For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ কি খেলবেন ইডেনে? লেজেন্ডস লিগ ক্রিকেট কলকাতায় হওয়ায় জল্পনা তুঙ্গে

Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায় এখন রয়েছেন লন্ডনে। সেখান থেকেই তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট শোরগোল ফেলে দিয়েছে। যাতে দেখা যাচ্ছে, তিনি জিমে শারীরিক কসরতে ব্যস্ত। চারটি ছবি পোস্ট করে বিসিসিআই সভাপতি জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে ও নারী ক্ষমতায়ন সুনিশ্চিত করার লক্ষ্যে তহবিল গড়তে একটি চ্যারিটি ম্যাচ হবে। তাতে তিনি খেলবেন, অনেক কিংবদন্তিরাও থাকবেন। নিজের প্রস্তুতিতেও যে তিনি খুশি সে কথা জানিয়েছেন সৌরভ। শুধু খেলাই নয়, সৌরভ নেতৃত্বও দেবেন ওই ম্যাচটিতে।

দাদাগিরির অপেক্ষা

প্রথমে জানা গিয়েছিল, তিনি লেজেন্ডস লিগে খেলবেন। যদিও বিসিসিআই সভাপতি তা প্রাথমিকভাবে অস্বীকার করেন। পরে তিনি নিজেই জানিয়েছেন, যে চ্যারিটি ম্যাচ হবে তাতে তিনি খেলবেন। সৌরভ গঙ্গোপাধ্য়ায় যখন খেলবেন তখন তাঁর জন্য যে মাঠ ভরে যেতে পারে তা নিয়ে কোনও সংশয় নেই। স্বাভাবিকভাবেই সৌরভের ওই পোস্ট দেখে জল্পনা চলছে, কোথায় ব্যাট হাতে নামবেন সৌরভ?

ইডেনে ফের খেলবেন সৌরভ?

ইডেনে ফের খেলবেন সৌরভ?

সম্প্রতি বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার ফাঁকে ইডেনে বোর্ড সভাপতি একাদশ বনাম বোর্ড সচিব একাদশের খেলা হয়েছিল। তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ খেলেন। সেই ম্যাচটি হয়েছিল ইডেনে। সৌরভ-ভক্তরা চাইছেন নিজের শহরেই ফের দেখা যাক দাদার দাদাগিরি! উল্লেখ্য, সৌরভ যখন পুনের হয়ে আইপিএল খেলতে ইডেনে এসেছিলেন তখনও বঙ্গভঙ্গ দেখা গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠে সৌরভের জন্য গলা ফাটিয়েছিলেন বহু দর্শক। ফলে সৌরভ যে লেজেন্ডস লিগ ক্রিকেট ম্যাচটি খেলবেন তা কলকাতায় হওয়ার সম্ভাবনাই বেশি বলে সূত্রের খবর।

লেজেন্ডস লিগ

চলতি বছর জানুয়ারিতে মাস্কটে হয়েছিল লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম সংস্করণ। ইন্ডিয়া মহারাজাস, ওয়ার্ল্ড জায়ান্টস ও এশিয়া লায়ন্স অংশ নেয়, সেবার ৬টি ম্যাচ হয়েছিল। মহারাজাসের নেতৃত্বে ছিলেন মহম্মদ কাইফ, জায়ান্টসের নেতৃত্বে ছিলেন ড্যারেন স্যামি, লায়ন্সকে নেতৃত্ব দেন মিসবা উল হক। জায়ান্টস ফাইনালে ২৫ রানে লায়ন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই টুর্নামন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অমিতাভ বচ্চন ও ঝুলন গোস্বামী। লিগ কমিশনার রবি শাস্ত্রী, অ্যাপেক্স কাউন্সিল সদস্য ওয়াসিম আক্রম।

কলকাতায় হবে খেলা

এবারের লেজেন্ডস লিগে ইতিমধ্যেই বীরেন্দ্র শেহওয়াগ, ইয়ন মর্গ্যান, মুথাইয়া মুরলীধরন, মিসবা উল হক, জন্টি রোডস, মিচেল জনসন, ব্রেট লি, শেন ওয়াটসন, রস টেলর, ডেল স্টেইন-সহ ৫৩ জন ক্রিকেটার অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। জানা যাচ্ছে, সেপ্টেম্বরের ১৭ থেকে অক্টোবরের ৮ তারিখ অবধি চলবে লেজেন্ডল লিগ ক্রিকেট। খেলাগুলি হবে কলকাতা, লখনউ, দিল্লি, যোধপুরে। সঙ্গে কটক বা রাজকোটের মধ্যে কোনও একটি শহরে। এর মধ্যে কলকাতাতেই সবচেয়ে বেশি সংখ্যক দর্শক উপস্থিত থাকতে পারবেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের অনুমতি দিলে তবেই অংশ নিতে পারবেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা।

 চেস অলিম্পিয়াড জ্বর চেন্নাইয়ে, সমুদ্রের জলের তলায় ম্যাসকটকে নিয়ে চলছে দাবা! ভাইরাল ভিডিও চেস অলিম্পিয়াড জ্বর চেন্নাইয়ে, সমুদ্রের জলের তলায় ম্যাসকটকে নিয়ে চলছে দাবা! ভাইরাল ভিডিও

English summary
Sourav Ganguly Set To Play One-Off Charity Fund-Raising Game In Legends League Cricket. The Tournament Will Be Played From September 17 To October 8 Across Five Cities Including Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X