For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট-রোহিত যা পারলেন না তাই করে দেখালেন সূর্যকুমার, বাবর আজমকে ফেলে দিলেন পিছনের সারিতে

বিরাট-রোহিত যা পারলেন না তাই করে দেখালেন সূর্যকুমার, বাবর আজমকে ফেলে দিলেন পিছনের সারিতে

Google Oneindia Bengali News

আইসিসি'র বিচারে টি-২০ ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন সূর্যকুমার যাদব। পিছনে ফেলে দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। কিছু দিন আগে পর্যন্ত এই তালিকায় শীর্ষ স্থানে ছিলেন বাবর। সেই বারই এখন রয়েছেন চার নম্বরে।

বাবরকে পিছনে ফেলে দিলেন সূর্যকুমার যাদব:

বাবরকে পিছনে ফেলে দিলেন সূর্যকুমার যাদব:

বর্তমানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যান বাবর আজম দীর্ঘ দিন ধরে টি-২০ তালিকায় প্রথম স্থান ধরে রাখার পর এশিয়া কাপের মাঝে তাঁর দলেরই মহম্মদ রিজওয়ান বাবরকে সরিয়ে শীর্ষ স্থান দখল করেন। এ বার ৭৮০ রেটিং নিয়ে সূর্যসকুমরা যাদব তৃতীয় স্থানে উঠে এলেন এবং ৭৭১ রেটিং নিয়ে বাবর রইলেন চতুর্থ স্থানে। এশিয়া কাপে ৬ ম্যাচে ৬৮ রান করেছেন বাবর আজম। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৭ ম্যাচের টি-২০ সিরিজে ২৪ বলে ৩১ রান করেছিলেন বাবর। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।, তাঁর রেটিং ৭৯২। ৮২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মহম্মদ রিজওয়ানের সংগৃহীত রেটিং ৮২৫। মোহালিতে সূর্যকুমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। সেই ইনিংসের সৌজন্যেই আইসিসি'র সদস্য প্রকাশিত টি-২০ র্যাঙ্কিং-এ তাঁর এই উন্নতি।

অবনতি বিরাটের:

অবনতি বিরাটের:

সদ্য প্রকাশিত র্যাঙ্কিং-এ সেরা ছয়ের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান এবং অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ৭২৫ রেটিং নিয়ে মালান রয়েছেন পঞ্চম স্থানে, ৭১৫ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ রয়েছেন ষষ্ঠ স্থানে।

আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২২-এর ম্যাচে শতরান করার পর অনেকটা উপরে উঠে ১৫ নম্বরে স্থান করে নিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় এক ধাপ নেমে গিয়েছেন। তিনি রয়েছেন ১৬ নম্বরে। অ্যাডাম জাম্পার বিরুদ্ধে খেলতে সমস্যায় পড়া কোহলি ৭ বলে ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। সেরা ছয়ের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান এবং অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ৭২৫ রেটিং নিয়ে মালান রয়েছেন পঞ্চম স্থানে এবং অ্যারন ফিঞ্চ ৭১৫ পয়েন্ট নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে।

সেরা কুড়িতে কে এল রাহুল:

সেরা কুড়িতে কে এল রাহুল:

আইসিসি'র বিচারে ব্যাটসম্যানদের তালিকায় সেরা ২০-তে জায়গা করে নিয়েছেন কে এল রাহুল। পাঁচ ধাপ উঠে ১৮ নম্বরে রয়েছে রাহুল। প্রথম টি-২০ ম্যাচে ৫৫ রান করেন রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিনি মোহালিতে ৩টি ছয় এবং ৪টি চার মারেন।

সদ্য প্রকাশিত আইসিসি টি-২০ র্যাঙ্কিং অনুযায়ী প্রথম ছয় এবং বিরাট-রোহিত-রাহুলের অবস্থান:

সদ্য প্রকাশিত আইসিসি টি-২০ র্যাঙ্কিং অনুযায়ী প্রথম ছয় এবং বিরাট-রোহিত-রাহুলের অবস্থান:

১. মহম্মদ রিজওয়ান (৮২৫ রেটিং)২. এইডেন মার্করাম (৭৯২ রেটিং)
৩.সূর্যকুমার যাদব (৭৮০ রেটিং)৪. বাবর আজম (৭৭১ রেটিং)৫. ডেভিড মালান (৭২৫ রেটিং)৬. অ্যারন ফিঞ্চ (৭১৫ রেটিং)---------১৪. রোহিত শর্মা (৬০২ রেটিং)১৬. বিরাট কোহলি (৫৯১ রেটিং)১৮. কে এল রাহুল (৫৮৭ রেটিং)

টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনাল খেলা হবে এই মাঠে, লর্ডসের প্রতীক্ষা বাড়ল আরও দু'বছরটেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনাল খেলা হবে এই মাঠে, লর্ডসের প্রতীক্ষা বাড়ল আরও দু'বছর

English summary
Suryakumar Yadav rose to No.3 position in ICC T20I Batsmen Ranking. He went past Babar Azam. Babar is currently holding the fourth position. Anther pakistani cricketer Mohammad Rizwan holding top spot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X