For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভমান গিল ছাপিয়ে গেলেন বিরাট কোহলির কীর্তি, এলিট লিস্টে বিশ্বে দখল করলেন যুগ্ম দ্বিতীয় স্থান

শুভমান গিল হায়দরাবাদে একদিনের আন্তর্জাতিকে কেরিয়ারের সর্বাধিক ব্যক্তিগত স্কোর সুনিশ্চিত করলেন। দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে পূর্ণ করলেন ১ হাজার ওডিআই রান।

  • |
Google Oneindia Bengali News

শুভমান গিল জিম্বাবোয়ে, শ্রীলঙ্কার পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একদিনের আন্তর্জাতিকে শতরান হাঁকালেন। পরপর দুটি ওডিআইয়ে শতরান। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুবনন্তপুরমে ১৫ জানুয়ারি শেষ ওডিআইয়ে সেঞ্চুরি পেয়েছিলেন, আজ করলেন হায়দরাবাদে। তারই মধ্যে বিরাট কোহলির নজির ভেঙে দিলেন শুভমান গিল।

বিরাটকে ছাপিয়ে গেলেন শুভমান

বিরাটকে ছাপিয়ে গেলেন শুভমান

এদিন ১৯তম একদিনের আন্তর্জাতিক খেলছেন শুভমান। ওডিআইয়ে ১ হাজার রান পূর্ণ করে ফেললেন ১৯টি ইনিংস খেলার ফাঁকেই। ভারতীয় ব্যাটারদের মধ্যে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১ হাজার রান করার নজিরটি এতদিন ছিল বিরাট কোহলির দখলে। ২০০৮ সালে অভিষেকের পর ২০১০ সালের ৫ জুন বিরাট কোহলি ওডিআইয়ে ১ হাজার রান পূর্ণ করেছিলেন হারারেতে, প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এই মাইলস্টোন স্পর্শ করতে কোহলির লেগেছিল ২৪টি ইনিংস। ২০১৩ সালে একদিনের আন্তর্জাতিকে ১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন শিখর ধাওয়ান। তাঁরও লেগেছিল ২৪টি ইনিংস।

ভারতীয়দের নজির

ভারতীয়দের নজির

ভারতীয় ব্যাটারদের মধ্যে ১ হাজার রান পূর্ণ করার ক্ষেত্রে নভজ্যোৎ সিং সিধুর লেগেছিল ২৫টি ইনিংস, শ্রেয়স আইয়ারও ২৫তম ইনিংসে ওডিআইয়ে ১ হাজার রান পূর্ণ করেছেন। লোকেশ রাহুল নেন ২৭টি ইনিংস, মহেন্দ্র সিং ধোনি ও অম্বাতি রায়ুডুর লেগেছিল ২৯টি করে ইনিংস। সঞ্জয় মঞ্জরেকর ৩০তম ওডিআই ইনিংসে ১ হাজার রান পূর্ণ করেন। অজয় জাদেজার লেগেছিল ৩১ ইনিংস। ৩২তম ইনিংসে সৌরভ গঙ্গোপাধ্যায় ওডিআইয়ে ১ হাজার রান পূর্ণ করেছিলেন। বিনোদ কাম্বলি এই নজির ছুঁতে নেন ৩৩টি ইনিংস, রাহুল দ্রাবিড়ও সমসংখ্যক ইনিংসে ওডিআইয়ে ১ হাজার রান করেছিলেন। কৃষ্ণমাচারী শ্রীকান্ত, সচিন তেন্ডুলকর ও গৌতম গম্ভীর ১ হাজার রান পূর্ণ করেছিলেন ৩৪তম ইনিংস খেলতে নেমে। কেদার যাদবের লেগেছিল ৩৫ ইনিংস।

ফখরের রেকর্ড অক্ষত

ফখরের রেকর্ড অক্ষত

একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১ হাজার রান পূর্ণ করার নজিরটি রয়েছে পাকিস্তানের ফখর জামানের দখলে। তিনি ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের ১৮তম ওডিআই ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন। শুভমান গিলের আগে ১৯তম ইনিংসে ওডিআইয়ে ১ হাজার রান করার নজির রয়েছে পাকিস্তানের ইমাম উল হকের। তিনি ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় এই নজির গড়েন। ভিভ রিচার্ডস, কেভিন পিটারসেন, জনাথন ট্রট, কুইন্টন ডি কক, বাবর আজম ও হেনড্রিক ভ্যান ডার ডুসেন কেরিয়ারের ২১তম ইনিংসে ওডিআইয়ে ১ হাজার রান পূর্ণ করেন। গর্ডন গ্রিনিজ ও রায়ান টেন দুশখাতের লেগেছিল ২৩টি করে ইনিংস। বিরাট কোহলির পাশাপাশি গ্লেন টার্নার, ইয়াসির হামিদ, হাসিম আমলা, শিখর ধাওয়ান ও টম কুপার ২৪তম ওডিআই ইনিংসে ১ হাজার রান পূর্ণ করেছিলেন।

কেরিয়ারের সেরা ইনিংস

কেরিয়ারের সেরা ইনিংস

শুভমান গিল ওডিআই কেরিয়ারের ব্যক্তিগত সর্বাধিক রানটিও করে ফেলেন হায়দরাবাদে। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৩০ করেছিলেন। সেই রান এদিন টপকে যান গিল। অপর প্রান্তে উইকেট পড়তে থাকলেও নিজের প্রান্তটিকে আগলে রেখে দায়িত্বশীল ইনিংস উপহার দেন গিল। ইতিমধ্যে দেড়শো রান পূর্ণ করে ফেলেছেন ভারতীয় ওপেনার।

English summary
Shubman Gill Becomes Fastest Indian Batter To Complete 1000 ODI Runs. Gill Has Played Career Best Knock In ODIs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X