For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ধাক্কা জাতীয় শিবিরে, শ্রীলঙ্কার বিরুদ্ধি সংক্ষিপ্ত ফর্ম্যাটের সিরিজের আগে ছিটকে গেলেন এই তারকা ব্যাটসম্যান

ফের ধাক্কা জাতীয় শিবিরে, শ্রীলঙ্কার বিরুদ্ধি সংক্ষিপ্ত ফর্ম্যাটের সিরিজের আগে ছিটকে গেলেন এই তারকা ব্যাটসম্যান

Google Oneindia Bengali News

ফের ধাক্কা ভারতীয় শিবিরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে চোট সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। মঙ্গলবার থেকে লখনউ-এ অনুশীলনে নামে ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া আত্মবিশ্বাসী লখনউ এবং ধর্মশালায় তিন ম্যাচের সিরিজে প্রতিবেশী শ্রীলঙ্কাকে পর্যুদস্ত করা বিষয়ে কিন্তু এরই মধ্যে একের পর এক চোট সমস্যায় জর্জরিত ভারতীয় শিবির।

ছিটকে গেলেন সূর্যকুমার যাদব:

ছিটকে গেলেন সূর্যকুমার যাদব:

হ্যামস্ট্রিং-এর চোটের কারণে দীপক চাহার ছিটকে যাওয়ার পর, হেয়র লাইন ফ্র্যাকচারের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব। যার অর্থ ব্যাটিং-বোলিং দুই বিভাগের দুই ফর্মে থাকা তারকা শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটের সিরিজে মাঠে নামতে পারবেন না। লখনউ-এ ২৪ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। শনিবার এবং রবিবার পর পর দুই দিন শেষ দু'টি ম্যাচ খেলা হবে। আঠেরো জনের পরিবর্তে স্কোয়াডের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ জনে।

কী ভাবে চোট পেলেন সূর্যকুমার:

কী ভাবে চোট পেলেন সূর্যকুমার:

কীভাবে সূর্যকুমার চোট পেলেন, প্রাথমিকভাবে তা স্পষ্ট না হলেও পরে বিসিসিআইয়ের তরফে নিশ্চিত করা হয় যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূর্যকুমারের ফর্ম:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূর্যকুমারের ফর্ম:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ছিলেন সূর্যকুমার। সিরিজের শেষ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩১ বলে ৬৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ঝকঝকে এই ইনিংসের সৌজন্যে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন ৩১ বছর বয়সী মুম্বইকর। শুধু ম্যাচের সেরাই নয়, সিরিজের সেরাও হয়েছে সূর্যকুমার যাদব। ৩ ম্যাচে ১০৭ রান সংগ্রহক করেছিলেন সূর্য।

প্রথম একাদশে ফিরলেন রবীন্দ্র জাডেজা:

প্রথম একাদশে ফিরলেন রবীন্দ্র জাডেজা:

দীপক চাদার বা সূর্যকুমার যাদব কারোর-ই পরিবর্তন এখনও ঘোষণা করেনি বিসিসিআই। বর্তমানে দলের স্কোয়াড সাইজ ১৬-সদস্যের। শ্রীলঙ্কার বিরুদ্ধে সংক্ষিপ্ত ফরম্যাটে সহ অধিনায়ক হিসেবে দলে ফিরছেন জসপ্রীত বুমরাহ। মঙ্গলবার অনুশীলনে পুরোদমে তাঁকে বোলিং করতে দেখা গিয়েছে। হর্ষল প্যাটেল, আভেশ খান, মহম্মদ সিরাজরাও রয়েছেন। ভারতীয় দলে কামব্যাক করবেন রবীন্দ্র জাদেজা। তিনি প্রথম একাদশে এলে কোপ পড়তে পারে হর্ষল প্যাটেল বা রবি বিষ্ণোইয়ের উপর।

ভারতের টি-২০ স্কোয়াড:

ভারতের টি-২০ স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়েকোয়াড়, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরাহ, আভেশ খান।

English summary
In form batsman Suryakumar Yadav ruled out from T20I series against Sri Lanka. Yadav was selected man of the match in the Third T20I match against West Indies. His brilliant partnership with Venkatesh Iyer helps India to whitewash touring Caribbean side.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X