানিস্তান ফিল্ডিং নেওয়ার ফলে। রান তাড়া করলে তবু কত ওভারে কত রান তুললে নেট রান রেট কত হতে পারে সেই সমীকরণ সামনে রেখে খেলা যায়। এরপর অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হতেই নিশ্চিত হয়ে যায় যত রানেই আফগানিস্তানকে অজিরা হারাক না কেন, নেট রান রেটে নিউজিল্যান্ডকে টপকাতে পারবে না। অস্ট্রেলিয়া এদিন ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রান তুলেছিল। শেষ অবধি ম্যাচ জেতে মাত্র ৪ রানে।

টিকে রয়েছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া আজকের ম্যাচ জেতার ফলে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৫ ম্যাচে অজিদের রয়েছে ৭ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.১৭৩। ইংল্যান্ড রয়েছে তিনে, জস বাটলারের দলের কাছে রয়েছে ৪ ম্যাচে ৫ পয়েন্ট, নেট রান রেট ০.৫৪৭। ফলে কাল শ্রীলঙ্কাকে যদি ইংল্যান্ড হারিয়ে দেয় তাহলে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। তবে গ্রুপ ১-এর ১ নম্বর দল হিসেবে নিউজিল্যান্ডেরই শেষ চারে যাওয়ার সম্ভাবনা থাকবে।

শ্রীলঙ্কা ভরসা অজিদের

শ্রীলঙ্কা এদিন অস্ট্রেলিয়ার জয়ের সঙ্গে সঙ্গেই বিদায় নিল। ৪ ম্যাচে দাসুন শনাকার দলের রয়েছে ৪ পয়েন্ট। কাল ইংল্যান্ডকে হারালে পয়েন্ট হবে ৬। তাতেও অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডকে ছুঁতে পারবে না। একমাত্র ইংল্যান্ড যদি হেরে যায় কিংবা বৃষ্টির কারণে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয় তাহলেই সেমিফাইনালের দরজা খুলে যাবে অজিদের জন্য।

ইংল্যান্ড জিতলেই অস্ট্রেলিয়ার বিদায়

ইংল্যান্ড জিতলেই অস্ট্রেলিয়ার বিদায়

আজকের ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়া ম্যাথু ওয়েড বলেন, আমরা আপাতত অ্যাডিলেডেই থাকছি। ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল আমাদের পক্ষে যাবে এই আশা নিয়ে খেলাটি দেখব। আমরা চেয়েছিলাম নেট রান রেট অনেকটা বাড়িয়ে নিতে। কিন্তু সেটা সম্ভব হয়নি। উল্লেখ্য, কোনও অঘটন না ঘটলে বুধবার সিডনিতে প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে হয় ইংল্যান্ড, নয়তো অস্ট্রেলিয়া। দল সেমিফাইনালে গেলে অ্যারন ফিঞ্চ ও টিম ডেভিড ফিট হয়ে যাবেন বলে আশাপ্রকাশ করেছেন ওয়েড। গ্লেন ম্যাক্সওয়েলও বলেন, আমরা নিজেরাই এই পরিস্থিতিতে এসে পৌঁছেছি। তবে আশা রাখব, আমাদের হয়ে বাকি কাজটা সারবে শ্রীলঙ্কাই।

টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল অস্ট্রেলিয়া, বিদায় শ্রীলঙ্কারটি ২০ বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখল অস্ট্রেলিয়া, বিদায় শ্রীলঙ্কার

English summary
T20 World Cup 2022: Australia Will Be Out Of The Tournament If England Beat Sri Lanka. New Zealand Have Already Secured Their Place In The Semi Finals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X