For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সর্বকালের সেরা' বিতর্কে অশ্বিনের তামিল টুইটের পাল্টা মঞ্জরেকরের মজাদার উত্তর

'সর্বকালের সেরা' বিতর্কে অশ্বিনের তামিল টুইটের পাল্টা মঞ্জরেকরের মজাদার উত্তর

  • |
Google Oneindia Bengali News

'সর্বকালের সেরা' বিতর্কে রবিচন্দ্রণ অশ্বিনকে পাল্টা জবাব দিলেন সঞ্জয় মঞ্জরেকর। অ্যাশকে তাঁর টুইটের সূত্র ধরেই মজার ছলে উত্তর দিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান। বর্তমান ও প্রাক্তন তারকার মজাদার টুইট যুদ্ধে লাইক, কমেন্টস ও রি-পোস্টের বন্যা বয়ে গিয়েছে। অশ্বিনকে ঠিক কী বলেছেন মঞ্জরেকর।

অশ্বিনকে জবাব মঞ্জরেকরের

তামিল সিনেমার সংলাপ তুলে এনে 'সর্বকালের সেরা' বিতর্কে সঞ্জয় মঞ্জরেকরকে জবাব দিয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। তার পাল্টা হিসেবে মজার ছলেই ভারতীয় অফ স্পিনারকে উত্তর দিয়েছেন মঞ্জরেকর। লিখেছন, সোজা, সহজ ক্রিকেটীয় বক্তব্যকে নিয়ে বিতর্ক তৈরি হওয়া প্রত্যক্ষ করে তাঁর হৃদয় হাঁপিয়ে উঠেছে।

কী লিখেছিলেন অশ্বিন

রবিচন্দ্রণ অশ্বিনকে বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা মানতে রাজি নন সঞ্জয় মঞ্জরেকর। তা নিয়ে ক্রিকেট মহলে বিস্তর আলাপ-আলোচনা শুরু হতেই অবশেষে মুখ খুলেছেন ভারতীয় অফ স্পিনার। মঞ্জরেকরের মন্তব্যের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অ্যাশ। স্বভাবসিদ্ধ মজার ছলেই পরিস্থিতি সামলেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা। এক তামিল সিনেমার কোনও এক সিক্যুয়েন্সের স্ক্রিন শট এবং তার গুরুত্বপূর্ণ সংলাপ লিখে, তা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন অশ্বিন। যে কথার মানে করলে দাঁড়ায়, 'ওভাবে বলবেন না, ব্যথা লাগে'।

শুরুতে কী বলেছিলেন মঞ্জরেকর

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বলে আখ্যা দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনের পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দলও। এমতাবস্থায় অশ্বিনকে বিশ্বসেরা মানতে অস্বীকার করেছেন সঞ্জয় মঞ্জরেকর। অ্যাশকে ডন ব্র্যাডম্যান, গ্যারি সোবার্স, সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের গোত্রে ফেলতে রাজি হননি প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। বক্তব্য, দেশের মাটিতে রবিচন্দ্রণ অশ্বিনের বিক্রম সর্বাধিক। সেনার অন্তর্গত দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় অ্যাশ ততটাও সফল নন বলে পরিসংখ্যানের সূত্র টেনে দাবি করেছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান তথা বর্তমান ধারাভাষ্যকার। ওই চার দেশে অশ্বিনের টেস্টর এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির নেই বলেও দাবি করেছেন মঞ্জরেকর।

অশ্বিনের টেস্ট কেরিয়ার

অশ্বিনের টেস্ট কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৭৮টি টেস্ট খেলা রবিচন্দ্রণ অশ্বিন ৪০৯টি উইকেট নিয়েছেন। টেস্টে তিনি ৩০ বার এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। ভারতের মাটিতে লাল বলের ফর্ম্যাটে ২৮৬টি উইকেট নিয়েছেন অশ্বিন। দেশের মাটিতে টেস্টের এক ইনিংসে ২৪ বার পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন অ্যাশ।

English summary
Sanjay Mankrekar gives answer to Ravichandran Ashwin on 'All time great' remarks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X