For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ জানালেন ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দর্শকশূন্য গ্যালারিতে, মুখ খুললেন বিতর্ক আর জল্পনা নিয়েও

Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে নিয়ে তৈরি হওয়া নানা জল্পনা, বিতর্ককে স্ট্রেট ব্যাটে ওড়ালেন। সাফ জানালেন, তাঁর কাজ বোর্ডের সভাপতি হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করা। কিন্তু কোনও জল্পনা নিয়ে জবাবদিহি তিনি করবেন না। বিসিসিআই সভাপতি পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে আরও জানিয়েছেন, ইডেনে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই। বোর্ড সচিব জয় শাহর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হওয়ার জল্পনাকেও হেসে উড়িয়ে দেন বোর্ড সভাপতি।

দল নির্বাচনে প্রভাব খাটানো

দল নির্বাচনে প্রভাব খাটানো

বোর্ড সভাপতি দল নির্বাচনের বৈঠকে উপস্থিত থেকে নির্বাচকদের উপর প্রভাব খাটান বলে যে অভিযোগে শোরগোল ভারতীয় ক্রিকেটে, সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে সৌরভের সাফ জবাব, এই ধরনের ভিত্তিহীন অভিযোগকে কোনও গুরুত্ব দেওয়ার প্রশ্নই নেই। এ ব্যাপারে কারও কাছে জবাবদিহির দরকার আছে বলেও মনে করি না। আমি সেই কাজটাই করি যেটা বিসিসিআই সভাপতির করা উচিত। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ঘুরছে দেখছি যেখানে এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে, আমি দল নির্বাচনী বৈঠকে উপস্থিত রয়েছি। এই ছবিটি দল নির্বাচনী বৈঠকেরই নয়। যুগ্ম সচিব জয়েশ জর্জের তো দল নির্বাচনী বৈঠকে থাকার প্রশ্নই নেই। আমি তবু বোর্ড সভাপতি হওয়ার আগে দেশের হয়ে ৪২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি! বোর্ড সচিব জয় শাহের সঙ্গে তাঁর দূরত্ব বৃদ্ধির জল্পনাকে হেসে উড়িয়ে সৌরভ বলেন, আমি, জয়, জয়েশ ও অরুণ ধুমল একসঙ্গে দারুণভাবে কাজ করছি। করোনার মতো কঠিন সময়েও বোর্ড যাতে ক্রিকেট আয়োজন করতে পারে তা সুনিশ্চিত করছি আমরা একসঙ্গেই।

টেস্ট অধিনায়ক

টেস্ট অধিনায়ক

বিরাট কোহলির জায়গায় পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন সেই সংক্রান্ত জল্পনা নিয়ে সৌরভ বলেন, বিভিন্ন মাপকাঠি বিচার করেই নির্বাচকরা নাম চূড়ান্ত করার আগে সভাপতি ও সচিবের সঙ্গে কথা বলবেন। তাঁদের মাথায় কিছু পরিকল্পনা নিশ্চিতভাবেই রয়েছে। যথাসময়েই পরবর্তী টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হবে।

টেস্ট সিরিজ পিছোচ্ছেই

টেস্ট সিরিজ পিছোচ্ছেই

ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ যে মার্চেই হবে তা স্পষ্ট করে দিয়েছেন সৌরভ। অর্থাৎ টি ২০ সিরিজের পরই হবে দুই টেস্টের সিরিজ। অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে রঞ্জি খেলার পরামর্শ দিয়েছিলেন সৌরভ। এতে জল্পনা তৈরি হয় তাহলে কি তাঁরা শ্রীলঙ্কা সিরিজে বাদ পড়বেন? এ প্রসঙ্গে সৌরভ বলেন, শ্রীলঙ্কা সিরিজের আগেই রঞ্জি ট্রফি হবে বলে আমি ওই কথাটা বলেছিলাম। রঞ্জির এলিট গ্রুপের খেলা শুরু হবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে, মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ। ফলে সব কিছু দেখেই সিদ্ধান্ত নির্বাচকরা। এটা পুরোপুরিভাবে তাঁদেরই সিদ্ধান্ত।

ইডেনে টি ২০ সিরিজ

ইডেনে টি ২০ সিরিজ

রাজ্য় সরকার স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিলেও বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে দর্শকশূন্য ইডেনেই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজের তিনটি ম্যাচ। সৌরভ বলেন, সাধারণ দর্শকদের জন্য কোনও টিকিট বিক্রি হবে না। সিএবি ও তাদের অনুমোদিত ইউনিটগুলির প্রতিনিধিরাই শুধু ইডেনে হাজির থাকতে পারবেন। দর্শক প্রবেশের অনুমতি দিয়ে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে ঝুঁকির মুখে ফেলতে পারি না। লাইফ বা অ্যাসোসিয়েট মেম্বারদের জন্যও কোনও টিকিট ইস্যু করা হবে না। রাজ্য সরকার দর্শক প্রবেশের অনুমতি দিলেও বিসিসিআই কোনও ঝুঁকি নেবে না ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবেই।

(ছবি- বিসিসিআই টুইটার)

English summary
Sourav Ganguly Says I Do My Job As BCCI President And Don't Need To Answer Speculation. He Also Disclosed That The India-West Indies T20Is In Kolkata Will Be A Closed-Door Affair.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X