For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের পেসারদের থেকে কোন জায়গায় পিছিয়ে রয়েছেন বুমরাহ-শামিরা, জানিয়ে দিলেন শোয়েব

পাকিস্তানের পেসারদের থেকে কোন জায়গায় পিছিয়ে রয়েছেন বুমরাহ-শামিরা, জানিয়ে দিলেন শোয়েব

Google Oneindia Bengali News

ভারতীয় পেস অ্যাটাকের সুখ্যাতি বারবার শোনা গিয়েছে শোয়েব আখতারের মুখে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের ভূয়োশি প্রশংসা বারবার করেছেন শোয়েব। তবুও কোথাও গিয়ে পাকিস্তানের পেস অ্যাটাকের থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন ভারতীয় বোলাররা, মনে করেন আখতা।

পাকিস্তানের পেসারদের থেকে কোন জায়গায় পিছিয়ে রয়েছেন বুমরাহ-শামিরা, জানিয়ে দিলেন শোয়েব

পাক কিংবদন্তি মনে করেন আক্রমণাত্মক শরীরী ভাষা এবং উর্জার দিক থেকে ভারতীয় বোলারদের থেকে খানিকটা এগিয়ে রয়েছেন পাকিস্তানের পেস অ্যাটাক। একটি পোডকাস্টে জানিয়েছে, ভারতীয় দলে একাধিক কোয়ালিটি পেসার উঠে এলেও তাঁদের মধ্যে উর্জার অভাব রয়েছে। তিনি বলেন, "পাকিস্তান এবং ভারতের মধ্যে পার্থক্য রয়েছে। ভারতীয় দলে দুর্দান্ত ফাস্ট বোলাররা উঠে এলেও তাঁদের মধ্যে উর্জার অভাব রয়েছে- মুখের অভিব্যক্তি বা শরীরী ভাষায় আগ্রসণ নেই।"

শোয়েব মনে করেন পাকিস্তানের বোলারদের এত আগ্রাসী হয়ে ওঠার নেপথ্যে খাদ্যাভ্যাস-এর অনেকটা অবদান রয়েছে। তাঁর কথায়, "আপনি তেমনই হবেন যেমনটা আপনি খাবে, তাই নয় কি? আমাদের দেশ অনেক পশু খায় এবং আমরা পশুর মতো আগ্রাসী হয়ে উঠি। ফাস্ট বোলিং-এর ক্ষেত্রে আমরা সিংহের মতো বিচরণ করি।" ১৯৯৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় আখতারের। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। পাকিস্তানের জার্সিতে ৪৬টি টেস্ট, ১৬৩টি একদিনের ম্যাচ এবং ১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন আখতার। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর সংগ্রহ ৪৪৪টি উইকেট।

রাজনৈতিক চাপানউতরের কারণে দীর্ঘ দিন বন্ধ ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ। আইসিসি বা এসিসি'র প্রতিযোগীতা ছাড়া কখনও মুখোমুখি হয় না এই দুই দল। বিশ্ব ক্রিকেটে 'মাদার অব অল ম্যাচ' হিসেবে পরিগনিত হয় ভারত-পাকিস্তান দ্বৈরথ। কিন্তু দুই দেশের মধ্যে দীর্ঘদিন দ্বি-পাক্ষিক সিরিজ বন্ধ থাকায় বঞ্চিত হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা, এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আমির সোহেল।

স্পোর্টসস্টারকে সোহেল বলেছেন, "আইসিসি সব সময়ে ক্রিকেট এবং রাজনীতিকে আলাদা রাখারা পক্ষে সাওয়াল করেছে এবং আমি এর সঙ্গে একমত। ভারত বনাম পাকিস্তানের ম্যাচের জন্য সারা বিশ্ব মুখিয়ে থাকে। ক্রিকেট সমর্থকেরা বঞ্চিত হচ্ছেন।"

শেষ বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল ২০২১ টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে। ফের ভারত-পাক দ্বৈরথ দেখতে বেশি সময় অপেক্ষা করতে হবে না গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা ২০২২ টি-২০ বিশ্বকাপে দুই দল একই গ্রুপে রয়েছে। ফলে চলতি বছর টি-২০ বিশ্বকাপে গ্রুপের ম্যাচেই ফের একবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান।

English summary
Shoaib Akhtar feels Indian bowlers are bit behind in the terms of exhibiting aggression and energy compare to Pakistani bowlers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X