For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের ব্যর্থতা ঢেকে অর্ধশতরান বিরাট-শিখরের! পার্লে জোড়া ধাক্কা দিয়ে ম্যাচে ফিরল দক্ষিণ আফ্রিকা

  • |
Google Oneindia Bengali News

লোকেশ রাহুল অধিনায়ক হিসেবে একদিনের আন্তর্জাতিকে প্রথম ম্যাচেই ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থতা ঢেকে বড় পার্টনারশিপ গড়ে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। কিন্তু তিন ওভারের মধ্যে ১৪ রানের ব্যবধানে এই দুই তারকাকে ফিরিয়ে ম্যাচের রাশ নিজেদের দিকে নিল দক্ষিণ আফ্রিকা।

রাহুলের ব্যর্থতা ঢাকলেন বিরাট-শিখর! পার্লে লড়ছে ভারত

লোকেশ রাহুল ১৭ বলে ১২ রান করে এইডেন মার্করামের বলে আউট হয়েছিলেন। ভারতের রান তখন ৮.৩ ওভারে ১ উইকেটে ৪৬। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওয়ান ডে দলে ওপেন করতে নেমে হতাশই করলেন রাহুল। এরপর শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে অবলীলায় বড় পার্টনারশিপ গড়তে থাকেন বিরাট কোহলি। ২৫.৩ ওভারে শিখর ধাওয়ান দলের ১৩৮ রানের মাথায় আউট হন। ১০টি চারের সাহায্যে ৮৪ বলে ৭৯ রান করেন ধাওয়ান। শিখরকে বোল্ড করে জুটি ভাঙেন কেশব মহারাজ। এদিন শিখর একদিনের আন্তর্জাতিকে ৩৪তম অর্ধশতরানটি পূর্ণ করেন।

বিরাট কোহলি ৬৩তম হাফ সেঞ্চুরিটি পেলেও একদিনের আন্তর্জাতিকে ৪৪তম শতরানটি পেলেন না, আশা জাগিয়েও। খানিকটা স্বভাববিরুদ্ধভাবে স্যুইপ শট মারতে গিয়ে তাবরেজ শামসির বলে ক্যাচ দিয়ে বসলেন তেম্বা বাভুমার হাতে। ৬৩ বলে ৫১ রান করেন বিরাট, মেরেছেন তিনটি চার। অধিনায়কত্ব ছাড়ার পর ৫ বছর বাদে সাধারণ ব্যাটার হিসেবে নেমেই পেলেন অর্ধশতরান। ৬০ বলে এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক।

শিখর ধাওয়ানের কাছে অবশ্য দক্ষিণ আফ্রিকার এই সফর কেরিয়ার বাঁচানোর। প্রথম ম্যাচে শতরান না পেলেও ৭৯ রান করলেন। শিখর ধাওয়ানের ব্যাটে একদিনের আন্তর্জাতিকে শেষ শতরানটি এসেছিল ২০১৯ সালের বিশ্বকাপে। ৯ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খেলেছিলেন ১০৯ বলে ১১৭ রানের ইনিংস। ওডিআইয়ে ১৮তম শতরানটি থেকে আজও তিনি থামলেন ২১ রান দূরে। ২০২০ সালে রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৬ ও গত বছর পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৮ রানে আউট হয়েছিলেন ধাওয়ান। কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ছিলেন ৮৬ রানে। দক্ষিণ আফ্রিকাতেই কেরিয়ার বাঁচানোর লড়াই চালাচ্ছেন শিখর ধাওয়ান। তবে এদিন যে ইনিংসটি খেললেন তার প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

শিখর ধাওয়ানের দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের আন্তর্জাতিকে একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে। দেশের মাটিতে পাঁচটি শতরানের পাশাপাশি অস্ট্রেলিয়ায় দুটি, ইংল্যান্ডে চারটি ও সংযুক্ত আরব আমিরশাহীতে দুটি ওডিআই সেঞ্চুরি রয়েছে। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েতে পেয়েছেন একটি শতরান। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ধাওয়ানের শতরানের সংখ্যা চারটি করে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ শতরান পেলে সেটি হতো চতুর্থ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি এবং হংকং, আয়ারল্যান্ড পাকিস্তান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে রয়েছে একটি করে শতরান। গত বছর ৬টি একদিনের আন্তর্জাতিকে ২৯৭ রান করেছিলেন ধাওয়ান। সর্বাধিক ৯৮। গড় ছিল ৫৯.৪০, তিনটি অর্ধশতরান পেয়েছিলেন। শ্রীলঙ্কায় ভারতীয় দলকে নেতৃত্ব দিলেও টি ২০ বিশ্বকাপের দলে জায়গা হয়নি ধাওয়ানের। আজ কামব্যাক ম্যাচে ভারতকে দাঁড় করালেন শক্ত ভিতের উপর।

শিখর-বিরাট প্যাভিলিয়নে ফেরার পর ভারত জিতবে কিনা তা বলবে সময়। এদিন চারে নেমেছেন ঋষভ পন্থ, পাঁচে শ্রেয়স আইয়ার।

English summary
Shikhar Dhawan And Virat Kohli Hit Fifties As India Are Chasing The Target Of 297 Against SA. Dhawan Has Scored 79 off 84 Balls, Virat Out For 51.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X