For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার ৩ ক্রিকেটারের চোট, ফিটনেসের কারণে ভারত সফরে নেই রাজাপক্ষ! রোহিতদের বিরুদ্ধে নামছেন কারা?

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার থেকে লখনউয়ে শুরু ভারত-শ্রীলঙ্কা টি ২০ সিরিজের। তিন ম্যাচের সিরিজের বাকি ম্যাচগুলি হবে ধরমশালায়। তারপর মোহালি ও বেঙ্গালুরুতে দুটি টেস্ট খেলবে ভারত ও শ্রীলঙ্কা। ভারত দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করেছে। শ্রীলঙ্কা কোনওরকমভাবে অস্ট্রেলিয়া সফরে হোয়াইটওয়াশ বাঁচিয়ে ভারতে আসছে।

অস্ট্রেলিয়া সফরের দলে পরিবর্তন

অস্ট্রেলিয়া সফরের দলে পরিবর্তন

অস্ট্রেলিয়া সফরে থাকা তিন ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেলেন ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজ থেকে। আজই দেশের যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী নমল রাজাপক্ষর অনুমতিলাভের পর ভারত সফরে টি ২০ সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। অস্ট্রেলিয়া থেকে যে তিন ক্রিকেটার সোজা শ্রীলঙ্কায় ফিরছেন তাঁরা হলেন আবিষ্কা ফার্নান্দো, নুয়ান তুষারা ও রমেশ মেন্ডিস। ব্যাটার আবিষ্কা ফার্নান্দোকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। তাঁর হাঁটুতে যে চোট রয়েছে সেজন্য অস্ত্রোপচারও করতে হতে পারে। নেটে ব্যাট করতে গিয়ে অলরাউন্ডার রমেশ মেন্ডিসের হাতের বুড়ো আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে। সাইড স্ট্রেনের সমস্যায় ভুগছেন সিমার নুয়ান তুষারা। চোট না সারায় অস্ট্রেলিয়ার পর ভারত সফরও মিস করলেন কুশল পেরেরা।

নতুন মুখ ড্যানিয়েল

শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ফরম্যাটে দুরন্ত ফর্মে থাকা অফ-স্পিনার আশিয়ান ড্যানিয়েলকে রাখা হয়েছে দাসুন শানাকার নেতৃত্বাধীন ১৮ সদস্যের দলে। অস্ট্রেলিয়া সফরে যে দল গিয়েছিল তাতে একমাত্র সংযোজন এই ড্যানিয়েলই। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ায় গিয়ে ১-৪ ব্যবধানে সিরিজ হেরে ভারতে পা রাখছে। খারাপ ফর্মের কারণে অস্ট্রেলিয়ায় প্রথম একাদশ থেকে বাদ পড়লেও ভারত সফরের দলে রয়েছেন দানুষ্কা গুণতিলকা ও দীনেশ চান্দিমল। রবিবারই শেষ ম্যাচে অভিষেক হওয়া কামিল মিশারা ও জানিথ লিয়ানাগেও ভারত সফরের দলে রয়েছেন।

হাসারঙ্গারা সুস্থ

হাসারঙ্গারা সুস্থ

করোনা আক্রান্ত হওয়ার পর সাতদিন আইসোলেশনে থেকে সুস্থ হয়ে ভারতে টি ২০ আন্তর্জাতিক সিরিজে নামতে পারবেন ওয়ানিন্দু হাসারঙ্গা ও বিনুরা ফার্নান্দো। ভানুকা রাজাপক্ষের ফিটনেস নিয়ে চর্চা থাকলেও তাঁর পারফরম্যান্স কিন্তু মোটের উপর ভালোই। তারপরও তাঁকে ভারত সফরের দলে রাখা হয়নি। অস্ট্রেলিয়া সফরে শ্রীলঙ্কাকে ভুগিয়েছে ব্যাটিং, বিশেষ করে মিডল অর্ডার। গত জানুয়ারিতে ভানুকা রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, পরে মত পাল্টান। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছিলেন বলে জানা গিয়েছিল। তবে তাঁকে বাদ দিয়ে নির্বাচকরা বার্তা দিলেন ফিটনেসের সঙ্গে কোনও আপোষ করা হবে না।

ঘোষিত দল

ঘোষিত দল

ভারত সফরে শ্রীলঙ্কা দল- দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, দীনেশ চান্দিমল, দানুষ্কা গুণতিলকা, কামিল মিশারা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, মহীশ থিক্ষণা, জেফরে ভ্যান্ডারসে, প্রবীণ জয়বিক্রমা, আশিয়ান ড্যানিয়েল।

English summary
Sri Lanka's Avishka Fernando, Nuwan Thushara, Ramesh Mendis Will Not Play T20I Series Against India. Bhanuka Rajapaksa Left Out Of India T20Is For Fitness Reasons.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X