For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ৬ ক্রিকেটার আর টি ২০ দলে সুযোগ পাবেন না! তালিকায় নাম কাদের?

  • |
Google Oneindia Bengali News

ভারতের ৬ ক্রিকেটারকে জানিয়ে দেওয়া হলো তাঁদের আর টি ২০ দলে দরকার নেই। ইনসাইডস্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, চার ক্রিকেটারের সামনে রয়েছে রেড সিগন্যাল। দুই ক্রিকেটারের সামনে রয়েছে হলুদ সিগন্যাল। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের জন্য যে দল নির্বাচকরা বেছে নিয়েছেন তাতে স্পষ্ট, এখন থেকেই ২০২৪ সালে টি ২০ বিশ্বকাপে ভালো ফলের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সে কারণেই তারুণ্য নির্ভর দল গড়া হয়েছে।

শক্ত হলেন নির্বাচকরা

শক্ত হলেন নির্বাচকরা

নতুন নির্বাচকমণ্ডলীতে কারা থাকবেন তা চূড়ান্ত হবে জানুয়ারিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দল বেছে নিয়েছে চেতন শর্মার নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচকমণ্ডলী। বেশ কিছু সাহসী সিদ্ধান্তও দেখা গিয়েছে। বিসিসিআইয়ের তরফে কোনও কারণ জানানো না হলেও টি ২০ দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, ঋষভ পন্থের মতো তারকারা। আবার একদিনের সিরিজের দলে নেই শিখর ধাওয়ান। লোকেশ রাহুল সহ অধিনায়কত্বও খুইয়েছেন। একদিনের দলে রাহুল রয়েছেন উইকেটকিপার হিসেবে। যা পরিস্থিতি তাতে প্রথম একাদশে তাঁর ঠাই পাওয়া মুশকিল।

চার ক্রিকেটারের সামনে দরজা বন্ধ

চার ক্রিকেটারের সামনে দরজা বন্ধ

ইনসাইডস্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্ট, বিসিসিআই ও নির্বাচকরা চার ক্রিকেটারকে বলে দিয়েছেন তাঁদের আর টি ২০ দলে জায়গা হবে না। এই ক্রিকেটাররা হলেন রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিক, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, পরবর্তী টি ২০ বিশ্বকাপের জন্য পরিকল্পনা ছকে ফেলা হয়েছে। অনেক ক্রিকেটারের বয়স ৩৫-৩৬। ফলে বিশ্বকাপের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এই ক্রিকেটাররা নেই। এখন থেকেই দল গঠনের প্রক্রিয়া শুরু করতে চাইছে বিসিসিআই, যাতে ব্যর্থতার ধারা কাটিয়ে ফেলা যায়। ফলে অনেক তারকাই যে টি ২০ দলে জায়গা পাবেন না সে কথা তাঁদের বলে দেওয়া হয়েছে।

সম্মানজনক বিদায়ের পথ

সম্মানজনক বিদায়ের পথ

টি ২০ বিশ্বকাপের পরিকল্পনা থেকে এখনই ছেঁটে ফেলা হচ্ছে না চার ক্রিকেটারকে। ২০২৩ সালে ক্রীড়াসূচি অনুযায়ী ভারতের ৬টি টি ২০ আন্তর্জাতিক রয়েছে। আগামী মাসের প্রথম থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে, তারপর দেশের মাটিতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রোহিত শর্মা, বিরাট কোহলিকে পরবর্তী টি ২০ বিশ্বকাপে দেখার সম্ভাবনা কার্যত নেই। অন্তত রোহিতের ক্ষেত্রে তো বটেই। সে কারণেই হার্দিককে পাকাপাকিভাবে অধিনায়ক করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী মাসে তা আরও স্পষ্ট হবে। হার্দিক শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও ভারতকে টি ২০-তে নেতৃত্ব দেবেন। ঋষভ পন্থকেও এখনই টি ২০ বিশ্বকাপের প্ল্যান থেকে বাইরে রাখা হচ্ছে না। তবে পন্থের জায়গাও এখন পাকা নয়। লোকেশ রাহুলকেও টি ২০ দল থেকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে সম্মানজনক ছাঁটাইয়ের পথ খোঁজা হচ্ছে।

ভবিষ্যতের কথা ভেবেই দল

ভবিষ্যতের কথা ভেবেই দল

নির্বাচকরা ভবিষ্যতের কথা মাথায় রেখেই দল গড়েছেন। ভারতের যে টি ২০ ও একদিনের দল বাছাই হয়েছে তাতে উল্লেখযোগ্য পয়েন্টগুলি হলো, হার্দিক পাণ্ডিয়া টি ২০-তে নেতৃত্ব দেবেন। রোহিত শর্মা ওডিআই ক্যাপ্টেন থাকছেন। লোকেশ রাহুলের সহ অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে। একদিনের দল থেকে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। ঋষভ পন্থ ও ভুবনেশ্বর কুমার সাদা বলের সিরিজে নেই। রবীন্দ্র জাদেজা ও দীপক চাহার এখনও আনফিট। পন্থের ফিটনেস সমস্যা আছে। শিবম মাভি, মুকশ কুমার টি ২০ দলে ডাক পেয়েছেন। উমরান মালিক, অর্শদীপ সিংয়ের মতো তরুণদের উপর আস্থা দেখাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

English summary
Six Indian Players Have Been Informed That They Are Not In Plans For T20Is. BCCI Has Decided To Move On From The Likes Of Rohit Sharma, Bhuvneshwar Kumar, R Ashwin, Mohd Shami, Dinesh Karthik And Virat Kohli.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X