For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভমান গিল ছাড়া আর কাদের রয়েছে ওডিআই দ্বিশতরান? শেহওয়াগের সরস পোস্টে কেন আমির?

শুভমান গিল পঞ্চম ভারতীয় হিসেবে একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান হাঁকালেন। বিশ্বে অষ্টম ক্রিকেটার হিসেবে ওডিআই ডাবল সেঞ্চুরি।

  • |
Google Oneindia Bengali News

শুভমান গিলের আজ বয়স ২৩ বছর ১৩২ দিন। একদিনের আন্তর্জাতিকে সর্বকনিষ্ঠ হিসেবে গিল আজ হায়দরাবাদে হাঁকালেন দুরন্ত দ্বিশতরান। আগ্রাসী ইনিংস খেলে করলেন ২০৮। আগের ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করেছিলেন। তার পরের ম্যাচেই নিজামের শহরে ডাবল সেঞ্চুরি। তাঁর ইনিংস দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররা।

শুভমানের দ্বিশতরান

শুভমানের দ্বিশতরান

শুভমান বিশ্বের অষ্টম এবং পঞ্চম ভারতীয় হিসেবে দ্বিশতরান হাঁকালেন। একদিনের আন্তর্জাতিকে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯, ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৫ (যা একদিনের আন্তর্জাতিকে ব্যক্তিগত সর্বাধিক স্কোরের রেকর্ড) এবং ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধেই অপরাজিত ২০৮। এ ছাড়া ২০১০ সালে সচিন তেন্ডুলকর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ২০০। ঈশান কিষাণ গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে করেন ২১০।

বীরুর সরস পোস্ট

শুভমানের দ্বিশতরান দেখে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ওডিআইয়ে ভারতের আরেক ডাবল সেঞ্চুরিয়ান বীরেন্দ্র শেহওয়াগ। বীরু ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন ২১৯। শেহওয়াগ এদিন আমির খানের ছবির একটি পোস্টারকে একটু বদলে দিয়ে অভিনন্দন জানিয়েছেন। দিল হ্যায় কি মানতা নেহিকে বদলে দিয়ে করে দেওয়া হয়েছে গিল হ্যায় কি মানতা নেহি! ভারতের পাঁচ ব্যাটার ছাড়া একদিনের আন্তর্জাতিকে আর যাঁরা দ্বিশতরান পেয়েছেন তাঁরা হলেন, মার্টিন গাপটিল (২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২৩৭), ক্রিস গেইল (২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৫) এবং ফখর জামান (২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ২১০)।

গর্বিত যুবরাজ

একদিনের আন্তর্জাতিকে এই নিয়ে দশম কোনও ইনিংসে এলো দ্বিশতরান। শুভমান গিলের ইনিংস দেখে উচ্ছ্বসিত ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। গিল অনেকদিন যুবরাজের সঙ্গে কাটিয়ে, তাঁর পরামর্শে নিজের ব্যাটিংকে উন্নত করেছেন। যুবরাজ এদিন টুইটে লিখেছেন, এক অল্প বয়সে একদিনের আন্তর্জাতিকে ২০০ রান অসাধারণ ও অবিশ্বাস্য। আজকের দিনটি আমার এবং শুভমানের বাবার জন্য খুবই গর্বের। গোটা দেশ তাঁর জন্য গর্বিত বলে উল্লেখ করেছেন যুবি।

দুরন্ত ছন্দে জায়গা পাকা করার পথে

দুরন্ত ছন্দে জায়গা পাকা করার পথে

২০১৯ সালে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় শুভমানের। ওই বছর ২ ম্যাচে করেছিলেন ১৬ রান। ২০২০ সালে ১টি ম্যাচে করেন ৩৩। ২০২২ সালে শুভমান ১২টি ম্যাচ খেলেন, তিনবার অপরাজিত থেকে ৬৩৮ রান করেন। ১টি শতরান ও ৪টি অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। এ বছর চারটি ম্যাচে তিনি ৪১৫ রান করেছেন। ব্যাটিং গড় ১০৩.৭৫, স্ট্রাইক রেট ১৩০.৫০। ২টি শতরান ও ১টি অর্ধশতরান এসেছে।

অ্যাঙ্গরি সেলিব্রেশন

এদিন লকি ফার্গুসনের ওভারে টানা তিনটি ছয় মেরে দ্বিশতরানে পৌঁছন। ডাগ আউটে তখন পাশাপাশি দাঁড়িয়ে করতালি দিচ্ছেন বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া। শুভমানের সেলিব্রেশনে ধরা পড়ে অ্যাঙ্গরি মেজাজ। ঈশান কিষাণকে শ্রীলঙ্কা সিরিজে খেলানো হয়নি বাংলাদেশে দ্বিশতরান করা সত্ত্বেও। ফলে শুভমান গিলকে খেলানোয় তাঁর উপর চাপ বাড়ছিল। কিন্তু দলের আস্থার মর্যাদা দিলেন। সেই সঙ্গে চাপকেও সপাটে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন গিল।

English summary
Shubman Gill Becomes The 8th Player And 5th Indian To Score ODI Double Hundred. Gill Has Scored 208 Against New Zealand In Hyderabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X