For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিখর ধাওয়ানের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে একদিনের সিরিজে হারাল ভারত, দিল্লিতে জয় ৭ উইকেটে

Google Oneindia Bengali News

দেশের মাটিতে ভারতের সাফল্যের ধারা অব্যাহত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লখনউয়ে হারার পর রাঁচি ও দিল্লিতে জয় ছিনিয়ে একদিনের সিরিজ পকেটে পুরে ফেলল শিখর ধাওয়ানের দল। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। ২৭.১ ওভারে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। এরপর ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

ধাওয়ানের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাকে একদিনের সিরিজে হারাল ভারত

জয়ের জন্য ১০০ রানের টার্গেট তাড়া করতে নেমে ইতিবাচকভাবেই ব্যাটিং চালিয়ে যেতে থাকেন দুই ওপেনার শুভমান গিল ও শিখর ধাওয়ান। ১৪ বলে ৮ রান করার ভারত অধিনায়ক ধাওয়ান রান আউট হয়ে যান। ৬.১ ওভারে ৪২ রানে পড়ে প্রথম উইকেট। ১০.৪ ওভারে দ্বিতীয় উইকেট হারায় ভারত। ১৮ বলে ১০ রান করে বিয়র্ন ফরটুইনের শিকার হন ঈশান কিষাণ। জয়ের জন্য যখন তিন রান দরকার তখন আউট হন শুভমান গিল। আটটি চারের সাহায্যে ৫৭ বলে ৪৯ রান করে লুঙ্গি এনগিডির বলে বোল্ড হয়ে যান তিনি। ১৮.২ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইেটে ৯৭। শেষে ছক্কা হাঁকিয়ে দলকে ম্যাচ তথা সিরিজ জেতান শ্রেয়স আইয়ার। তিনি তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে ২৩ বলে ২৮ করে অপরাজিত থাকেন। ৪ বলে ২ রানে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। ১৮৫ বল বাকি থাকতে ম্যাচ জেতে ভারত।

এর আগে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান শিখর ধাওয়ান। একদিনের আন্তর্জাতিকে ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর ৯৯ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। ডেভিড মিলার এদিনই প্রথম দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিলেন। প্রথম দল হিসেবে তিন ম্যাচের সিরিজের প্রতি ম্যাচেই নতুন কোনও অধিনায়কের নেতৃত্বে খেলল দক্ষিণ আফ্রিকা। ২৭.১ ওভারেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। হেইনরিখ ক্লাসেন ৩৪, জ্যানেম্যান মালান ১৫ ও মার্কো জানসেন ১৪ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। কুলদীপ যাদবের ৪.১ ওভারে ১টি মেডেন, ১৮ রানের বিনিময়ে নেন চার উইকেট। শাহবাজ আহমেদ, মহম্মদ সিরাজ ও ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট দখল করেন। নিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে শাহবাজ ৭ ওভারে ৩২ রানের বিনিময়ে তুলে নেন এইডেন মার্করাম ও হেইনরিখ ক্লাসেনের উইকেট।

বল হাতে রেখে জেতার নিরিখে প্রোটিয়াদের বিরুদ্ধে এটিই ভারতের সবচেয়ে বড় জয়। আজ ১৮৫ বল বাকি থাকতে জয় নিশ্চিত করল ভারত। এর আগে ২০১৮ সালে সেঞ্চুরিয়নে ভারত জিতেছিল ১৭৭ বল বাকি থাকতে। ১৯৯৯ সালে নাইরোবিতে দক্ষিণ আফ্রিকাকে ভারত ১৬৪ বল বাকি থাকতে পরাস্ত করেছিল। ভারত টানা পাঁচটি সিরিজ জিতল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাকে ২০২৩ সালের বিশ্বকাপ খেলতে যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে। সরাসরি বিশ্বকাপ খেলার আশা শেষ প্রোটিয়াদের। বিশ্বকাপের সুপার লিগ পর্বে তারা রইল একাদশ স্থানে। আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার নীচে। প্রথম সারির একঝাঁক তারকার অনুপস্থিতিতে ভারতের এই সিরিজ জয়ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী বছর ভারতেই হবে বিশ্বকাপ, তার আগে তরুণ ক্রিকেটাররা যেভাবে নিজেদের মেলে ধরলেন তাতে রিজার্ভ বেঞ্চের শক্তি আত্নবিশ্বাসী রাখবে ভারতের টিম ম্যানেজমেন্টকে।

ভারতকে সিরিজ জিতিয়েই বলিউডে অভিষেক শিখর ধাওয়ানের, কোন ছবিতে দেখা যাবে গব্বরকে?ভারতকে সিরিজ জিতিয়েই বলিউডে অভিষেক শিখর ধাওয়ানের, কোন ছবিতে দেখা যাবে গব্বরকে?

English summary
India Beat South Africa In The 3rd ODI By 7 Wickets To Clinch The Series In Delhi. Shubman Gill Has Scored 49.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X