For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভমান গিল ও শিবম মাভির টি ২০ আন্তর্জাতিক অভিষেক, মুম্বইয়ে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল শ্রীলঙ্কা

Google Oneindia Bengali News

হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্বে ভারত এর আগে খেলেছে, টি ২০ সিরিজও জিতেছে। তবে এদিনই প্রথমবার দেশের মাটিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। মুম্বইয়ের ওয়াংখেড়েতে আজ প্রথম টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। টস জিতে ফিল্ডিং নিয়েছে শ্রীলঙ্কা।

গিল ও মাভির অভিষেক

আজ ভারতীয় জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলবেন কলকাতা নাইট রাইডার্সের দুই প্রাক্তনী। শিবম মাভি ও শুভমান গিল। টসের আগে মাভির হাতে টিম ইন্ডিয়ার ক্যাপ তুলে দেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। শুভমান গিলের টি ২০ আন্তর্জাতিক অভিষেক হচ্ছে আজ। গিলের হাতে ভারতীয় টি ২০ দলের ক্যাপ তুলে দিয়েছেন সহ অধিনায়ক সূর্যকুমার যাদব। উত্তরপ্রদেশের অলরাউন্ডার মাভি ৪৬টি টি ২০ ম্যাচ খেলেছেন, ৪৬টি উইকেট রয়েছে। সেরা বোলিং ১৪ রানে ৪ উইকেট। পাঞ্জাবের শুভমান গিল ৯৫টি টি ২০ ম্যাচে ২৫৭৭ রান করেছেন, একটি শতরান ও ১৭টি অর্ধশতরান রয়েছে। গিলের ওডিআই অভিষেক হয় ২০১৯ সালে, টেস্ট প্রথম খেলেন ২০২০ সালে। ১৩টি টেস্টে ৭৩৬ রান করেছেন, ১টি শতরান ও ৪টি অর্ধশতরান রয়েছে। ১৫টি একদিনের আন্তর্জাতিকে ১টি শতরান ও চারটি অর্ধশতরান-সহ তাঁর ৬৮৭ রান রয়েছে।

দেশের মাটিতে প্রথমবার ভারতের নেতৃত্বে হার্দিক

দেশের মাটিতে প্রথমবার ভারতের নেতৃত্বে হার্দিক

হার্দিক পাণ্ডিয়া দীর্ঘদিন আইপিএলে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। চলতি বছর তিনি গুজরাত টাইটান্সে গিয়ে আবির্ভাবেই চ্যাম্পিয়ন করান। ওয়াংখেড়ে স্টেডিয়াম তাই হার্দিকের কাছে হোম গ্রাউন্ডই বলা চলে। মুম্বইয়ের সূর্যকুমার যাদবও মুম্বই ইন্ডিয়ান্সেই খেলেন। তিনি আজ এই স্টেডিয়ামে দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন।

টস জিতে ফিল্ডিং শ্রীলঙ্কার

ওয়াংখেড়ের বাউন্ডারি খুব বড় নয়। পিচের দুই পাশে বাউন্ডারি ৬২ মিটার করে, সোজা বাউন্ডারি ৭১ মিটারের। পিচ রিপোর্ট দিতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, উইকেট ব্যাটিং সহায়ক। বোলারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করে আছে। টস জেতা দল রান তাড়া করতেই পছন্দ করবে। টস জিতে ফিল্ডিং করারই সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। যদিও হার্দিক জানিয়েছেন, তিনি টস জিতে ব্যাটিং করতেন। বিগত কয়েকটি ম্যাচে রান তাড়া করা দলই বেশিরভাগ ক্ষেত্রে জিতেছে। সে কথা মাথায় রেখেও প্রথমে ব্যাট করার চ্যালেঞ্জই মোকাবিলা করতেন বলে জানান হার্দিক।

একনজরে একাদশ

একনজরে একাদশ

ভারতীয় দলে ঋতুরাজ গায়কোয়াড়কে আজ খেলানো হচ্ছে না। ঈশান কিষাণের সঙ্গে ওপেন করবেন গিল। অর্শদীপ সিং এখনও অসুস্থ। সে কারণে তিনি আজ খেলছেন না। অভিষেক হচ্ছে শিবম মাভির। শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা জানিয়েছেন, আমাদের ব্যাটিং লাইন আপে কোনও পরিবর্তন নেই। টি ২০ বিশ্বকাপ ছাড়া এই ফরম্যাটে আমরা ভালোই খেলছি। শ্রীলঙ্কা দলে আজ এসেছেন কাসুন রাজিথা।

ভারত: ঈশান কিষাণ (উইকেটকিপার), শুভমান গিল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক, যুজবেন্দ্র চাহাল

শ্রীলঙ্কা: পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষ, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, দিলশান মাদুশঙ্কা

English summary
Sri Lanka Have Won The Toss And Elected To Bowl Against In The First T20I In Mumbai. Shubman Gill And Shivam Mavi Will Play Their First Ever T20I.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X